নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ৪ দফা দাবিতে মঙ্গলবার (২২ এপ্রিল) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এর পরপরই ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোরে ফাঁস হওয়া শিক্ষক-কর্মকর্তাদের আওয়ামী লীগ রক্ষার গোপন সভার ভিডিও প্রদর্শন করা হয়। অনলাইনে সভাটি হয়েছিল গত বছরের ৪ আগস্ট।
এদিকে বিশ্ববিদ্যালয়ের একমাত্র অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিনকে সিন্ডিকেট থেকে অব্যাহতি দিয়ে অসম্মান করায় উদ্বেগ জানিয়েছে ইংরেজি বিভাগ। গত সোমবার বিভাগের একাডেমিক সভায় এ জন্য একটি কড়া প্রতিবাদলিপি জানানোরও সিদ্ধান্ত হয়।
অপরদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের সঙ্গে চাকরিপ্রত্যাশী এক নারীর আপত্তিকর ভিডিও কল ভাইরাল হওয়ায় ক্যাম্পাসে তোলপাড় চলছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে ৪ দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। তাঁদের দাবিগুলো হলো ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহসিন উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার এবং তাঁকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলে পুনর্বহাল, আওয়ামী লীগের পদধারী রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অবিলম্বে অপসারণ, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের সমর্থক শিক্ষক-কমচারীদের অপসারণ এবং একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণের জন্য উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে প্রদর্শন করা হয় শিক্ষক-কর্মকর্তাদের গোপন সভার ১ ঘণ্টা ৩০ মিনিটের ভিডিও। গত বছরের ৪ আগস্ট অনলাইনে হওয়া ওই সভার ভিডিওতে দেখা যায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে রক্ষায় শিক্ষক-কর্মকর্তারা নানা সলাপরামর্শ করছেন। প্রদর্শনীর আয়োজন করে ফ্যাসিবাদবিরোধী সংঘ।
অনলাইন ওই সভায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন তৎকালীন প্রক্টর ড. আব্দুল কাইয়ুম, শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন চৌধুরী, সাধারণ সম্পাদক তারেক মাহমুদ আবির, বিজ্ঞান অনুষদের ডিন শফিউল আলম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দিল আফরোজ খানম, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম প্রমুখ।
এদিকে অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে সিন্ডিকেট থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে মঙ্গলবার ইংরেজি বিভাগের একাডেমিক সভায় নিন্দা জানানো হয়। বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মাদ তানভির কায়সার আজকের পত্রিকাকে বলেন, তাঁর বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিনকে একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। অব্যাহতিপত্রে যে ভাষা উল্লেখ করা হয়েছে, তাতে শিক্ষকরা উদ্বিগ্ন। এ কারণে ইংরেজি বিভাগের একাডেমিক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে রেজিস্ট্রার কার্যালয়ে প্রতিবাদলিপি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সভায় উপস্থিত ৮ জন শিক্ষকই মনে করেন, অধ্যাপক মুহসীন যাতে সুবিচার পান তার দাবি জানানো হবে প্রতিবাদলিপিতে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ৪ দফা দাবিতে মঙ্গলবার (২২ এপ্রিল) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এর পরপরই ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোরে ফাঁস হওয়া শিক্ষক-কর্মকর্তাদের আওয়ামী লীগ রক্ষার গোপন সভার ভিডিও প্রদর্শন করা হয়। অনলাইনে সভাটি হয়েছিল গত বছরের ৪ আগস্ট।
এদিকে বিশ্ববিদ্যালয়ের একমাত্র অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিনকে সিন্ডিকেট থেকে অব্যাহতি দিয়ে অসম্মান করায় উদ্বেগ জানিয়েছে ইংরেজি বিভাগ। গত সোমবার বিভাগের একাডেমিক সভায় এ জন্য একটি কড়া প্রতিবাদলিপি জানানোরও সিদ্ধান্ত হয়।
অপরদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের সঙ্গে চাকরিপ্রত্যাশী এক নারীর আপত্তিকর ভিডিও কল ভাইরাল হওয়ায় ক্যাম্পাসে তোলপাড় চলছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে ৪ দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। তাঁদের দাবিগুলো হলো ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহসিন উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার এবং তাঁকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলে পুনর্বহাল, আওয়ামী লীগের পদধারী রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অবিলম্বে অপসারণ, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের সমর্থক শিক্ষক-কমচারীদের অপসারণ এবং একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণের জন্য উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে প্রদর্শন করা হয় শিক্ষক-কর্মকর্তাদের গোপন সভার ১ ঘণ্টা ৩০ মিনিটের ভিডিও। গত বছরের ৪ আগস্ট অনলাইনে হওয়া ওই সভার ভিডিওতে দেখা যায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে রক্ষায় শিক্ষক-কর্মকর্তারা নানা সলাপরামর্শ করছেন। প্রদর্শনীর আয়োজন করে ফ্যাসিবাদবিরোধী সংঘ।
অনলাইন ওই সভায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন তৎকালীন প্রক্টর ড. আব্দুল কাইয়ুম, শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন চৌধুরী, সাধারণ সম্পাদক তারেক মাহমুদ আবির, বিজ্ঞান অনুষদের ডিন শফিউল আলম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দিল আফরোজ খানম, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম প্রমুখ।
এদিকে অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে সিন্ডিকেট থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে মঙ্গলবার ইংরেজি বিভাগের একাডেমিক সভায় নিন্দা জানানো হয়। বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মাদ তানভির কায়সার আজকের পত্রিকাকে বলেন, তাঁর বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিনকে একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। অব্যাহতিপত্রে যে ভাষা উল্লেখ করা হয়েছে, তাতে শিক্ষকরা উদ্বিগ্ন। এ কারণে ইংরেজি বিভাগের একাডেমিক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে রেজিস্ট্রার কার্যালয়ে প্রতিবাদলিপি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সভায় উপস্থিত ৮ জন শিক্ষকই মনে করেন, অধ্যাপক মুহসীন যাতে সুবিচার পান তার দাবি জানানো হবে প্রতিবাদলিপিতে

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে