নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাত চুরির চেষ্টার অভিযোগে রেলওয়ের এক প্রকৌশলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত প্রকৌশলীকে গ্রেপ্তার করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৯ জুন) রাতে বাংলাদেশ রেলওয়ের পার্বতীপুর বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী তহিদুল ইসলাম বাদী হয়ে সৈয়দপুর রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় প্রকৌশলী সুলতান মৃধা ছাড়াও অজ্ঞাতনামা আরও পাঁচ-সাতজনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার প্রকৌশলী সুলতান মৃধা মাদারীপুর জেলার শিবচরের চর কামার হাওলাদারকান্দি এলাকার মৃত হবিব উদ্দিন মৃধার ছেলে। রেলওয়ের পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ তাঁকে সাময়িক বরখাস্ত করেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সৈয়দপুর অফিসসংলগ্ন গোডাউনে অভিযান চালিয়ে চারটি অক্সি-অ্যাসিটিলিন সিলিন্ডার, একটি এলপিজি গ্যাস সিলিন্ডার, কাটিং ক্যাবলসহ রেললাইনের ২৫টি কাটা পাত উদ্ধার করা হয়। এসব সরঞ্জাম চুরির উদ্দেশ্যে ব্যবহার হচ্ছিল বলে অভিযোগ। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক দাম ১ লাখ টাকা।
সহকারী নির্বাহী প্রকৌশলী তহিদুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি ঘটনাস্থলে এসে প্রকৌশলী সুলতান মৃধাকে হাতেনাতে আটক করেন। এ সময় চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ রেলপাত জব্দ করা হয়।
এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ে পাকশীর বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডলকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি দুই-তিন দিনের মধ্যে ঘটনাস্থলে তদন্তে যাবে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, রেলওয়ের দায়িত্বশীল ব্যক্তি হয়ে অন্যদের সহায়তায় রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিসাধনের অভিযোগে সুলতান মৃধার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। আজ শুক্রবার দুপুরের মধ্যে তাঁকে নীলফামারী আদালতে পাঠানো হবে।

নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাত চুরির চেষ্টার অভিযোগে রেলওয়ের এক প্রকৌশলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত প্রকৌশলীকে গ্রেপ্তার করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৯ জুন) রাতে বাংলাদেশ রেলওয়ের পার্বতীপুর বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী তহিদুল ইসলাম বাদী হয়ে সৈয়দপুর রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় প্রকৌশলী সুলতান মৃধা ছাড়াও অজ্ঞাতনামা আরও পাঁচ-সাতজনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার প্রকৌশলী সুলতান মৃধা মাদারীপুর জেলার শিবচরের চর কামার হাওলাদারকান্দি এলাকার মৃত হবিব উদ্দিন মৃধার ছেলে। রেলওয়ের পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ তাঁকে সাময়িক বরখাস্ত করেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সৈয়দপুর অফিসসংলগ্ন গোডাউনে অভিযান চালিয়ে চারটি অক্সি-অ্যাসিটিলিন সিলিন্ডার, একটি এলপিজি গ্যাস সিলিন্ডার, কাটিং ক্যাবলসহ রেললাইনের ২৫টি কাটা পাত উদ্ধার করা হয়। এসব সরঞ্জাম চুরির উদ্দেশ্যে ব্যবহার হচ্ছিল বলে অভিযোগ। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক দাম ১ লাখ টাকা।
সহকারী নির্বাহী প্রকৌশলী তহিদুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি ঘটনাস্থলে এসে প্রকৌশলী সুলতান মৃধাকে হাতেনাতে আটক করেন। এ সময় চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ রেলপাত জব্দ করা হয়।
এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ে পাকশীর বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডলকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি দুই-তিন দিনের মধ্যে ঘটনাস্থলে তদন্তে যাবে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, রেলওয়ের দায়িত্বশীল ব্যক্তি হয়ে অন্যদের সহায়তায় রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিসাধনের অভিযোগে সুলতান মৃধার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। আজ শুক্রবার দুপুরের মধ্যে তাঁকে নীলফামারী আদালতে পাঠানো হবে।

রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপির কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষকের প্রাইভেট কারের ধাক্কায় এক ছাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে
১ ঘণ্টা আগে