নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মৌসুমি বায়ুর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের মহেশখালী এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে গ্যাসবাহী জাহাজ নোঙর করতে পারছে না। এ কারণে মূল সঞ্চালন লাইনে এলএনজি সরবরাহ বন্ধ থাকায় বৃহত্তর চট্টগ্রামে গ্যাসের মারাত্মক সংকট দেখা দিয়েছে। নগরীর ১ হাজার ২০০ শিল্প ও দেড় লাখ আবাসিক গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলএনজি সরবরাহ বন্ধ থাকায় জাতীয় সঞ্চালন লাইনে গ্যাসের চাপ কমে যায়। এমন অবস্থায় গতকাল বুধবার বিকেল থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গ্যাস-সংকট দেখা দেয়। আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। স্বাভাবিক সময়ে এলএনজি টার্মিনাল থেকে জাতীয় সঞ্চালন লাইনে যেখানে ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার কথা, গতকাল সন্ধ্যায় তা ১৯৫ মিলিয়নে নেমে আসে।
এই গ্যাস-সংকটের ফলে বাসাবাড়ি থেকে শুরু করে শিল্পকারখানার গ্রাহকেরা পড়েছেন চরম ভোগান্তিতে। বাসায় খাবার রান্না না হওয়ায় অনেককে রেস্তোরাঁয় ভিড় করতে দেখা যায়।
নগরীর কাজির দেউড়ি ভিআইপি টাওয়ারের গৃহিণী ফরিদা ইয়াসমিন শিল্পী বলেন, ‘গতকাল বিকেলে হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। খবর নিয়ে দেখি আশপাশে কোথাও গ্যাস নেই। পরে বাধ্য হয়ে এলপিজির চুলায় রান্না করি। আজ বিকেল পৌনে ৬টা পর্যন্ত লাইনের চুলায় গ্যাস আসেনি।’
এদিকে গ্যাসের জাতীয় সঞ্চালন লাইনে চাপ কমে যাওয়ায় নগরীর বিভিন্ন এলাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের (বিতরণ দক্ষিণ বিভাগ) উপমহাব্যবস্থাপক মো. আজাদ রহমান বলেন, ‘আবহাওয়াজনিত কারণে সাগর উত্তাল থাকায় এলএনজি নিয়ে আসা জাহাজ টার্মিনালে নোঙর করতে পারছে না। টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। আজ রাতের মধ্যে তা স্বাভাবিক হতে পারে। চট্টগ্রাম নগরীতে ১ হাজার ২০০ ইন্ডাস্ট্রিয়াল ও দেড় লাখ আবাসিক গ্রাহক রয়েছে। গ্যাস-সংকটের কারণে তাদের অসুবিধা হচ্ছে।’

মৌসুমি বায়ুর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের মহেশখালী এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে গ্যাসবাহী জাহাজ নোঙর করতে পারছে না। এ কারণে মূল সঞ্চালন লাইনে এলএনজি সরবরাহ বন্ধ থাকায় বৃহত্তর চট্টগ্রামে গ্যাসের মারাত্মক সংকট দেখা দিয়েছে। নগরীর ১ হাজার ২০০ শিল্প ও দেড় লাখ আবাসিক গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলএনজি সরবরাহ বন্ধ থাকায় জাতীয় সঞ্চালন লাইনে গ্যাসের চাপ কমে যায়। এমন অবস্থায় গতকাল বুধবার বিকেল থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গ্যাস-সংকট দেখা দেয়। আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। স্বাভাবিক সময়ে এলএনজি টার্মিনাল থেকে জাতীয় সঞ্চালন লাইনে যেখানে ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার কথা, গতকাল সন্ধ্যায় তা ১৯৫ মিলিয়নে নেমে আসে।
এই গ্যাস-সংকটের ফলে বাসাবাড়ি থেকে শুরু করে শিল্পকারখানার গ্রাহকেরা পড়েছেন চরম ভোগান্তিতে। বাসায় খাবার রান্না না হওয়ায় অনেককে রেস্তোরাঁয় ভিড় করতে দেখা যায়।
নগরীর কাজির দেউড়ি ভিআইপি টাওয়ারের গৃহিণী ফরিদা ইয়াসমিন শিল্পী বলেন, ‘গতকাল বিকেলে হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। খবর নিয়ে দেখি আশপাশে কোথাও গ্যাস নেই। পরে বাধ্য হয়ে এলপিজির চুলায় রান্না করি। আজ বিকেল পৌনে ৬টা পর্যন্ত লাইনের চুলায় গ্যাস আসেনি।’
এদিকে গ্যাসের জাতীয় সঞ্চালন লাইনে চাপ কমে যাওয়ায় নগরীর বিভিন্ন এলাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের (বিতরণ দক্ষিণ বিভাগ) উপমহাব্যবস্থাপক মো. আজাদ রহমান বলেন, ‘আবহাওয়াজনিত কারণে সাগর উত্তাল থাকায় এলএনজি নিয়ে আসা জাহাজ টার্মিনালে নোঙর করতে পারছে না। টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। আজ রাতের মধ্যে তা স্বাভাবিক হতে পারে। চট্টগ্রাম নগরীতে ১ হাজার ২০০ ইন্ডাস্ট্রিয়াল ও দেড় লাখ আবাসিক গ্রাহক রয়েছে। গ্যাস-সংকটের কারণে তাদের অসুবিধা হচ্ছে।’

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক এমপি আ ন ম সামসুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের লৌহজংয়ে আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়েছে নতুন বছরের বই উৎসব। নতুন বছরে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে লৌহজং...
১ ঘণ্টা আগে
রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপির কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে