ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে গভীর রাতে বাসা থেকে সুমন সরদার (৩৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর বাবা মো. হাবিব সরদার (৫৮) মারা যান।
পরিবারের সদস্যরা বলছেন, ছেলেকে গ্রেপ্তার হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন হাবিব সরদার। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করছেন বলে জানান। কিছুক্ষণ পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে গ্রেপ্তার সুমন সরদারকে ঝালকাঠির জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।
সুমনের পরিবারের সদস্যদের ভাষ্য, ওই রাতে নলছিটি থানা-পুলিশের একটি দল মারামারির একটি মামলায় সুমন সরদারকে গ্রেপ্তার করতে তাঁদের বাড়িতে যায়। পুলিশ সুমনকে গ্রেপ্তারের সময় আতঙ্কিত হয়ে পড়ে যান তাঁর বাবা হাবিব সরদার। এ সময় তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
ঝালকাঠির জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এনামুল হাসান জামিনের তথ্য নিশ্চিত করেছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, ‘সুমন সরদার একটি ফৌজদারি মামলার আসামি। তাঁকে গ্রেপ্তারে আদালতের পরোয়ানা রয়েছে। নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে সুমনকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা।’
সুমনকে গ্রেপ্তারের পর তাঁর বাবা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়ে জানতে চাইলে আবদুস ছালাম বলেন, ‘তাঁর পরিবারের পক্ষ থেকে বিষয়টি শুনেছি। আসামির বাবা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জেনেছি।’

ঝালকাঠির নলছিটিতে গভীর রাতে বাসা থেকে সুমন সরদার (৩৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর বাবা মো. হাবিব সরদার (৫৮) মারা যান।
পরিবারের সদস্যরা বলছেন, ছেলেকে গ্রেপ্তার হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন হাবিব সরদার। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করছেন বলে জানান। কিছুক্ষণ পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে গ্রেপ্তার সুমন সরদারকে ঝালকাঠির জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।
সুমনের পরিবারের সদস্যদের ভাষ্য, ওই রাতে নলছিটি থানা-পুলিশের একটি দল মারামারির একটি মামলায় সুমন সরদারকে গ্রেপ্তার করতে তাঁদের বাড়িতে যায়। পুলিশ সুমনকে গ্রেপ্তারের সময় আতঙ্কিত হয়ে পড়ে যান তাঁর বাবা হাবিব সরদার। এ সময় তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
ঝালকাঠির জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এনামুল হাসান জামিনের তথ্য নিশ্চিত করেছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, ‘সুমন সরদার একটি ফৌজদারি মামলার আসামি। তাঁকে গ্রেপ্তারে আদালতের পরোয়ানা রয়েছে। নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে সুমনকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা।’
সুমনকে গ্রেপ্তারের পর তাঁর বাবা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়ে জানতে চাইলে আবদুস ছালাম বলেন, ‘তাঁর পরিবারের পক্ষ থেকে বিষয়টি শুনেছি। আসামির বাবা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জেনেছি।’

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
২ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
২ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
৩ ঘণ্টা আগে