Ajker Patrika

হাতিয়ায় প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
হাতিয়া উপজেলার মোহাম্মদ আলী কলেজ মাঠে চ্যাম্পিয়ন দল উত্তর জোড়খালী বেস্ট একাদশের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। ছবি: আজকের পত্রিকা
হাতিয়া উপজেলার মোহাম্মদ আলী কলেজ মাঠে চ্যাম্পিয়ন দল উত্তর জোড়খালী বেস্ট একাদশের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়া উপজেলার মোহাম্মদ আলী কলেজ মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে চানন্দী স্পোর্টস একাডেমি ও উত্তর জোড়খালী বেস্ট একাদশ। নির্ধারিত মিনিটে কোন দল গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইবেকারে। যাতে ২-৪ গোলে চানন্দী স্পোর্টস একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় উত্তর জোড়খালী বেস্ট একাদশ।

রানার্স আপ দল চানন্দী স্পোর্টস একাডেমির হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ছবি: আজকের পত্রিকা
রানার্স আপ দল চানন্দী স্পোর্টস একাডেমির হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক এম শাহীন আলমের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন অর রশীদ আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য নুরুল আমিন খান, সাবেক ছাত্রনেতা ভিপি সাজ্জাদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল ৪টি গ্রুপে ১২টি দলের অংশগ্রহণের মাধ্যমে এ টুর্নামেন্ট শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত