Ajker Patrika

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার তুরিন আফরোজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্যারিস্টার তুরিন আফরোজ। ছবি: সংগৃহীত
ব্যারিস্টার তুরিন আফরোজ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে (৫২) আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।

তুরিন আফরোজকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা আরাফাত হোসাইন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। পরে তুরিন আফরোজকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আরাফাত হোসাইন (১২) রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৫ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের জামিয়া রওযাতুল উলুম মাদ্রাসায় ৫ম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। গত ৫ আগস্ট সকাল ৮টা থেকে আরাফাত হোসাইন বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের এক দফা দাবিতে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টর এলাকায় বিক্ষোভ করছিল। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় গুলিবিদ্ধ হয় সে। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ ডিসেম্বর মারা যায় আরাফাত।

এ ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে মামলা করেন নিহত ব্যক্তির বড় ভাই মো. হাসান আলী (২১)।

উল্লেখ্য, ৭ এপ্রিল রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসা থেকে তুরিন আফরোজকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন একটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে রিমান্ড শেষে ১১ এপ্রিল তাঁকে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...