মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

রাজবাড়ী বাস মালিক সমিতির উদ্যোগে নতুন করে চালু হওয়া রাজবাড়ী-মধুখালী রুটের বাসভাড়া নিয়ে ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) মালিক সমিতি ক্ষুব্ধ হয়েছে। বাসে সরকার নির্ধারিত ভাড়ার তুলনায় কম ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মধুখালী বাজার চৌরাস্তা অটো ইজিবাইক মালিক সমিতির নেতারা।
এ নিয়ে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) তাঁরা মধুখালী বাজার চৌরাস্তা এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। পরে পুলিশ এসে রাস্তা ফাঁকা করে।
কর্মসূচির অংশ হিসেবে শ্রমিকেরা কাফনের কাপড় পরে মধুখালী বাজার চৌরাস্তা প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। তাঁরা দাবি জানান, যদি বিআরটিসি কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী ভাড়া নির্ধারণ করে দেয়, তবে তাঁদের কোনো আপত্তি নেই। কিন্তু অস্বাভাবিকভাবে কম ভাড়া নিয়ে বাস চলাচল করলে তাঁরা আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হবেন।
অটো-ইজিবাইক মালিক সমিতির অভিযোগ, সরকারের নিয়ম অনুযায়ী ভাড়া ধরা হয়েছে প্রতি কিলোমিটার ২ টাকা ৫০ পয়সা। সে হিসাবে মধুখালী থেকে জামালপুর পর্যন্ত ১০ কিলোমিটার ভাড়া দাঁড়ায় ২৫ টাকা। কিন্তু রাজবাড়ী-মধুখালী রুটে বাস মালিক সমিতি মাত্র ১৫ টাকা ভাড়া নিচ্ছে। এতে যাত্রীরা বাসে ওঠায় অটোরিকশা ও ইজিবাইক যাত্রীসংকটে পড়ছে। তাঁদের দাবি, এটি একটি গভীর ষড়যন্ত্র, যা অটোরিকশা ও ইজিবাইকচালকদের জীবিকা হুমকির মুখে ফেলেছে।
এ সময় মধুখালী বাজার চৌরাস্তা অটো-ইজিবাইক মালিক সমিতির সভাপতি মো. সাগর মাহমুদ, সাধারণ সম্পাদক মো. ওমর বিশ্বাস, সহসভাপতি মো. ছবদুল শেখ, লাইন সেক্রেটারি মো. মামুন বিশ্বাস (জামালপুর স্ট্যান্ড), সহসাধারণ সম্পাদক মো. ঈদ্রীস বিশ্বাস, শ্রমিক নেতা মো. সুমন বিশ্বাস, লাইন সেক্রেটারি মো. রেজওয়ান শেখসহ (জামালপুর স্ট্যান্ড) বহু শ্রমিক-কর্মী উপস্থিত ছিলেন।
অটো-ইজিবাইকচালক সমিতির সভাপতি সাগর মাহমুদ বলেন, এ রাস্তায় নতুন করে বাস চলাচল শুরু হয়েছে। তবে ভাড়া কম নেওয়ার কারণে অটোবাইকে যাত্রী ওঠানো যাচ্ছে না। এই অবস্থায় সরকার নির্ধারিত ভাড়া নিতে হবে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, রাস্তা অবরোধের খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে অবরোধ তুলে দেয়।
উল্লেখ্য, প্রায় ১৩ বছর পর নতুন করে রাজবাড়ী-মধুখালী রুটে বাস চলাচল শুরু হয়েছে।

