নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় আওয়ামী লীগের আসন ছাড় না দেওয়ার অভিমান ভুলে অবশেষে নির্বাচনী প্রচারে নেমেছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থীরা। জেলার ছয়টি আসনের জাপা প্রার্থীরা গতকাল মঙ্গলবার সকালে প্রচার শুরু করেন।
জাপার দলীয় সূত্রে জানা গেছে, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হলেও জাতীয় পার্টির প্রার্থীরা কোনো প্রচার শুরু করেননি। তাঁরা অনেকটাই নির্বাচন বর্জন কর্মসূচি পালন করছিলেন। আওয়ামী লীগ খুলনার একটি আসনেও জাতীয় পার্টিকে ছাড় না দেওয়ায় এত দিন দলটির প্রার্থীরা প্রচারে নামেননি। বিশেষ করে খুলনা-৬ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। ফলে দলের ক্ষুব্ধ নেতারা নির্বাচন বর্জনের দাবি জানান।
এই অবস্থায় ২০ ডিসেম্বর নগরীর ডাকবাংলো মোড়ে দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর শাখার সভা আহ্বান করা হয়। সভায় অধিকাংশ নেতা নির্বাচন বর্জন করার পক্ষে মত দেন। এ ছাড়া খুলনা-৩ আসনের প্রার্থী মো. আব্দুল্লাহ আল মামুন, খুলনা-৫ আসনের প্রার্থী মো. শাহীদ আলম ও খুলনা-৬ আসনের প্রার্থী শফিকুল ইসলাম মধু ওই সভায় নির্বাচন থেকে এখনই সরে যাওয়ার পক্ষে জোরালো বক্তব্য দেন।
তবে অন্য তিন প্রার্থী খুলনা-১ আসনের কাজী হাসানুর রশিদ, খুলনা-২ আসনের মো. গাউসুল আজম এবং খুলনা-৪ আসনের মো. ফরহাদ হোসেন দলের নেতাদের মনোভাবের বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানিয়ে তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার পক্ষে মত দেন। তুমুল হইচই ও হট্টগোলের মধ্য দিয়ে শেষ হয় ওই সভা।
জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু বলেন, কিছু ক্ষোভ থাকলেও দল ও গণতন্ত্রের স্বার্থে খুলনার ছয়টি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন।

খুলনায় আওয়ামী লীগের আসন ছাড় না দেওয়ার অভিমান ভুলে অবশেষে নির্বাচনী প্রচারে নেমেছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থীরা। জেলার ছয়টি আসনের জাপা প্রার্থীরা গতকাল মঙ্গলবার সকালে প্রচার শুরু করেন।
জাপার দলীয় সূত্রে জানা গেছে, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হলেও জাতীয় পার্টির প্রার্থীরা কোনো প্রচার শুরু করেননি। তাঁরা অনেকটাই নির্বাচন বর্জন কর্মসূচি পালন করছিলেন। আওয়ামী লীগ খুলনার একটি আসনেও জাতীয় পার্টিকে ছাড় না দেওয়ায় এত দিন দলটির প্রার্থীরা প্রচারে নামেননি। বিশেষ করে খুলনা-৬ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। ফলে দলের ক্ষুব্ধ নেতারা নির্বাচন বর্জনের দাবি জানান।
এই অবস্থায় ২০ ডিসেম্বর নগরীর ডাকবাংলো মোড়ে দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর শাখার সভা আহ্বান করা হয়। সভায় অধিকাংশ নেতা নির্বাচন বর্জন করার পক্ষে মত দেন। এ ছাড়া খুলনা-৩ আসনের প্রার্থী মো. আব্দুল্লাহ আল মামুন, খুলনা-৫ আসনের প্রার্থী মো. শাহীদ আলম ও খুলনা-৬ আসনের প্রার্থী শফিকুল ইসলাম মধু ওই সভায় নির্বাচন থেকে এখনই সরে যাওয়ার পক্ষে জোরালো বক্তব্য দেন।
তবে অন্য তিন প্রার্থী খুলনা-১ আসনের কাজী হাসানুর রশিদ, খুলনা-২ আসনের মো. গাউসুল আজম এবং খুলনা-৪ আসনের মো. ফরহাদ হোসেন দলের নেতাদের মনোভাবের বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানিয়ে তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার পক্ষে মত দেন। তুমুল হইচই ও হট্টগোলের মধ্য দিয়ে শেষ হয় ওই সভা।
জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু বলেন, কিছু ক্ষোভ থাকলেও দল ও গণতন্ত্রের স্বার্থে খুলনার ছয়টি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৩ ঘণ্টা আগে