টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে বিন্দুবাসিনী বালক উচ্চবিদ্যালয়ের ২০২৫ সালের বিবিএফসি ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে কয়েক হাজার দর্শক-শ্রোতাকে মাতিয়ে রাখেন ব্যান্ড তারকা জেমস। গতকাল বুধবার রাতে শহরের শহীদ মারুফ স্টেডিয়ামে এই অনুষ্ঠান হয়।
জেমসের গান শুনতে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় কয়েক হাজার মানুষ জড়ো হন। এতে কার্যত শহরের চলাচল ব্যাহত হয়। মঞ্চে র্যাম্প প্রদর্শন করেন অংশগ্রহণকারী দলের অধিনায়কেরা।
এদিকে অনুষ্ঠানে শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ বিষয়ে বুধবার বেলা তিনটা পর্যন্ত ১১০টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে নিশ্চিত করেছে টাঙ্গাইল মডেল থানার পুলিশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু প্রমুখ।
ট্রফি ও জার্সি প্রদর্শনের পর নগর বাউল জেমস গান পরিবেশন করেন। রাত ৯টার দিকে তিনি মঞ্চে ওঠেন। এ সময় দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
এদিকে কনসার্ট চলাকালে শতাধিক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। সাংবাদিক নাঈম খান রাব্বি বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের সময় আমার মোবাইল চুরি হয়েছে। আমার ভাগনের ফোনটিও খোয়া গেছে।’
প্রিন্স কাব্য নামের এক দর্শক বলেন, ‘আমি স্টেডিয়ামে প্রবেশ করার সময় হঠাৎ কয়েকজন ইচ্ছা করে ধাক্কাধাক্কি ও ঠেলাঠেলি শুরু করে। সেই ভিড়ের মধ্যেই একজন আমার পকেটে হাত দিয়ে মোবাইল ফোনটি নিয়ে যায়। পরে থানায় গিয়ে জিডি করি। আশ্চর্যের ব্যাপার, সেখানে গিয়ে দেখি, ৫০ জনের বেশি মানুষ মোবাইল চুরি হওয়ায় জিডি করতে এসেছেন।’
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন ছিলেন। মোবাইল চুরির ঘটনায় বুধবার বেলা তিনটা পর্যন্ত ১১০টি সাধারণ ডায়েরি করা হয়েছে।’

টাঙ্গাইলে বিন্দুবাসিনী বালক উচ্চবিদ্যালয়ের ২০২৫ সালের বিবিএফসি ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে কয়েক হাজার দর্শক-শ্রোতাকে মাতিয়ে রাখেন ব্যান্ড তারকা জেমস। গতকাল বুধবার রাতে শহরের শহীদ মারুফ স্টেডিয়ামে এই অনুষ্ঠান হয়।
জেমসের গান শুনতে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় কয়েক হাজার মানুষ জড়ো হন। এতে কার্যত শহরের চলাচল ব্যাহত হয়। মঞ্চে র্যাম্প প্রদর্শন করেন অংশগ্রহণকারী দলের অধিনায়কেরা।
এদিকে অনুষ্ঠানে শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ বিষয়ে বুধবার বেলা তিনটা পর্যন্ত ১১০টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে নিশ্চিত করেছে টাঙ্গাইল মডেল থানার পুলিশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু প্রমুখ।
ট্রফি ও জার্সি প্রদর্শনের পর নগর বাউল জেমস গান পরিবেশন করেন। রাত ৯টার দিকে তিনি মঞ্চে ওঠেন। এ সময় দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
এদিকে কনসার্ট চলাকালে শতাধিক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। সাংবাদিক নাঈম খান রাব্বি বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের সময় আমার মোবাইল চুরি হয়েছে। আমার ভাগনের ফোনটিও খোয়া গেছে।’
প্রিন্স কাব্য নামের এক দর্শক বলেন, ‘আমি স্টেডিয়ামে প্রবেশ করার সময় হঠাৎ কয়েকজন ইচ্ছা করে ধাক্কাধাক্কি ও ঠেলাঠেলি শুরু করে। সেই ভিড়ের মধ্যেই একজন আমার পকেটে হাত দিয়ে মোবাইল ফোনটি নিয়ে যায়। পরে থানায় গিয়ে জিডি করি। আশ্চর্যের ব্যাপার, সেখানে গিয়ে দেখি, ৫০ জনের বেশি মানুষ মোবাইল চুরি হওয়ায় জিডি করতে এসেছেন।’
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন ছিলেন। মোবাইল চুরির ঘটনায় বুধবার বেলা তিনটা পর্যন্ত ১১০টি সাধারণ ডায়েরি করা হয়েছে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে