নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকসহ তিন নেতা পদত্যাগ করেছেন। তাঁরা সংগঠনের অন্যদের বিরুদ্ধে চাঁদাবাজি ও মব সৃষ্টির অভিযোগ করেছেন। আজ রোববার (১ জুন) রাতে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন এই তিনজন।
পদত্যাগ করা নেতারা হলেন জেলা কমিটির মুখ্য সংগঠক হাসিবুল আলম তুরান, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম আবিদ ও সদস্য তাহসিন আহমেদ রাতুল।
সংবাদ সম্মেলনে তুরান বলেন, সংগঠনের জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহসিন উদ্দিন সাবেক ছাত্রশিবির নেতা। তিনি কিছু দিন আগে নগরীতে চাঁদাবাজি ও অপ্রীতিকর ঘটনা ঘটান। এর সঙ্গে তিনি (তুরান) জড়িত নন। তারপরও তাঁর নাম জড়ানো হয়েছে।
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কার না করে রাজনৈতিক মব তৈরি করে সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে। সাংগঠনিক ও রাজনৈতিকভাবে শিক্ষিত ও সচেতনতা তৈরিতে ব্যর্থ হয়েছে।
পুরোনো রাজনৈতিক ধারায় দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলা-বাণিজ্য ও সাম্প্রদায়িক উসকানি সৃষ্টি করছে। এমনকি নিজেদের মধ্যে কোন্দলে লিপ্ত। এখন নারীরা রাস্তায় নামতে ভয় পায়। তাঁদের নানা অপবাদ ও ট্যাগ দেওয়া হয়।
এ ছাড়া বিভিন্ন প্রকৌশল দপ্তরে গিয়ে ঠিকাদারির কাজ পেতে নেতারা তদবির করছেন। তাঁদের এসব কর্মকাণ্ড জুলাইয়ের শহীদ-আহত ব্যক্তিদের রক্তের সঙ্গে বেইমানির শামিল।
এসব ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক সাব্বির হোসেন আজ রাতে বলেন, ‘আমি কিছুক্ষণ আগে শুনেছি যে সংগঠনের তিনজন পদত্যাগ করেছেন। তাঁরা পদত্যাগের বিষয়টি আমাকে অবগত করেননি।’ তিনি দাবি করেন, ‘প্রায়ই অনেকেই এমন অভিযোগ করে থাকে। দলে অপকর্ম হয়ে থাকলে তারা কেন আগে প্রতিবাদ করেনি। আমার কাছেও অপকর্মের কোনো প্রমাণ নেই। থাকলে ব্যবস্থা নেওয়া হতো।’

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকসহ তিন নেতা পদত্যাগ করেছেন। তাঁরা সংগঠনের অন্যদের বিরুদ্ধে চাঁদাবাজি ও মব সৃষ্টির অভিযোগ করেছেন। আজ রোববার (১ জুন) রাতে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন এই তিনজন।
পদত্যাগ করা নেতারা হলেন জেলা কমিটির মুখ্য সংগঠক হাসিবুল আলম তুরান, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম আবিদ ও সদস্য তাহসিন আহমেদ রাতুল।
সংবাদ সম্মেলনে তুরান বলেন, সংগঠনের জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহসিন উদ্দিন সাবেক ছাত্রশিবির নেতা। তিনি কিছু দিন আগে নগরীতে চাঁদাবাজি ও অপ্রীতিকর ঘটনা ঘটান। এর সঙ্গে তিনি (তুরান) জড়িত নন। তারপরও তাঁর নাম জড়ানো হয়েছে।
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কার না করে রাজনৈতিক মব তৈরি করে সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে। সাংগঠনিক ও রাজনৈতিকভাবে শিক্ষিত ও সচেতনতা তৈরিতে ব্যর্থ হয়েছে।
পুরোনো রাজনৈতিক ধারায় দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলা-বাণিজ্য ও সাম্প্রদায়িক উসকানি সৃষ্টি করছে। এমনকি নিজেদের মধ্যে কোন্দলে লিপ্ত। এখন নারীরা রাস্তায় নামতে ভয় পায়। তাঁদের নানা অপবাদ ও ট্যাগ দেওয়া হয়।
এ ছাড়া বিভিন্ন প্রকৌশল দপ্তরে গিয়ে ঠিকাদারির কাজ পেতে নেতারা তদবির করছেন। তাঁদের এসব কর্মকাণ্ড জুলাইয়ের শহীদ-আহত ব্যক্তিদের রক্তের সঙ্গে বেইমানির শামিল।
এসব ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক সাব্বির হোসেন আজ রাতে বলেন, ‘আমি কিছুক্ষণ আগে শুনেছি যে সংগঠনের তিনজন পদত্যাগ করেছেন। তাঁরা পদত্যাগের বিষয়টি আমাকে অবগত করেননি।’ তিনি দাবি করেন, ‘প্রায়ই অনেকেই এমন অভিযোগ করে থাকে। দলে অপকর্ম হয়ে থাকলে তারা কেন আগে প্রতিবাদ করেনি। আমার কাছেও অপকর্মের কোনো প্রমাণ নেই। থাকলে ব্যবস্থা নেওয়া হতো।’

মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
৫ মিনিট আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৬ ঘণ্টা আগে