নিজস্ব প্রতিবেদক, বরিশাল

চিকিৎসা মনঃপূত না হওয়ায় চিকিৎসককে নাজেহাল করেছেন বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু। এর প্রতিবাদ করেন সামনে থাকা আরেক রোগী বিথি আক্তার (৩৪। এতে উত্তেজিত হয়ে বিথিকে প্রকাশ্যে কয়েকটি থাপ্পড় দেন মিন্টু। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বেলা দেড়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে।
মিন্টু উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি হেনস্তা করেন জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার প্লাবন হালদারকে।
প্লাবন জানান, আজ দুপুরে তিনি জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন। তখন সেখানে যান বিএনপি নেতা মিন্টু। তিন দিন আগে বাইক দুর্ঘটনায় তাঁর পা কেটে গেছে। সেটা দেখানোর পর তাঁকে টিটেনাস ইনজেকশন নেওয়ার পরামর্শ দেন। এ পরামর্শ মনঃপূত হয়নি মিন্টুর। তিনি ব্যবস্থাপত্রটি ছিঁড়ে চিকিৎসকের টেবিলের ওপর ছুড়ে মেরে বের হচ্ছিলেন। এতে ইতস্তত বোধ করে চিকিৎসক শুধু বলেন, ‘এসব লোক কোথা থেকে আসে।’
প্লাবন আরও জানান, এ কথা শুনে মিন্টু ঘুরে মারতে তাঁর দিকে তেড়ে আসেন। তিনি (প্লাবন) পেছন দিকে সরে গেলে তাঁর উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন। তখন সামনে থাকা এক নারী রোগী এর প্রতিবাদ করলে তাঁকে থাপ্পড় দেন মিন্টু।
ঘটনার শিকার নারী বিথি বলেন, ‘হাসপাতালের অদূরে বাড়ি। বড় বোনের চিকিৎসা পরামর্শ নিতে জরুরি বিভাগে গিয়েছিলাম। বিএনপি নেতা মিন্টুকে চিনতাম না। তবে তাঁর আচরণ দেখে শুধু বলেছি, একজন ডাক্তারের সঙ্গে এমন আচরণ করা ঠিক না।’
বিথি জানান, এতে ক্ষিপ্ত হয়ে মিন্টু তাঁর গালে ও মাথায় কয়েকটি থাপ্পড় দেন। চিকিৎসককে জড়িয়ে তাঁকে অশালীন ভাষা বলেন। পরে জানতে তিনি পারেন, ওই ব্যক্তির নাম মিন্টু এবং তিনি বিএনপি নেতা।
ঘটনার সত্যতা স্বীকার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনিরুজ্জামান জানান, জুমার নামাজ পড়তে তিনি মসজিদে ছিলেন। প্লাবন মোবাইল ফোনে জানানোর পর নামাজ শেষে হাসপাতালে যান। বিষয়টি জেলা সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে তাঁদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন।
এ ব্যাপারে বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু জানান, তিন দিন আগে কাটা পায়ের জন্য তাঁকে টিটেনাস ইনজেকশন নিতে পরামর্শ দেন চিকিৎসক প্লাবন। তখন আপত্তি জানিয়ে বলেন, অন্য চিকিৎসকেরা বলেছেন যে দুর্ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে টিটেনাস নিতে হয়। এটা বলে তিনি বের হচ্ছিলেন। পেছন থেকে প্লাবন বলেন, ‘এসব আজেবাজে লোক কেন আসে।’ তাঁর (মিন্টু) সঙ্গে থাকা দুজন এর প্রতিবাদ করেন।
তখন চিকিৎসকের সামনে থাকা ডায়াগনস্টিকের দালাল এক মহিলা তাঁর সঙ্গে তর্কে জড়ান। তাঁর সঙ্গে কথা-কাটাকাটি ছাড়া বেশি কিছু হয়নি।
বরিশালের গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ঘটনা ঘটেছে। সেখানে এক নারী মারধরের শিকার হয়েছেন। ওই বিষয়ে অভিযোগ দিতে বিথি নামের এক নারী থানায় এসেছেন। আমরা বিষয়টি দেখছি।’

চিকিৎসা মনঃপূত না হওয়ায় চিকিৎসককে নাজেহাল করেছেন বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু। এর প্রতিবাদ করেন সামনে থাকা আরেক রোগী বিথি আক্তার (৩৪। এতে উত্তেজিত হয়ে বিথিকে প্রকাশ্যে কয়েকটি থাপ্পড় দেন মিন্টু। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বেলা দেড়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে।
মিন্টু উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি হেনস্তা করেন জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার প্লাবন হালদারকে।
প্লাবন জানান, আজ দুপুরে তিনি জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন। তখন সেখানে যান বিএনপি নেতা মিন্টু। তিন দিন আগে বাইক দুর্ঘটনায় তাঁর পা কেটে গেছে। সেটা দেখানোর পর তাঁকে টিটেনাস ইনজেকশন নেওয়ার পরামর্শ দেন। এ পরামর্শ মনঃপূত হয়নি মিন্টুর। তিনি ব্যবস্থাপত্রটি ছিঁড়ে চিকিৎসকের টেবিলের ওপর ছুড়ে মেরে বের হচ্ছিলেন। এতে ইতস্তত বোধ করে চিকিৎসক শুধু বলেন, ‘এসব লোক কোথা থেকে আসে।’
প্লাবন আরও জানান, এ কথা শুনে মিন্টু ঘুরে মারতে তাঁর দিকে তেড়ে আসেন। তিনি (প্লাবন) পেছন দিকে সরে গেলে তাঁর উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন। তখন সামনে থাকা এক নারী রোগী এর প্রতিবাদ করলে তাঁকে থাপ্পড় দেন মিন্টু।
ঘটনার শিকার নারী বিথি বলেন, ‘হাসপাতালের অদূরে বাড়ি। বড় বোনের চিকিৎসা পরামর্শ নিতে জরুরি বিভাগে গিয়েছিলাম। বিএনপি নেতা মিন্টুকে চিনতাম না। তবে তাঁর আচরণ দেখে শুধু বলেছি, একজন ডাক্তারের সঙ্গে এমন আচরণ করা ঠিক না।’
বিথি জানান, এতে ক্ষিপ্ত হয়ে মিন্টু তাঁর গালে ও মাথায় কয়েকটি থাপ্পড় দেন। চিকিৎসককে জড়িয়ে তাঁকে অশালীন ভাষা বলেন। পরে জানতে তিনি পারেন, ওই ব্যক্তির নাম মিন্টু এবং তিনি বিএনপি নেতা।
ঘটনার সত্যতা স্বীকার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনিরুজ্জামান জানান, জুমার নামাজ পড়তে তিনি মসজিদে ছিলেন। প্লাবন মোবাইল ফোনে জানানোর পর নামাজ শেষে হাসপাতালে যান। বিষয়টি জেলা সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে তাঁদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন।
এ ব্যাপারে বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু জানান, তিন দিন আগে কাটা পায়ের জন্য তাঁকে টিটেনাস ইনজেকশন নিতে পরামর্শ দেন চিকিৎসক প্লাবন। তখন আপত্তি জানিয়ে বলেন, অন্য চিকিৎসকেরা বলেছেন যে দুর্ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে টিটেনাস নিতে হয়। এটা বলে তিনি বের হচ্ছিলেন। পেছন থেকে প্লাবন বলেন, ‘এসব আজেবাজে লোক কেন আসে।’ তাঁর (মিন্টু) সঙ্গে থাকা দুজন এর প্রতিবাদ করেন।
তখন চিকিৎসকের সামনে থাকা ডায়াগনস্টিকের দালাল এক মহিলা তাঁর সঙ্গে তর্কে জড়ান। তাঁর সঙ্গে কথা-কাটাকাটি ছাড়া বেশি কিছু হয়নি।
বরিশালের গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ঘটনা ঘটেছে। সেখানে এক নারী মারধরের শিকার হয়েছেন। ওই বিষয়ে অভিযোগ দিতে বিথি নামের এক নারী থানায় এসেছেন। আমরা বিষয়টি দেখছি।’

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
৪ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
৪ ঘণ্টা আগে