সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে হারিছ চৌধুরী বাজারের পাশে হাবুর খাল দখল করে গড়ে তোলা ২৬টি অবৈধ স্থাপনা ও দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেন মং রাখাইন। এ সময় বিএডিসির সহকারী প্রকৌশলী মো. জুয়েল হোসেনসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় বহুদিন ধরে স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ ছিল। এতে স্থানীয় কৃষকেরা চরম দুর্ভোগে পড়েছিলেন। আজ অভিযানে অবৈধ দোকানঘরগুলো ভেঙে দেওয়া হয়।
স্থানীয় কৃষক আব্দুল মজিদ বলেন, ‘এই খাল দিয়ে জমিতে পানি দিতাম। খাল দখলের কারণে কৃষিকাজে অনেক ক্ষতি হয়েছে। এখন খাল মুক্ত হওয়ায় চাষাবাদে উপকার হবে।’
উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আব্দুল বারী বাবলু বলেন, ‘দীর্ঘদিন ধরে হাবুর খালটি দখল করে রাখা হয়েছিল। আমরা বারবার দাবি জানিয়েছিলাম দখলমুক্ত করার জন্য। আজকের অভিযান প্রমাণ করেছে, প্রশাসন চাইলে পরিবেশ রক্ষা করা সম্ভব।’

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ছেন বলেন, ‘সরকারি খাল দখল করে কেউ স্থাপনা গড়তে পারবে না। হাবুর খাল কৃষি ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। সুবর্ণচরের দখল হওয়া অন্যান্য খালও পর্যায়ক্রমে উদ্ধার করা হবে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে।’
এর আগে গত শনি ও রোববার কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান সুবর্ণচরের পানি সংকটাপন্ন বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তাঁরা নদী ও খালগুলোর উৎসস্থল ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় সচিবেরা দখল হয়ে যাওয়া খাল ও নদী উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসনকে তাগাদা দিয়ে বলেন, প্রাকৃতিক পানির উৎস রক্ষা না করলে কৃষি ও সেচব্যবস্থা টেকসই হবে না। প্রশাসনকে দখলদারদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

নোয়াখালীর সুবর্ণচরে হারিছ চৌধুরী বাজারের পাশে হাবুর খাল দখল করে গড়ে তোলা ২৬টি অবৈধ স্থাপনা ও দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেন মং রাখাইন। এ সময় বিএডিসির সহকারী প্রকৌশলী মো. জুয়েল হোসেনসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় বহুদিন ধরে স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ ছিল। এতে স্থানীয় কৃষকেরা চরম দুর্ভোগে পড়েছিলেন। আজ অভিযানে অবৈধ দোকানঘরগুলো ভেঙে দেওয়া হয়।
স্থানীয় কৃষক আব্দুল মজিদ বলেন, ‘এই খাল দিয়ে জমিতে পানি দিতাম। খাল দখলের কারণে কৃষিকাজে অনেক ক্ষতি হয়েছে। এখন খাল মুক্ত হওয়ায় চাষাবাদে উপকার হবে।’
উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আব্দুল বারী বাবলু বলেন, ‘দীর্ঘদিন ধরে হাবুর খালটি দখল করে রাখা হয়েছিল। আমরা বারবার দাবি জানিয়েছিলাম দখলমুক্ত করার জন্য। আজকের অভিযান প্রমাণ করেছে, প্রশাসন চাইলে পরিবেশ রক্ষা করা সম্ভব।’

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ছেন বলেন, ‘সরকারি খাল দখল করে কেউ স্থাপনা গড়তে পারবে না। হাবুর খাল কৃষি ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। সুবর্ণচরের দখল হওয়া অন্যান্য খালও পর্যায়ক্রমে উদ্ধার করা হবে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে।’
এর আগে গত শনি ও রোববার কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান সুবর্ণচরের পানি সংকটাপন্ন বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তাঁরা নদী ও খালগুলোর উৎসস্থল ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় সচিবেরা দখল হয়ে যাওয়া খাল ও নদী উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসনকে তাগাদা দিয়ে বলেন, প্রাকৃতিক পানির উৎস রক্ষা না করলে কৃষি ও সেচব্যবস্থা টেকসই হবে না। প্রশাসনকে দখলদারদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১৭ মিনিট আগে
কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে