বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান মাস্টারের বাঁ হাতের কবজি কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় কমপক্ষে আরও ৮-১০ জন আহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার দেউলা ইউনিয়নের মজম বাজারে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত আনিসুর রহমানকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি বোরহানউদ্দিনের দেউলা ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়। এতে আমির হোসেন ব্যাপারীকে সভাপতি এবং জাবেদ ইকবাল সোহেলকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটি গঠনের আগেই সভাপতি ও সম্পাদক পক্ষের মধ্যে বিরোধ চলছিল। পরে সেই দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নেয়।
দেউলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল সোহেল জানান, ইউনিয়ন পরিষদের অপারেটর সজীব চাল বিতরণে অনিয়ম করছিলেন—এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে সভাপতির পক্ষের লোকজন তাঁদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে বের হওয়ার সময় সভাপতি আমির হোসেন ব্যাপারী ও তাঁর অনুসারীরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমানের বাঁ হাতের কবজি কেটে ফেলা হয়।
এ বিষয়ে জানতে চাইলে দেউলা ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ব্যাপারী বলেন, ‘ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমাদের লোকজন আহত হয়েছে। আমরা হামলা করিনি।’
একই অভিযোগ করেছেন আমির ব্যাপারীর ছেলে খোকন ব্যাপারীও।
বোরহানউদ্দিন থানার ওসি ছিদ্দিকুর রহমান বলেন, ‘মারামারির ঘটনায় একজনের হাতে কোপ দেওয়া হয়েছে বলে শুনেছি। তবে এখনো কেউ থানায় অভিযোগ বা জিডি করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান মাস্টারের বাঁ হাতের কবজি কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় কমপক্ষে আরও ৮-১০ জন আহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার দেউলা ইউনিয়নের মজম বাজারে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত আনিসুর রহমানকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি বোরহানউদ্দিনের দেউলা ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়। এতে আমির হোসেন ব্যাপারীকে সভাপতি এবং জাবেদ ইকবাল সোহেলকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটি গঠনের আগেই সভাপতি ও সম্পাদক পক্ষের মধ্যে বিরোধ চলছিল। পরে সেই দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নেয়।
দেউলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল সোহেল জানান, ইউনিয়ন পরিষদের অপারেটর সজীব চাল বিতরণে অনিয়ম করছিলেন—এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে সভাপতির পক্ষের লোকজন তাঁদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে বের হওয়ার সময় সভাপতি আমির হোসেন ব্যাপারী ও তাঁর অনুসারীরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমানের বাঁ হাতের কবজি কেটে ফেলা হয়।
এ বিষয়ে জানতে চাইলে দেউলা ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ব্যাপারী বলেন, ‘ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমাদের লোকজন আহত হয়েছে। আমরা হামলা করিনি।’
একই অভিযোগ করেছেন আমির ব্যাপারীর ছেলে খোকন ব্যাপারীও।
বোরহানউদ্দিন থানার ওসি ছিদ্দিকুর রহমান বলেন, ‘মারামারির ঘটনায় একজনের হাতে কোপ দেওয়া হয়েছে বলে শুনেছি। তবে এখনো কেউ থানায় অভিযোগ বা জিডি করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনার রূপসায় ফারুখ (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে।
১৬ মিনিট আগে
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় মুবিনুল ইসলাম নয়ন (২৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেয় বিএনপি। তবে ২৪ ঘণ্টা পর ফের বহিষ্কারাদেশ বহাল থাকার কথা জানায় দলটি।
২ ঘণ্টা আগে