টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে বিন্দুবাসিনী বালক উচ্চবিদ্যালয়ের ২০২৫ সালের বিবিএফসি ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে কয়েক হাজার দর্শক-শ্রোতাকে মাতিয়ে রাখেন ব্যান্ড তারকা জেমস। গতকাল বুধবার রাতে শহরের শহীদ মারুফ স্টেডিয়ামে এই অনুষ্ঠান হয়।
জেমসের গান শুনতে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় কয়েক হাজার মানুষ জড়ো হন। এতে কার্যত শহরের চলাচল ব্যাহত হয়। মঞ্চে র্যাম্প প্রদর্শন করেন অংশগ্রহণকারী দলের অধিনায়কেরা।
এদিকে অনুষ্ঠানে শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ বিষয়ে বুধবার বেলা তিনটা পর্যন্ত ১১০টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে নিশ্চিত করেছে টাঙ্গাইল মডেল থানার পুলিশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু প্রমুখ।
ট্রফি ও জার্সি প্রদর্শনের পর নগর বাউল জেমস গান পরিবেশন করেন। রাত ৯টার দিকে তিনি মঞ্চে ওঠেন। এ সময় দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
এদিকে কনসার্ট চলাকালে শতাধিক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। সাংবাদিক নাঈম খান রাব্বি বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের সময় আমার মোবাইল চুরি হয়েছে। আমার ভাগনের ফোনটিও খোয়া গেছে।’
প্রিন্স কাব্য নামের এক দর্শক বলেন, ‘আমি স্টেডিয়ামে প্রবেশ করার সময় হঠাৎ কয়েকজন ইচ্ছা করে ধাক্কাধাক্কি ও ঠেলাঠেলি শুরু করে। সেই ভিড়ের মধ্যেই একজন আমার পকেটে হাত দিয়ে মোবাইল ফোনটি নিয়ে যায়। পরে থানায় গিয়ে জিডি করি। আশ্চর্যের ব্যাপার, সেখানে গিয়ে দেখি, ৫০ জনের বেশি মানুষ মোবাইল চুরি হওয়ায় জিডি করতে এসেছেন।’
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন ছিলেন। মোবাইল চুরির ঘটনায় বুধবার বেলা তিনটা পর্যন্ত ১১০টি সাধারণ ডায়েরি করা হয়েছে।’

টাঙ্গাইলে বিন্দুবাসিনী বালক উচ্চবিদ্যালয়ের ২০২৫ সালের বিবিএফসি ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে কয়েক হাজার দর্শক-শ্রোতাকে মাতিয়ে রাখেন ব্যান্ড তারকা জেমস। গতকাল বুধবার রাতে শহরের শহীদ মারুফ স্টেডিয়ামে এই অনুষ্ঠান হয়।
জেমসের গান শুনতে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় কয়েক হাজার মানুষ জড়ো হন। এতে কার্যত শহরের চলাচল ব্যাহত হয়। মঞ্চে র্যাম্প প্রদর্শন করেন অংশগ্রহণকারী দলের অধিনায়কেরা।
এদিকে অনুষ্ঠানে শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ বিষয়ে বুধবার বেলা তিনটা পর্যন্ত ১১০টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে নিশ্চিত করেছে টাঙ্গাইল মডেল থানার পুলিশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু প্রমুখ।
ট্রফি ও জার্সি প্রদর্শনের পর নগর বাউল জেমস গান পরিবেশন করেন। রাত ৯টার দিকে তিনি মঞ্চে ওঠেন। এ সময় দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
এদিকে কনসার্ট চলাকালে শতাধিক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। সাংবাদিক নাঈম খান রাব্বি বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের সময় আমার মোবাইল চুরি হয়েছে। আমার ভাগনের ফোনটিও খোয়া গেছে।’
প্রিন্স কাব্য নামের এক দর্শক বলেন, ‘আমি স্টেডিয়ামে প্রবেশ করার সময় হঠাৎ কয়েকজন ইচ্ছা করে ধাক্কাধাক্কি ও ঠেলাঠেলি শুরু করে। সেই ভিড়ের মধ্যেই একজন আমার পকেটে হাত দিয়ে মোবাইল ফোনটি নিয়ে যায়। পরে থানায় গিয়ে জিডি করি। আশ্চর্যের ব্যাপার, সেখানে গিয়ে দেখি, ৫০ জনের বেশি মানুষ মোবাইল চুরি হওয়ায় জিডি করতে এসেছেন।’
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন ছিলেন। মোবাইল চুরির ঘটনায় বুধবার বেলা তিনটা পর্যন্ত ১১০টি সাধারণ ডায়েরি করা হয়েছে।’

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
৩১ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৩৫ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে