নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনাভাইরাস মহামারির মধ্যে রোববারের পর লকডাউন আরো বাড়ানো হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি সরকার। শনিবার বিকালে বা রোববার এই সিদ্ধান্ত জানানো হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা) মো. রেজাউল ইসলাম আজ শনিবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, লকডাউন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যদি লকডাউন বাড়ানো হয় তবে তা রোববার জানিয়ে দেওয়া হবে। আর নতুন করে লকডাউনের মেয়াদ না বাড়লে এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হবে না।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৫ থেকে ১১ এপ্রিল লকডাউন ঘোষণা করে সরকার। এরপর ধাপে ধাপে মানুষের চলাচলে বিধিনিষেধ বা লকডাউনের মেয়াদ বাড়িয়ে ২৩ মে রোববার পর্যন্ত করা হয়।
নতুন করে লকডাউন বাড়ানো হবে কিনা এ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহিদুল্লাহ ।
আজকের পত্রিকাকে তিনি বলেন, বর্তমানে দেশব্যাপী লকডাউনের পরিবেশ নেই। যদি লকডাউন দিতেই হয় তাহলে সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় অঞ্চলভিত্তিক দেওয়া উচিত।
লকডাউন বাড়ানো নিয়ে পরামর্শক কমিটির কাছে পরামর্শ চাওয়া হয়নি জানিয়ে শহিদুল্লাহ বলেন, এ বিষয়ে মন্ত্রণালয় বলতে পারবে। তবে লকডাউন যদি না দেওয়া হয়, স্বাস্থ্যবিধি পালনে অধিক গুরুত্ব দিতে হবে।
অন্যবার লকডাউনের মেয়াদের শেষের দিকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় নতুন করে লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়ে সিদ্ধান্ত হয়।
শনিবার এ ধরনের কোনো সভা হয়নি বলে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী লকডাউন নিয়ে সিদ্ধান্ত জানাবে। লকডাউন নিয়ে সিদ্ধান্ত শনিবার বিকালে জানিয়ে দেওয়া হতে পারে বলেও জানান তিনি।

ঢাকা: করোনাভাইরাস মহামারির মধ্যে রোববারের পর লকডাউন আরো বাড়ানো হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি সরকার। শনিবার বিকালে বা রোববার এই সিদ্ধান্ত জানানো হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা) মো. রেজাউল ইসলাম আজ শনিবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, লকডাউন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যদি লকডাউন বাড়ানো হয় তবে তা রোববার জানিয়ে দেওয়া হবে। আর নতুন করে লকডাউনের মেয়াদ না বাড়লে এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হবে না।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৫ থেকে ১১ এপ্রিল লকডাউন ঘোষণা করে সরকার। এরপর ধাপে ধাপে মানুষের চলাচলে বিধিনিষেধ বা লকডাউনের মেয়াদ বাড়িয়ে ২৩ মে রোববার পর্যন্ত করা হয়।
নতুন করে লকডাউন বাড়ানো হবে কিনা এ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহিদুল্লাহ ।
আজকের পত্রিকাকে তিনি বলেন, বর্তমানে দেশব্যাপী লকডাউনের পরিবেশ নেই। যদি লকডাউন দিতেই হয় তাহলে সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় অঞ্চলভিত্তিক দেওয়া উচিত।
লকডাউন বাড়ানো নিয়ে পরামর্শক কমিটির কাছে পরামর্শ চাওয়া হয়নি জানিয়ে শহিদুল্লাহ বলেন, এ বিষয়ে মন্ত্রণালয় বলতে পারবে। তবে লকডাউন যদি না দেওয়া হয়, স্বাস্থ্যবিধি পালনে অধিক গুরুত্ব দিতে হবে।
অন্যবার লকডাউনের মেয়াদের শেষের দিকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় নতুন করে লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়ে সিদ্ধান্ত হয়।
শনিবার এ ধরনের কোনো সভা হয়নি বলে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী লকডাউন নিয়ে সিদ্ধান্ত জানাবে। লকডাউন নিয়ে সিদ্ধান্ত শনিবার বিকালে জানিয়ে দেওয়া হতে পারে বলেও জানান তিনি।

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
৪১ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে