নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পরানোর দাবি নিয়ে নগর ভবনে চলমান আন্দোলনের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ষড়যন্ত্র করছেন। তাঁর বিরুদ্ধে এমনটাই অভিযোগ এনেছেন বিএনপির ওই নেতা।
ইশরাক হোসেন বলেছেন, আসিফ মাহমুদ সরাসরি নগর ভবনের কর্মকর্তাদের নির্দেশ দেন বর্জ্য ব্যবস্থাপনার গাড়িগুলোতে যাতে জ্বালানি বন্ধ করে দেওয়া হয়। ডিএসসিসিতে বর্জ্য ব্যবস্থাপনা বন্ধ করা গেলে এর দায় পড়বে আন্দোলনকারীদের ওপর। তাঁর এই ষড়যন্ত্র আন্দোলনকারীরা ব্যর্থ করে দিয়েছেন।
আজ বুধবার নগর ভবনে শপথের দাবিতে চলমান বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, ‘আমরা যেদিন থেকে আন্দোলন শুরু করেছি, সেদিন থেকে এক সেকেন্ডের জন্য ডিএসসিসির কোনো জরুরি সেবা বন্ধ হয় নাই। উপরন্তু আমরাই নিশ্চিত করেছি, যাতে এই সেবাগুলো চালু থাকে। এসব সেবা নিয়ে যাতে জনগণের দুর্ভোগ সৃষ্টি না হয়। এর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা, টিকাদান কর্মসূচিসহ আঞ্চলিক কার্যালয়গুলোতে যে ধরনের জরুরি সেবা দেওয়া হয়ে থাকে, সবকিছু কিন্তু আমরাই বলে রেখেছি যে জনগণ যাতে সেবাগুলো পেয়ে থাকে।’
মেয়র হিসেবে শপথ পরানোর দাবিতে আন্দোলন চলমান থাকবে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আন্দোলনে নগরবাসীর দুর্ভোগ যাতে আর না বাড়ে, তার জন্য আমরা পদক্ষেপ নেব। আমরা গতকাল মঙ্গলবার বিভিন্ন ওয়ার্ড সচিবের সঙ্গে মতবিনিময় সভা করেছি। আমরা তাঁদের নির্দেশনা দিয়েছি, প্রতিটি ওয়ার্ডে যাতে তাঁরা জন্ম-মৃত্যু-নাগরিক সনদগুলো জমা দেন। এরপর আঞ্চলিক কর্মকর্তাদের মাধ্যমে সেটা দ্রুততম সময়ে নিষ্পত্তি করে যাতে নাগরিকদের হাতে পৌঁছে দেওয়া হয়।’
এ সময় গতকাল বিবিসি বাংলায় প্রকাশিত আসিফ মাহমুদের একটি বক্তব্যের সমালোচনা করেন ইশরাক হোসেন।
ইশরাক বলেন, ‘বিবিসি বাংলায় প্রকাশিত সংবাদে আসিফ মাহমুদ বলেছেন, আমি ফৌজদারি অপরাধ করেছি। যদি আমি অপরাধ করে থাকি, তাহলে আমার বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন না কেন? কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিচ্ছেন না আমাকে গ্রেপ্তার করতে? আমরা এখন এসবে ভয় পাই না। শেখ হাসিনার বিরুদ্ধে ১৭ বছর আমরা যুদ্ধ করেছি।’
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টাকে ‘মূর্খ উপদেষ্টা’ হিসেবে অভিহিত করে ইশরাক হোসেন বলেন, ‘আমার শপথের বিষয়ে তিনি বারবার বলেছেন, এখানে আইনি জটিলতা আছে। অথচ দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ থেকে বিষয়টি বহু আগে নিষ্পত্তি হয়ে গেছে। তার পরও যদি তিনি বলেন যে, এখানে আইনি জটিলতা রয়েছে, তাহলে আমি বলব, এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনো দিন দেখেনি।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পরানোর দাবি নিয়ে নগর ভবনে চলমান আন্দোলনের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ষড়যন্ত্র করছেন। তাঁর বিরুদ্ধে এমনটাই অভিযোগ এনেছেন বিএনপির ওই নেতা।
ইশরাক হোসেন বলেছেন, আসিফ মাহমুদ সরাসরি নগর ভবনের কর্মকর্তাদের নির্দেশ দেন বর্জ্য ব্যবস্থাপনার গাড়িগুলোতে যাতে জ্বালানি বন্ধ করে দেওয়া হয়। ডিএসসিসিতে বর্জ্য ব্যবস্থাপনা বন্ধ করা গেলে এর দায় পড়বে আন্দোলনকারীদের ওপর। তাঁর এই ষড়যন্ত্র আন্দোলনকারীরা ব্যর্থ করে দিয়েছেন।
