ঢামেক প্রতিবেদক

নিখোঁজের আট দিন পর রাজধানী ঢাকার সবুজবাগের বাইকদিয়া এলাকার একটি ঝোপ থেকে এক ব্যবসায়ীর মাটিচাপা খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১২ জুন) সকালে সবুজবাগের বাইকদিয়া ঈদগাহ রোডের একটি ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ব্যক্তির নাম জাকির হোসেন (৫৫)। তিনি এলাকায় পুরোনো বোতলের ব্যবসা করতেন।
নিহত জাকির হোসেনের ছোট ভাই মো. সুমন মিয়া বলেন, উত্তর মানিকদিয়া বাইকদি এলাকায় তাঁদের নিজেদের বাড়ি। স্ত্রী রেখা আক্তার, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ওই বাড়িতেই থাকতেন। ৪ জুন রাত সাড়ে ১১টা থেকে জাকির হোসেনকে খুঁজে পাওয়া যায়নি। পরদিন ৫ জুন জাকিরের স্ত্রী রেখা আক্তার থানায় অভিযোগ করেন। এর মধ্যে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। কোথাও না পেয়ে স্ত্রী রেখা আক্তার বাদী হয়ে সবুজবাগ থানায় একটি অপহরণ মামলা করেন।
সুমন মিয়া আরও জানান, ৪ জুন তাঁর ভাই জাকির ত্রিমোহনীর একটি ব্যাংক থেকে তিন লাখ টাকা তোলেন। ব্যাংক থেকে ফিরে টাকাগুলো বাড়িতে না রেখে ফের বের হন। ওই রাত থেকেই তাঁকে খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে সবুজবাগ থানার পুলিশের মাধ্যমে মরদেহের সংবাদ পাওয়া যায়।
সুমন অভিযোগ করেন, কয়েক বিঘা সম্পত্তি নিয়ে তাঁর চাচাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে লোক ভাড়া করে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুল আমিন জানান, ৪ জুন বাড়ির পাশ থেকে নিখোঁজ হন জাকির হোসেন। এ বিষয়ে তাঁর স্ত্রী থানায় অপহরণ মামলা করেন। সেই মামলার তদন্তে গিয়ে জাকির হোসেনের প্রতিবেশী আজাহার (৩০) নামের একজনকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে মানিকদিয়া চেয়ারম্যান বাড়ি ঈদগাহ রোডের ঝোপঝাড় থেকে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়।
এসআই আরও জানান, মরদেহের টুকরো করা ছয়টি অংশ উদ্ধার করা হয়েছে। তবে সেখানে ডান হাতের অংশ ছিল না। ধারণা করা হচ্ছে, শিয়াল বা কুকুর হাতটি খেয়ে ফেলেছে।
এই ঘটনায় সন্দেহজনক আরও তিনজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। তাঁরা হলেন শুকুর আলী, স্বপন ও রাজিব।
এসআই আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। কেন জাকির হোসেনকে হত্যা করা হয়েছে, তা বিস্তারিত জানার চেষ্টা চলছে।

নিখোঁজের আট দিন পর রাজধানী ঢাকার সবুজবাগের বাইকদিয়া এলাকার একটি ঝোপ থেকে এক ব্যবসায়ীর মাটিচাপা খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১২ জুন) সকালে সবুজবাগের বাইকদিয়া ঈদগাহ রোডের একটি ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ব্যক্তির নাম জাকির হোসেন (৫৫)। তিনি এলাকায় পুরোনো বোতলের ব্যবসা করতেন।
নিহত জাকির হোসেনের ছোট ভাই মো. সুমন মিয়া বলেন, উত্তর মানিকদিয়া বাইকদি এলাকায় তাঁদের নিজেদের বাড়ি। স্ত্রী রেখা আক্তার, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ওই বাড়িতেই থাকতেন। ৪ জুন রাত সাড়ে ১১টা থেকে জাকির হোসেনকে খুঁজে পাওয়া যায়নি। পরদিন ৫ জুন জাকিরের স্ত্রী রেখা আক্তার থানায় অভিযোগ করেন। এর মধ্যে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। কোথাও না পেয়ে স্ত্রী রেখা আক্তার বাদী হয়ে সবুজবাগ থানায় একটি অপহরণ মামলা করেন।
সুমন মিয়া আরও জানান, ৪ জুন তাঁর ভাই জাকির ত্রিমোহনীর একটি ব্যাংক থেকে তিন লাখ টাকা তোলেন। ব্যাংক থেকে ফিরে টাকাগুলো বাড়িতে না রেখে ফের বের হন। ওই রাত থেকেই তাঁকে খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে সবুজবাগ থানার পুলিশের মাধ্যমে মরদেহের সংবাদ পাওয়া যায়।
সুমন অভিযোগ করেন, কয়েক বিঘা সম্পত্তি নিয়ে তাঁর চাচাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে লোক ভাড়া করে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুল আমিন জানান, ৪ জুন বাড়ির পাশ থেকে নিখোঁজ হন জাকির হোসেন। এ বিষয়ে তাঁর স্ত্রী থানায় অপহরণ মামলা করেন। সেই মামলার তদন্তে গিয়ে জাকির হোসেনের প্রতিবেশী আজাহার (৩০) নামের একজনকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে মানিকদিয়া চেয়ারম্যান বাড়ি ঈদগাহ রোডের ঝোপঝাড় থেকে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়।
এসআই আরও জানান, মরদেহের টুকরো করা ছয়টি অংশ উদ্ধার করা হয়েছে। তবে সেখানে ডান হাতের অংশ ছিল না। ধারণা করা হচ্ছে, শিয়াল বা কুকুর হাতটি খেয়ে ফেলেছে।
এই ঘটনায় সন্দেহজনক আরও তিনজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। তাঁরা হলেন শুকুর আলী, স্বপন ও রাজিব।
এসআই আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। কেন জাকির হোসেনকে হত্যা করা হয়েছে, তা বিস্তারিত জানার চেষ্টা চলছে।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৫ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৬ ঘণ্টা আগে