কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মাংস চুরির অভিযোগে এক নারীকে (৪০) গাছে বেঁধে মারধর করা হয়েছে। এ সময় কেটে দেওয়া হয়েছে তাঁর মাথার চুল। এ ছাড়া তাঁর বাড়িতে ভাঙচুর এবং গরু-ছাগল ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে।
সোমবার (৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুরে ঘটে এ ঘটনা। ভিকটিম ওই নারী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। ঘটনার কয়েকটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।
পুলিশ ও এলাকাবাসী দাবি করছে, গতকাল সোমবার বিকেলে ভিকটিম ওই নারী প্রতিবেশী রিপন আলীর ঘরে ঢুকে ফ্রিজ থেকে মাংস চুরি করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁকে ধরে বাড়ির উঠানে পেয়ারাগাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। এরপর ওই নারীর স্বামী এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যান।
এরপর স্থানীয় নজরুল, কাশেম, রিপনসহ কয়েক শ নারী-পুরুষ রাত ৮টার দিকে ওই নারীর বাড়ি ভাঙচুর করে তাঁকে তুলে নিয়ে যান। ফের রিপনের বাড়ি নিয়ে এসে তাঁকে ব্যাপক মারধর ও মাথার চুল কেটে দেওয়া হয়।
পরে সেখানে সালিস বসান শিলাইদহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহ আলম। সালিসে ওই নারীর দুটা গরু, একটা ছাগল ও স্বর্ণালংকারের বিনিময়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
মঙ্গলবার (১০ জুন) দুপুরে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন ভিকটিম ওই নারী। তাঁর শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন। মাথার চুল কাটা।
এ সময় ওই নারী বলেন, ‘রিপন ইলেকট্রিক মিস্ত্রি। বিকেলে তাঁকে ডাকতে গেলে তাঁর স্ত্রী মুক্তি খাতুন মাংস চুরির অপবাদ দিয়ে আমাকে বেঁধে রাখে। তারপর কিছুক্ষণ পর ছেড়ে দেয়। এরপর রাতে গ্রামের লোকজন নিয়ে আমাকে বাড়ি থেকে তুলে এনে গাছে বেঁধে মারধর করে। এর মধ্যে মুক্তি ও পারভিন চুল কেটে দিয়েছে আমার। বাড়িতে ভাঙচুর ও গরু-ছাগল, স্বর্ণালংকারসহ মালামাল লুটপাট করে নিয়ে গেছে। ভয়ে আমার স্বামী পালিয়েছেন। আমি এর বিচার চাই।’
এদিকে ওই নারীকে ধরে নিয়ে যাওয়ার ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েক শ মানুষ তাঁকে ধরে নিয়ে যাচ্ছেন। কেউ আবার তাঁর মাথার কাপড় সরিয়ে দিচ্ছেন। তাঁকে নিয়ে আনন্দ-উল্লাস করছেন তাঁরা। কেউ কেউ আবার এসব দৃশ্য মোবাইলে ধারণ করছেন।
বিকেলে মির্জাপুর গ্রামে গিয়ে দেখা যায়, রিপনের বাড়িতে পড়ে আছে দড়ি ও কাটা চুলের অংশ। আর ওই নারীর ঘরের দরজায় তালা লাগানো। ভেতরে আসবাব ভাঙচুর। গোয়ালঘরে নেই গরু-ছাগল।
রিপন বলেন, ‘ওই নারী ৪১ হাজার টাকা ও মাংস চুরি করে হাতেনাতে ধরা পড়েছিলেন। তিনি এলাকার বিভিন্ন বাড়িতে চুরি করেন। সেই রাগে লোকজন ধরে তাকে মারধর করে চুল কেটেছে। আমরা এর সঙ্গে জড়িত নয়।’
অভিযুক্ত রিপনের স্ত্রী মুক্তি খাতুন বলেন, ‘আমি দড়ি দিয়ে বেঁধে শুধু একটা চড় মারি। কিন্তু কারা চুল কেটেছে, তা জানি না।’
আরেক অভিযুক্ত কাশেম বলেন, ‘ওই নারীর বিভিন্ন বাড়ি চুরি করে। ক্ষতিপূরণ হিসেবে রাতে সালিসে তার গরু-ছাগল নেওয়ার সিদ্ধান্ত হয়। এসব বিষয়ে মেম্বারের সঙ্গে কথা বলুন।’
গরু-ছাগল নেওয়ার কথা অস্বীকার করেছেন শিলাইদহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহ আলম। তিনি বলেন, ‘আমি শুধু ওই নারীকে তার স্বজনদের হাতে তুলে দিয়েছি। আর কী ঘটেছে, তা জানি না। আইন হাতে তুলে নেওয়া ঠিক হয়নি।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ আজকের পত্রিকাকে বলেন, চুরির অভিযোগে এক নারীর চুল কেটে দেওয়া ও মারধরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে ভিকটিম ও তাঁর স্বজনদের পায়নি পুলিশ। তবে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভিকটিম। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ার কুমারখালীতে মাংস চুরির অভিযোগে এক নারীকে (৪০) গাছে বেঁধে মারধর করা হয়েছে। এ সময় কেটে দেওয়া হয়েছে তাঁর মাথার চুল। এ ছাড়া তাঁর বাড়িতে ভাঙচুর এবং গরু-ছাগল ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে।
সোমবার (৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুরে ঘটে এ ঘটনা। ভিকটিম ওই নারী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। ঘটনার কয়েকটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।
পুলিশ ও এলাকাবাসী দাবি করছে, গতকাল সোমবার বিকেলে ভিকটিম ওই নারী প্রতিবেশী রিপন আলীর ঘরে ঢুকে ফ্রিজ থেকে মাংস চুরি করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁকে ধরে বাড়ির উঠানে পেয়ারাগাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। এরপর ওই নারীর স্বামী এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যান।
এরপর স্থানীয় নজরুল, কাশেম, রিপনসহ কয়েক শ নারী-পুরুষ রাত ৮টার দিকে ওই নারীর বাড়ি ভাঙচুর করে তাঁকে তুলে নিয়ে যান। ফের রিপনের বাড়ি নিয়ে এসে তাঁকে ব্যাপক মারধর ও মাথার চুল কেটে দেওয়া হয়।
পরে সেখানে সালিস বসান শিলাইদহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহ আলম। সালিসে ওই নারীর দুটা গরু, একটা ছাগল ও স্বর্ণালংকারের বিনিময়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
মঙ্গলবার (১০ জুন) দুপুরে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন ভিকটিম ওই নারী। তাঁর শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন। মাথার চুল কাটা।
এ সময় ওই নারী বলেন, ‘রিপন ইলেকট্রিক মিস্ত্রি। বিকেলে তাঁকে ডাকতে গেলে তাঁর স্ত্রী মুক্তি খাতুন মাংস চুরির অপবাদ দিয়ে আমাকে বেঁধে রাখে। তারপর কিছুক্ষণ পর ছেড়ে দেয়। এরপর রাতে গ্রামের লোকজন নিয়ে আমাকে বাড়ি থেকে তুলে এনে গাছে বেঁধে মারধর করে। এর মধ্যে মুক্তি ও পারভিন চুল কেটে দিয়েছে আমার। বাড়িতে ভাঙচুর ও গরু-ছাগল, স্বর্ণালংকারসহ মালামাল লুটপাট করে নিয়ে গেছে। ভয়ে আমার স্বামী পালিয়েছেন। আমি এর বিচার চাই।’
এদিকে ওই নারীকে ধরে নিয়ে যাওয়ার ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েক শ মানুষ তাঁকে ধরে নিয়ে যাচ্ছেন। কেউ আবার তাঁর মাথার কাপড় সরিয়ে দিচ্ছেন। তাঁকে নিয়ে আনন্দ-উল্লাস করছেন তাঁরা। কেউ কেউ আবার এসব দৃশ্য মোবাইলে ধারণ করছেন।
বিকেলে মির্জাপুর গ্রামে গিয়ে দেখা যায়, রিপনের বাড়িতে পড়ে আছে দড়ি ও কাটা চুলের অংশ। আর ওই নারীর ঘরের দরজায় তালা লাগানো। ভেতরে আসবাব ভাঙচুর। গোয়ালঘরে নেই গরু-ছাগল।
রিপন বলেন, ‘ওই নারী ৪১ হাজার টাকা ও মাংস চুরি করে হাতেনাতে ধরা পড়েছিলেন। তিনি এলাকার বিভিন্ন বাড়িতে চুরি করেন। সেই রাগে লোকজন ধরে তাকে মারধর করে চুল কেটেছে। আমরা এর সঙ্গে জড়িত নয়।’
অভিযুক্ত রিপনের স্ত্রী মুক্তি খাতুন বলেন, ‘আমি দড়ি দিয়ে বেঁধে শুধু একটা চড় মারি। কিন্তু কারা চুল কেটেছে, তা জানি না।’
আরেক অভিযুক্ত কাশেম বলেন, ‘ওই নারীর বিভিন্ন বাড়ি চুরি করে। ক্ষতিপূরণ হিসেবে রাতে সালিসে তার গরু-ছাগল নেওয়ার সিদ্ধান্ত হয়। এসব বিষয়ে মেম্বারের সঙ্গে কথা বলুন।’
গরু-ছাগল নেওয়ার কথা অস্বীকার করেছেন শিলাইদহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহ আলম। তিনি বলেন, ‘আমি শুধু ওই নারীকে তার স্বজনদের হাতে তুলে দিয়েছি। আর কী ঘটেছে, তা জানি না। আইন হাতে তুলে নেওয়া ঠিক হয়নি।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ আজকের পত্রিকাকে বলেন, চুরির অভিযোগে এক নারীর চুল কেটে দেওয়া ও মারধরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে ভিকটিম ও তাঁর স্বজনদের পায়নি পুলিশ। তবে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভিকটিম। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
২ ঘণ্টা আগে