রাজবাড়ী বাস মালিক সমিতির উদ্যোগে নতুন করে চালু হওয়া রাজবাড়ী-মধুখালী রুটের বাসভাড়া নিয়ে ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) মালিক সমিতি ক্ষুব্ধ হয়েছে। বাসে সরকার নির্ধারিত ভাড়ার তুলনায় কম ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মধুখালী বাজার চৌরাস্তা অটো ইজিবাইক মালিক সমিতির নেতারা।
এ নিয়ে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) তাঁরা মধুখালী বাজার চৌরাস্তা এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। পরে পুলিশ এসে রাস্তা ফাঁকা করে।
কর্মসূচির অংশ হিসেবে শ্রমিকেরা কাফনের কাপড় পরে মধুখালী বাজার চৌরাস্তা প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। তাঁরা দাবি জানান, যদি বিআরটিসি কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী ভাড়া নির্ধারণ করে দেয়, তবে তাঁদের কোনো আপত্তি নেই। কিন্তু অস্বাভাবিকভাবে কম ভাড়া নিয়ে বাস চলাচল করলে তাঁরা আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হবেন।
অটো-ইজিবাইক মালিক সমিতির অভিযোগ, সরকারের নিয়ম অনুযায়ী ভাড়া ধরা হয়েছে প্রতি কিলোমিটার ২ টাকা ৫০ পয়সা। সে হিসাবে মধুখালী থেকে জামালপুর পর্যন্ত ১০ কিলোমিটার ভাড়া দাঁড়ায় ২৫ টাকা। কিন্তু রাজবাড়ী-মধুখালী রুটে বাস মালিক সমিতি মাত্র ১৫ টাকা ভাড়া নিচ্ছে। এতে যাত্রীরা বাসে ওঠায় অটোরিকশা ও ইজিবাইক যাত্রীসংকটে পড়ছে। তাঁদের দাবি, এটি একটি গভীর ষড়যন্ত্র, যা অটোরিকশা ও ইজিবাইকচালকদের জীবিকা হুমকির মুখে ফেলেছে।
এ সময় মধুখালী বাজার চৌরাস্তা অটো-ইজিবাইক মালিক সমিতির সভাপতি মো. সাগর মাহমুদ, সাধারণ সম্পাদক মো. ওমর বিশ্বাস, সহসভাপতি মো. ছবদুল শেখ, লাইন সেক্রেটারি মো. মামুন বিশ্বাস (জামালপুর স্ট্যান্ড), সহসাধারণ সম্পাদক মো. ঈদ্রীস বিশ্বাস, শ্রমিক নেতা মো. সুমন বিশ্বাস, লাইন সেক্রেটারি মো. রেজওয়ান শেখসহ (জামালপুর স্ট্যান্ড) বহু শ্রমিক-কর্মী উপস্থিত ছিলেন।
অটো-ইজিবাইকচালক সমিতির সভাপতি সাগর মাহমুদ বলেন, এ রাস্তায় নতুন করে বাস চলাচল শুরু হয়েছে। তবে ভাড়া কম নেওয়ার কারণে অটোবাইকে যাত্রী ওঠানো যাচ্ছে না। এই অবস্থায় সরকার নির্ধারিত ভাড়া নিতে হবে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, রাস্তা অবরোধের খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে অবরোধ তুলে দেয়।
উল্লেখ্য, প্রায় ১৩ বছর পর নতুন করে রাজবাড়ী-মধুখালী রুটে বাস চলাচল শুরু হয়েছে।

প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের প্রচার করায় রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে আদালতে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) তাঁকে সশরীর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
১ ঘণ্টা আগে
‘আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি, তাহলে আওয়ামী লীগের সমর্থকেরাও আমাকে ভোট দেবেন। এ বিষয়ে আমি নিশ্চিত, আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাব।’ পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন ডাকসুর...
১ ঘণ্টা আগে
রিয়াজ মোল্লা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন একটি প্রয়োজনীয় কাগজ সময়মতো জমা না দেওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেননি। এই কারণে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্টের আদেশের ভিত্তিতে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন।
৩ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ শহীদ সারোয়ার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর ঘটনায় বিস্ফোরক মামলায় বর্তমানে কারাগারে আছেন তিনি। কারাগারে বসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধ হওয়ায়...
৩ ঘণ্টা আগে