বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে প্রতারক আখ্যায়িত করে জামাতার সন্ধান পেতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন এক নারী। ওই জামাতার নাম সিয়াম হোসেন (২৪)। তিনি পাবনার চাটমোহর উপজেলার দোলন গ্রামের কিরন আলীর ছেলে।
আজ শুক্রবার উপজেলার জোনাইল বাজারে জনসমক্ষে শাশুড়ি আনোয়ারা এই ঘোষণা দেন। আনোয়ারা জোনাইল বাজারের বাসিন্দা। এর আগে আনোয়ারার মেয়ে ও সিয়াম হোসেনের স্ত্রী বড়াইগ্রাম থানায় তাঁর নামে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারী শাশুড়ি বলেন, ‘চার বছর আগে আমার মেয়ের সঙ্গে দোলন গ্রামের সিয়াম হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের এক বছর বয়সী কন্যাসন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই মেয়ে ও জামাতা আমার বাড়িতেই থাকে। সিয়াম জোনাইল বাজারের আহসানের জুয়েলারি দোকানে কাজ করত। গত রমজান মাসে জুয়েলারির দোকান থেকে ৬০ ভরি রুপা নিয়ে পালিয়ে যায় সে।’
সিয়ামের শাশুড়ি বলেন, ‘সে বাজারের একটি মেয়েকেও সঙ্গে নিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। এদিকে সিয়ামের মা তাঁর ছেলেকে গুম করা হয়েছে মর্মে আমার ও জুয়েলারি দোকানের মালিকের নামে থানায় অভিযোগ করেছেন।’
আনোয়ারা আরও বলেন, ‘আমরা গরিব মানুষ। নাতনি ও মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করছি। নাতনি বাবার জন্য কান্নাকাটি করে। জুয়েলারি দোকানমালিক রুপা ফেরত চেয়ে চাপ সৃষ্টি করেছেন। আবার জামাতার মা অভিযোগ করেছেন। আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি। তাই যদি কেউ আমার এই জামাতার সন্ধান দিতে পারেন, তাঁকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’
সিয়ামের মা বলেন, ‘আমার ছেলেকে গুম করে এখন নাটক করছেন বেয়াইন (সিয়ামের শাশুড়ি)। দ্রুত আমার ছেলের সন্ধান দিতে হবে।’
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নাটোরের বড়াইগ্রামে প্রতারক আখ্যায়িত করে জামাতার সন্ধান পেতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন এক নারী। ওই জামাতার নাম সিয়াম হোসেন (২৪)। তিনি পাবনার চাটমোহর উপজেলার দোলন গ্রামের কিরন আলীর ছেলে।
আজ শুক্রবার উপজেলার জোনাইল বাজারে জনসমক্ষে শাশুড়ি আনোয়ারা এই ঘোষণা দেন। আনোয়ারা জোনাইল বাজারের বাসিন্দা। এর আগে আনোয়ারার মেয়ে ও সিয়াম হোসেনের স্ত্রী বড়াইগ্রাম থানায় তাঁর নামে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারী শাশুড়ি বলেন, ‘চার বছর আগে আমার মেয়ের সঙ্গে দোলন গ্রামের সিয়াম হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের এক বছর বয়সী কন্যাসন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই মেয়ে ও জামাতা আমার বাড়িতেই থাকে। সিয়াম জোনাইল বাজারের আহসানের জুয়েলারি দোকানে কাজ করত। গত রমজান মাসে জুয়েলারির দোকান থেকে ৬০ ভরি রুপা নিয়ে পালিয়ে যায় সে।’
সিয়ামের শাশুড়ি বলেন, ‘সে বাজারের একটি মেয়েকেও সঙ্গে নিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। এদিকে সিয়ামের মা তাঁর ছেলেকে গুম করা হয়েছে মর্মে আমার ও জুয়েলারি দোকানের মালিকের নামে থানায় অভিযোগ করেছেন।’
আনোয়ারা আরও বলেন, ‘আমরা গরিব মানুষ। নাতনি ও মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করছি। নাতনি বাবার জন্য কান্নাকাটি করে। জুয়েলারি দোকানমালিক রুপা ফেরত চেয়ে চাপ সৃষ্টি করেছেন। আবার জামাতার মা অভিযোগ করেছেন। আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি। তাই যদি কেউ আমার এই জামাতার সন্ধান দিতে পারেন, তাঁকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’
সিয়ামের মা বলেন, ‘আমার ছেলেকে গুম করে এখন নাটক করছেন বেয়াইন (সিয়ামের শাশুড়ি)। দ্রুত আমার ছেলের সন্ধান দিতে হবে।’
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১৬ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
১৮ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২০ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে