টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় শ্রমিকেরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। মঙ্গলবার সকালে গাজীপুরা সাতাইশ এলাকার বেইস ফ্যাশনস লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে। শ্রমিকেরা উত্তেজিত হয়ে গাজীপুরা-সাতাইশ শাখা সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন।
পুলিশ জানায়, বেইস ফ্যাশনস কারখানায় প্রায় ৮০০ শ্রমিক কাজ করতেন। গত রোববার কারখানা কর্তৃপক্ষ অসদাচরণের অভিযোগ এনে এক শ্রমিককে ছাঁটাই করেন। এতে কারখানাটির অন্য শ্রমিকেরা সোমবার দিনভর কারখানার ভেতর কর্মবিরতি পালন করেন। পরে বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান।
পরদিন মঙ্গলবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে কারখানাটির প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বেলা বাড়লে ক্ষুব্ধ শ্রমিকেরা গাজীপুরা-সাতাইশ আঞ্চলিক শাখা সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিক প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন। দুপুরে শ্রমিকেরা সড়ক ছেড়ে আবার কারখানার সামনে অবস্থান নেন।
বেইস ফ্যাশনস লিমিটেড কারখানার মালিক এহতেরাব হোসেন বলেন, কারখানায় শ্রমিকদের কোনো বেতন-ভাতা বকেয়া নেই। অসদাচরণ করলে কারখানা কর্তৃপক্ষ যে কাউকেই ছাঁটাই করতে পারে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, দিনভর কারখানার সামনে অবস্থান শেষে মঙ্গলবার বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা চলে যান। বিষয়টি সমাধান করতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। কারখানামালিক তাঁর নেওয়া সিদ্ধান্তে অনড় থাকবে বলে জানিয়েছেন।

গাজীপুরের টঙ্গীতে শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় শ্রমিকেরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। মঙ্গলবার সকালে গাজীপুরা সাতাইশ এলাকার বেইস ফ্যাশনস লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে। শ্রমিকেরা উত্তেজিত হয়ে গাজীপুরা-সাতাইশ শাখা সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন।
পুলিশ জানায়, বেইস ফ্যাশনস কারখানায় প্রায় ৮০০ শ্রমিক কাজ করতেন। গত রোববার কারখানা কর্তৃপক্ষ অসদাচরণের অভিযোগ এনে এক শ্রমিককে ছাঁটাই করেন। এতে কারখানাটির অন্য শ্রমিকেরা সোমবার দিনভর কারখানার ভেতর কর্মবিরতি পালন করেন। পরে বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান।
পরদিন মঙ্গলবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে কারখানাটির প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বেলা বাড়লে ক্ষুব্ধ শ্রমিকেরা গাজীপুরা-সাতাইশ আঞ্চলিক শাখা সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিক প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন। দুপুরে শ্রমিকেরা সড়ক ছেড়ে আবার কারখানার সামনে অবস্থান নেন।
বেইস ফ্যাশনস লিমিটেড কারখানার মালিক এহতেরাব হোসেন বলেন, কারখানায় শ্রমিকদের কোনো বেতন-ভাতা বকেয়া নেই। অসদাচরণ করলে কারখানা কর্তৃপক্ষ যে কাউকেই ছাঁটাই করতে পারে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, দিনভর কারখানার সামনে অবস্থান শেষে মঙ্গলবার বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা চলে যান। বিষয়টি সমাধান করতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। কারখানামালিক তাঁর নেওয়া সিদ্ধান্তে অনড় থাকবে বলে জানিয়েছেন।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
৬ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
৮ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
১০ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
৪৪ মিনিট আগে