পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রামের তিন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নয়জনকে পুশ ইন করেছে। তবে হাতীবান্ধার পূর্ব সারডুবি সীমান্ত দিয়ে তিনজনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে ছয়জন ও হাতীবান্ধার সিঙ্গিমারী ইউনিয়ন সীমান্ত দিয়ে তিনজনকে ঠেলে পাঠায় বিএসএফ। একই সময় উপজেলার পূর্ব সারডুবি সীমান্ত দিয়ে আরও তিনজনকে পুশ ইনের চেষ্টা করলে বিজিবি ও গ্রামবাসী তা প্রতিহত করে।
শ্রীরামপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার জুবায়ের রহমান আজকের পত্রিকাকে পুশ ইনের সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি ও স্থানীয়রা জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৩ নম্বরের ১ নম্বর উপপিলারে শ্রীরামপুর সীমান্তের বিপরীতে ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জের চেঙ্গেরবাড়ী সীমান্ত। এ সীমান্ত দিয়ে এদিন ভোর সাড়ে ৪টায় ভারতের ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের সদস্যরা তিনজন ভারতীয় পুরুষ ও বাংলাদেশি একজন নারী ও দুজন পুরুষকে ঠেলে পাঠায়।
বাংলাদেশের প্রায় দেড় কিলোমিটার অভ্যন্তরে ওই ইউনিয়নের আজিজপুর গ্রামের কমলার বাজারে দুপুরে স্থানীয়রা দেখে বিজিবিকে খবর দেন। খবর পেয়ে বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) শ্রীরামপুর ক্যাম্পের সদস্যরা তাঁদের আটক করেন।
অন্যদিকে একই দিন ভোরে সীমান্তের প্রধান পিলার ৮৯১ নম্বর ও উপপিলার ৩ নম্বরের হাতীবান্ধার সিঙ্গিমারী ইউনিয়ন সীমান্তের বিপরীতে ভারতের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের তিলক ক্যাম্পের সদস্যরা তিনজনকে পুশ ইন করে। বিজিবি এই তিনজনকে আটক করে হাতীবান্ধা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। একই উপজেলার পূর্ব সারডুবি সীমান্ত দিয়ে তিনজনকে ঠেলে পাঠানোর সময় বিজিবি ও স্থানীয়রা প্রতিহত করেন। উভয় সীমান্তে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ সতর্ক অবস্থানে রয়েছে।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রংপুর ৬১ (তিস্তা-২) ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুমের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রামের তিন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নয়জনকে পুশ ইন করেছে। তবে হাতীবান্ধার পূর্ব সারডুবি সীমান্ত দিয়ে তিনজনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে ছয়জন ও হাতীবান্ধার সিঙ্গিমারী ইউনিয়ন সীমান্ত দিয়ে তিনজনকে ঠেলে পাঠায় বিএসএফ। একই সময় উপজেলার পূর্ব সারডুবি সীমান্ত দিয়ে আরও তিনজনকে পুশ ইনের চেষ্টা করলে বিজিবি ও গ্রামবাসী তা প্রতিহত করে।
শ্রীরামপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার জুবায়ের রহমান আজকের পত্রিকাকে পুশ ইনের সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি ও স্থানীয়রা জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৩ নম্বরের ১ নম্বর উপপিলারে শ্রীরামপুর সীমান্তের বিপরীতে ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জের চেঙ্গেরবাড়ী সীমান্ত। এ সীমান্ত দিয়ে এদিন ভোর সাড়ে ৪টায় ভারতের ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের সদস্যরা তিনজন ভারতীয় পুরুষ ও বাংলাদেশি একজন নারী ও দুজন পুরুষকে ঠেলে পাঠায়।
বাংলাদেশের প্রায় দেড় কিলোমিটার অভ্যন্তরে ওই ইউনিয়নের আজিজপুর গ্রামের কমলার বাজারে দুপুরে স্থানীয়রা দেখে বিজিবিকে খবর দেন। খবর পেয়ে বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) শ্রীরামপুর ক্যাম্পের সদস্যরা তাঁদের আটক করেন।
অন্যদিকে একই দিন ভোরে সীমান্তের প্রধান পিলার ৮৯১ নম্বর ও উপপিলার ৩ নম্বরের হাতীবান্ধার সিঙ্গিমারী ইউনিয়ন সীমান্তের বিপরীতে ভারতের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের তিলক ক্যাম্পের সদস্যরা তিনজনকে পুশ ইন করে। বিজিবি এই তিনজনকে আটক করে হাতীবান্ধা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। একই উপজেলার পূর্ব সারডুবি সীমান্ত দিয়ে তিনজনকে ঠেলে পাঠানোর সময় বিজিবি ও স্থানীয়রা প্রতিহত করেন। উভয় সীমান্তে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ সতর্ক অবস্থানে রয়েছে।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রংপুর ৬১ (তিস্তা-২) ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুমের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
১০ মিনিট আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
২৫ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪০ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
১ ঘণ্টা আগে