আজ বুধবার নগর ভবনে শপথের দাবিতে চলমান বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, ‘আমরা যেদিন থেকে আন্দোলন শুরু করেছি, সেদিন থেকে এক সেকেন্ডের জন্য ডিএসসিসির কোনো জরুরি সেবা বন্ধ হয় নাই। উপরন্তু আমরাই নিশ্চিত করেছি, যাতে এই সেবাগুলো চালু থাকে। এসব সেবা নিয়ে যাতে জনগণের দুর্ভোগ সৃষ্টি না হয়। এর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা, টিকাদান কর্মসূচিসহ আঞ্চলিক কার্যালয়গুলোতে যে ধরনের জরুরি সেবা দেওয়া হয়ে থাকে, সবকিছু কিন্তু আমরাই বলে রেখেছি যে জনগণ যাতে সেবাগুলো পেয়ে থাকে।’
মেয়র হিসেবে শপথ পরানোর দাবিতে আন্দোলন চলমান থাকবে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আন্দোলনে নগরবাসীর দুর্ভোগ যাতে আর না বাড়ে, তার জন্য আমরা পদক্ষেপ নেব। আমরা গতকাল মঙ্গলবার বিভিন্ন ওয়ার্ড সচিবের সঙ্গে মতবিনিময় সভা করেছি। আমরা তাঁদের নির্দেশনা দিয়েছি, প্রতিটি ওয়ার্ডে যাতে তাঁরা জন্ম-মৃত্যু-নাগরিক সনদগুলো জমা দেন। এরপর আঞ্চলিক কর্মকর্তাদের মাধ্যমে সেটা দ্রুততম সময়ে নিষ্পত্তি করে যাতে নাগরিকদের হাতে পৌঁছে দেওয়া হয়।’
এ সময় গতকাল বিবিসি বাংলায় প্রকাশিত আসিফ মাহমুদের একটি বক্তব্যের সমালোচনা করেন ইশরাক হোসেন।
ইশরাক বলেন, ‘বিবিসি বাংলায় প্রকাশিত সংবাদে আসিফ মাহমুদ বলেছেন, আমি ফৌজদারি অপরাধ করেছি। যদি আমি অপরাধ করে থাকি, তাহলে আমার বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন না কেন? কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিচ্ছেন না আমাকে গ্রেপ্তার করতে? আমরা এখন এসবে ভয় পাই না। শেখ হাসিনার বিরুদ্ধে ১৭ বছর আমরা যুদ্ধ করেছি।’
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টাকে ‘মূর্খ উপদেষ্টা’ হিসেবে অভিহিত করে ইশরাক হোসেন বলেন, ‘আমার শপথের বিষয়ে তিনি বারবার বলেছেন, এখানে আইনি জটিলতা আছে। অথচ দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ থেকে বিষয়টি বহু আগে নিষ্পত্তি হয়ে গেছে। তার পরও যদি তিনি বলেন যে, এখানে আইনি জটিলতা রয়েছে, তাহলে আমি বলব, এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনো দিন দেখেনি।’

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে ঘরটির মালিকপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮টার দিকে অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র তছনছ করা হয়। এ বিষয়ে আজই সংগঠনটির পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেওয়া হয়।
১৩ মিনিট আগে
বরিশালে বছরের প্রথম দিনই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। উৎসবের আমেজ না থাকলেও বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা গেছে। বছরের প্রথম দিন শিশুরা বই পাওয়ায় অভিভাবকেরাও সন্তোষ প্রকাশ করেছেন।
১৪ মিনিট আগে
চট্টগ্রামে জেলা প্রশাসনের (১ নম্বর খাস খতিয়ান) একটি জমি বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) কর্তৃপক্ষ। বরাদ্দ পাওয়া ব্যক্তি ওই জমিতে নির্মাণ করেন দোকান। বিষয়টি জানতে পেরে গতকাল বুধবার সেই স্থাপনা গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন।
১৯ মিনিট আগে
কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পানির উদ্দিন আহমেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। একই আসনের বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে