নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই তারিখ ধার্য করেন। এ সময় আদালত বলেন, আসামিদের বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে।
আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রউফ সবুজ তদন্ত প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।
অন্যদিকে সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের আরও কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীদের নাম অন্তর্ভুক্ত করে সম্পূরক এজাহার বিচারিক নথিতে সংযুক্ত করার আবেদন নাকচ করে দিয়েছেন একই আদালত।
শিশু আয়ানের বাবা ও এই মামলার বাদী শামীম আহমেদের আইনজীবী পারভিন সুলতানা শাম্মী বিষয়গুলো আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
শিশু আয়ানকে অ্যানেসথেসিয়া দেওয়া চিকিৎসক ডা. সাব্বির ও সার্জারি করা চিকিৎসক ডা. তাসনুভা মাহজাবিন আদালতে হাজির ছিলেন।
রাজধানীর একটি বেসরকারি স্কুলের নার্সারির শিক্ষার্থী ছিল শিশু আয়ান। তাকে গত ৩১ ডিসেম্বর সুন্নতে খতনা করাতে সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় তাকে অ্যানেসথেসিয়া দিয়ে খতনা করা হয়। কিন্তু অপারেশনের কয়েক ঘণ্টা পরও জ্ঞান না ফিরলে আয়ানকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৮ দিন লাইফ সাপোর্টে থাকার পর ৭ জানুয়ারি দিবাগত মধ্যরাতে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
এ ঘটনায় ৯ জানুয়ারি আয়ানের বাবা শামীম আহমেদ বাদী হয়ে দায়িত্বে অবহেলা জনিত কারণে মৃত্যুর অভিযোগে বাড্ডা থানায় মামলা দায়ের করেন। ১৯ জানুয়ারি আসামিরা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন পান।
বিদেশ যেতে অনুমতি নিতে হবে
এই মামলার আসামি দুই চিকিৎসক যাতে বিদেশ যেতে না পারেন, সেজন্য নির্দেশ চেয়ে আদালতে একটি আবেদন করেন বাদীপক্ষ। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা বলেন, পেশার কাজে আসামিদের বিদেশ যেতে হতে পারে। আদালত মৌখিকভাবে আসামিপক্ষের আইনজীবীদের নির্দেশ দেন, বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে।
সম্পূরক এজাহার
এদিকে মামলার বাদী গত ৬ মার্চ বাড্ডা থানায় ইউনাইটেড হাসপাতালের আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে মামলায় অন্তর্ভুক্ত করতে সম্পূরক এজাহার দায়ের করেন। সম্পূরক এজাহারে ডা. রিফাতুল আক্তার, ওই হাসপাতালের জেনারেল ম্যানেজার বশির আহমেদ মোল্লা, এজিএম (এডমিন) মাইনুল আহমেদ, পরিচালক নিজামুদ্দিন হাসান রশিদ, ইউনাইটেড গ্রুপের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনাইটেড হাসপাতালের পরিচালক হাসান মাহমুদ রাজা, ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মইনুদ্দিন হাসান রশিদ এবং অজ্ঞাতনামা চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের আসামি করা হয়েছে।
এই সম্পূরক এজাহারটি মামলার বিচারিক নথিতে অন্তর্ভুক্ত করার জন্য তদন্ত কর্মকর্তা আজ আবেদন করেন। উক্ত আবেদনের বিষয়ে আদালত বলেন, সম্পূরক এজাহার এর বিষয়টি আইনে নেই। তাই আবেদন নামঞ্জুর করা হলো। তবে আদালত শুনানির সময় বলেন, এই অপরাধের সঙ্গে আরও যারা সংশ্লিষ্ট তাদেরকে তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার করতে পারবেন এবং তদন্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করতে পারবেন।

সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই তারিখ ধার্য করেন। এ সময় আদালত বলেন, আসামিদের বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে।
আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রউফ সবুজ তদন্ত প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।
অন্যদিকে সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের আরও কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীদের নাম অন্তর্ভুক্ত করে সম্পূরক এজাহার বিচারিক নথিতে সংযুক্ত করার আবেদন নাকচ করে দিয়েছেন একই আদালত।
শিশু আয়ানের বাবা ও এই মামলার বাদী শামীম আহমেদের আইনজীবী পারভিন সুলতানা শাম্মী বিষয়গুলো আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
শিশু আয়ানকে অ্যানেসথেসিয়া দেওয়া চিকিৎসক ডা. সাব্বির ও সার্জারি করা চিকিৎসক ডা. তাসনুভা মাহজাবিন আদালতে হাজির ছিলেন।
রাজধানীর একটি বেসরকারি স্কুলের নার্সারির শিক্ষার্থী ছিল শিশু আয়ান। তাকে গত ৩১ ডিসেম্বর সুন্নতে খতনা করাতে সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় তাকে অ্যানেসথেসিয়া দিয়ে খতনা করা হয়। কিন্তু অপারেশনের কয়েক ঘণ্টা পরও জ্ঞান না ফিরলে আয়ানকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৮ দিন লাইফ সাপোর্টে থাকার পর ৭ জানুয়ারি দিবাগত মধ্যরাতে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
এ ঘটনায় ৯ জানুয়ারি আয়ানের বাবা শামীম আহমেদ বাদী হয়ে দায়িত্বে অবহেলা জনিত কারণে মৃত্যুর অভিযোগে বাড্ডা থানায় মামলা দায়ের করেন। ১৯ জানুয়ারি আসামিরা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন পান।
বিদেশ যেতে অনুমতি নিতে হবে
এই মামলার আসামি দুই চিকিৎসক যাতে বিদেশ যেতে না পারেন, সেজন্য নির্দেশ চেয়ে আদালতে একটি আবেদন করেন বাদীপক্ষ। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা বলেন, পেশার কাজে আসামিদের বিদেশ যেতে হতে পারে। আদালত মৌখিকভাবে আসামিপক্ষের আইনজীবীদের নির্দেশ দেন, বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে।
সম্পূরক এজাহার
এদিকে মামলার বাদী গত ৬ মার্চ বাড্ডা থানায় ইউনাইটেড হাসপাতালের আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে মামলায় অন্তর্ভুক্ত করতে সম্পূরক এজাহার দায়ের করেন। সম্পূরক এজাহারে ডা. রিফাতুল আক্তার, ওই হাসপাতালের জেনারেল ম্যানেজার বশির আহমেদ মোল্লা, এজিএম (এডমিন) মাইনুল আহমেদ, পরিচালক নিজামুদ্দিন হাসান রশিদ, ইউনাইটেড গ্রুপের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনাইটেড হাসপাতালের পরিচালক হাসান মাহমুদ রাজা, ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মইনুদ্দিন হাসান রশিদ এবং অজ্ঞাতনামা চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের আসামি করা হয়েছে।
এই সম্পূরক এজাহারটি মামলার বিচারিক নথিতে অন্তর্ভুক্ত করার জন্য তদন্ত কর্মকর্তা আজ আবেদন করেন। উক্ত আবেদনের বিষয়ে আদালত বলেন, সম্পূরক এজাহার এর বিষয়টি আইনে নেই। তাই আবেদন নামঞ্জুর করা হলো। তবে আদালত শুনানির সময় বলেন, এই অপরাধের সঙ্গে আরও যারা সংশ্লিষ্ট তাদেরকে তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার করতে পারবেন এবং তদন্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করতে পারবেন।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে