নিজস্ব প্রতিবেদক, বরিশাল

জাতীয় পার্টির বরিশাল জেলা ও মহানগর কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি বরিশাল মহানগরের আহ্বায়ক ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল।
হামলাকারীরা নগরীর ফকিরবাড়ি রোডের জাপা অফিসের আসবাব, চেয়ার, টেবিল, কম্পিউটার, টিভিসহ অন্যান্য মালামাল ভাঙচুর করেছে।
এ সময় হামলাকারীরা কার্যালয়ের সামনে জাপাকে নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
এর আগে জাপা চেয়ারম্যানের রংপুরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মহসিন উল ইসলাম হাবুল বলেন, ‘দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে আমরা নগরীর ফকিরবাড়ি কার্যালয় থেকে সদর রোডের কাছাকাছি পৌঁছালে কতিপয় সন্ত্রাসী লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হন। তাৎক্ষণিক আমাদের নেতা-কর্মীরা তা প্রতিহত করেন এবং ধাওয়া দিয়ে হামলাকারীদের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন।’
গণঅধিকার পরিষদের জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসর জাপার নেতা-কর্মীরা আপত্তিকর স্লোগান দিয়ে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। হামলায় গণঅধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সভাপতি শামিম রেজা, সাধারণ সম্পাদক হাসানসহ ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, জাপার লোকজন একজনকে মারধর করে আহতাবস্থায় পুলিশের কাছে সোপর্দ করেছেন। জাপা কার্যালয়ে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জাতীয় পার্টির বরিশাল জেলা ও মহানগর কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি বরিশাল মহানগরের আহ্বায়ক ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল।
হামলাকারীরা নগরীর ফকিরবাড়ি রোডের জাপা অফিসের আসবাব, চেয়ার, টেবিল, কম্পিউটার, টিভিসহ অন্যান্য মালামাল ভাঙচুর করেছে।
এ সময় হামলাকারীরা কার্যালয়ের সামনে জাপাকে নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
এর আগে জাপা চেয়ারম্যানের রংপুরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মহসিন উল ইসলাম হাবুল বলেন, ‘দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে আমরা নগরীর ফকিরবাড়ি কার্যালয় থেকে সদর রোডের কাছাকাছি পৌঁছালে কতিপয় সন্ত্রাসী লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হন। তাৎক্ষণিক আমাদের নেতা-কর্মীরা তা প্রতিহত করেন এবং ধাওয়া দিয়ে হামলাকারীদের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন।’
গণঅধিকার পরিষদের জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসর জাপার নেতা-কর্মীরা আপত্তিকর স্লোগান দিয়ে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। হামলায় গণঅধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সভাপতি শামিম রেজা, সাধারণ সম্পাদক হাসানসহ ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, জাপার লোকজন একজনকে মারধর করে আহতাবস্থায় পুলিশের কাছে সোপর্দ করেছেন। জাপা কার্যালয়ে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
১১ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘শিশুটির অবস্থা গুরুতর। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গুলি তার মুখের এক পাশ দিয়ে ঢুকে মস্তিষ্কে প্রবেশ করেছে।’
৩০ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনসারকে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২৩৪তম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রে
৪০ মিনিট আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাঘর স্থাপনসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার ঘটনায় দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব....
৪৪ মিনিট আগে