রংপুর প্রতিনিধি

রংপুরে ক্রেতা সেজে দোকান থেকে দেড় কোটি টাকা মূল্যের ১০০ ভরি সোনা চুরির অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে নগরের স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে।
সোনার দোকানের মালিক তিলক বসাক এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
তিলক বসাক অভিযোগ করেন, শহরে লক্ষ্মী জুয়েলার্স নামের তাঁর একটি দোকান রয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে বোরকা পরা পাঁচজন নারী তাঁর দোকানে সোনা কিনতে আসেন। তিনি ওই নারীদের একটি প্লাস্টিকের বক্সে থাকা তৈরি গয়না দেখান। নারীরা কৌশলে তাঁকে একের পর এক বিভিন্ন ধরনের গয়না দেখাতে বলেন। এ সময় তিলক বসাক প্লাস্টিকের বক্সটি তুলে রেখে অন্য পাশে ওই নারীদের দুজনকে গয়না দেখান। এতে তিনি ব্যস্ত হয়ে পড়লে সেই সুযোগে ওই দলের একজন কৌশলে হাত বাড়িয়ে তাঁর শোকেসে থাকা তৈরি গয়নার প্লাস্টিকের বক্সটি চুরি করে ব্যাগের ভেতরে ভরেন। এরপর ওই নারীরা এক আনা ওজনের সোনার রিং কিনে চলে যান।
তিলক বসাক বলেন, ‘আমার দোকান থেকে ৫০ ভরির ৭০টি সোনার চেইন, ৩০ ভরির ১২০টি আংটি, ১২ ভরির ৬০টি লকেট ও ৮ ভরি ওজনের ২১টি ব্রেসলেট চুরি হয়েছে। ২২ ক্যারেটের চুরি হওয়া এই স্বর্ণের দাম ১ কোটি ৬৪ লাখ টাকা।’
ঘটনার পর দোকানে থাকা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা ফুটেজে দেখা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে দোকানে ঢোকেন বোরকা পরিহিত পাঁচজন নারী। তাঁদের মধ্যে দুই নারী স্বর্ণ ব্যবসায়ী তিলক বসাককে কৌশলে ঘিরে ধরে বিভিন্ন গয়না দেখতে থাকেন। অন্য একজন লাফ দিয়ে ভেতর থেকে প্লাস্টিকের বক্সটি নেওয়ার চেষ্টা করেন। দুবার ব্যর্থ হলেও তৃতীয়বার ওই নারী বক্সটি নিয়ে আরেক নারীর হাতে থাকা ব্যাগে রাখেন। এর কিছুক্ষণ পর ওই নারীসহ তিন নারী প্রথমে দোকান ত্যাগ করেন এবং কিছুক্ষণ পর বাকি দুই নারীও বেরিয়ে যান।

রংপুর নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, দোকান থেকে ১০০ ভরি সোনা চুরির বিষয়ে এক ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

রংপুরে ক্রেতা সেজে দোকান থেকে দেড় কোটি টাকা মূল্যের ১০০ ভরি সোনা চুরির অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে নগরের স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে।
সোনার দোকানের মালিক তিলক বসাক এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
তিলক বসাক অভিযোগ করেন, শহরে লক্ষ্মী জুয়েলার্স নামের তাঁর একটি দোকান রয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে বোরকা পরা পাঁচজন নারী তাঁর দোকানে সোনা কিনতে আসেন। তিনি ওই নারীদের একটি প্লাস্টিকের বক্সে থাকা তৈরি গয়না দেখান। নারীরা কৌশলে তাঁকে একের পর এক বিভিন্ন ধরনের গয়না দেখাতে বলেন। এ সময় তিলক বসাক প্লাস্টিকের বক্সটি তুলে রেখে অন্য পাশে ওই নারীদের দুজনকে গয়না দেখান। এতে তিনি ব্যস্ত হয়ে পড়লে সেই সুযোগে ওই দলের একজন কৌশলে হাত বাড়িয়ে তাঁর শোকেসে থাকা তৈরি গয়নার প্লাস্টিকের বক্সটি চুরি করে ব্যাগের ভেতরে ভরেন। এরপর ওই নারীরা এক আনা ওজনের সোনার রিং কিনে চলে যান।
তিলক বসাক বলেন, ‘আমার দোকান থেকে ৫০ ভরির ৭০টি সোনার চেইন, ৩০ ভরির ১২০টি আংটি, ১২ ভরির ৬০টি লকেট ও ৮ ভরি ওজনের ২১টি ব্রেসলেট চুরি হয়েছে। ২২ ক্যারেটের চুরি হওয়া এই স্বর্ণের দাম ১ কোটি ৬৪ লাখ টাকা।’
ঘটনার পর দোকানে থাকা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা ফুটেজে দেখা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে দোকানে ঢোকেন বোরকা পরিহিত পাঁচজন নারী। তাঁদের মধ্যে দুই নারী স্বর্ণ ব্যবসায়ী তিলক বসাককে কৌশলে ঘিরে ধরে বিভিন্ন গয়না দেখতে থাকেন। অন্য একজন লাফ দিয়ে ভেতর থেকে প্লাস্টিকের বক্সটি নেওয়ার চেষ্টা করেন। দুবার ব্যর্থ হলেও তৃতীয়বার ওই নারী বক্সটি নিয়ে আরেক নারীর হাতে থাকা ব্যাগে রাখেন। এর কিছুক্ষণ পর ওই নারীসহ তিন নারী প্রথমে দোকান ত্যাগ করেন এবং কিছুক্ষণ পর বাকি দুই নারীও বেরিয়ে যান।

রংপুর নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, দোকান থেকে ১০০ ভরি সোনা চুরির বিষয়ে এক ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
২৫ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
৩৯ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
১ ঘণ্টা আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
১ ঘণ্টা আগে