ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি থ্রি-হুইলার গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাঁদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন এবং চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও একজন মারা যান। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।
পুলিশ জানায়, থ্রি-হুইলারটি ভাঙ্গা থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিল। যাত্রী নামানোর জন্য গাড়িটি রাস্তার পাশে দাঁড়ালে বরিশালগামী মিজান পরিবহনের একটি বাস পেছন দিক থেকে সেটিকে সজোরে ধাক্কা দেয়।
নিহত পাঁচজনের সবাই পুরুষ। তাঁদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মিজানুর মাতুব্বর (৫০), মাদারীপুরের শিবচরের মাধবচর গ্রামের ইব্রাহীম সর্দার (৭০) ও তাঁর ছেলে মনির সর্দার (৪০), একই এলাকার বাদশা মিয়ার ছেলে তারা মিয়া (৫০)। অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাসনিভ জোবায়ের নাদিম জানান, ‘চারজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। গুরুতর আহত চারজনের মধ্যে তিনজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজন এখানে চিকিৎসাধীন আছেন।’
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবউজ্জামান বলেন, ‘বাসটি দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা থ্রি-হুইলারকে ধাক্কা দেয়। এতে পাঁচজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।’


ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি থ্রি-হুইলার গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাঁদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন এবং চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও একজন মারা যান। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।
পুলিশ জানায়, থ্রি-হুইলারটি ভাঙ্গা থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিল। যাত্রী নামানোর জন্য গাড়িটি রাস্তার পাশে দাঁড়ালে বরিশালগামী মিজান পরিবহনের একটি বাস পেছন দিক থেকে সেটিকে সজোরে ধাক্কা দেয়।
নিহত পাঁচজনের সবাই পুরুষ। তাঁদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মিজানুর মাতুব্বর (৫০), মাদারীপুরের শিবচরের মাধবচর গ্রামের ইব্রাহীম সর্দার (৭০) ও তাঁর ছেলে মনির সর্দার (৪০), একই এলাকার বাদশা মিয়ার ছেলে তারা মিয়া (৫০)। অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাসনিভ জোবায়ের নাদিম জানান, ‘চারজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। গুরুতর আহত চারজনের মধ্যে তিনজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজন এখানে চিকিৎসাধীন আছেন।’
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবউজ্জামান বলেন, ‘বাসটি দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা থ্রি-হুইলারকে ধাক্কা দেয়। এতে পাঁচজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।’


টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
৩০ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে