
দীর্ঘ দুই দশক পর বিভাগীয় নগরী রংপুরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমনকে ঘিরে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ। মাঠ ও নগরীর প্রধান সড়কজুড়ে স্থাপন করা হয়েছে কয়েক শ মাইক। এরই মধ্যে বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে নেতা-কর্মীরা রংপুরে আসতে শুরু করেছেন।
আজ শুক্রবার দুপুরে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠ ঘুরে দেখা গেছে, মঞ্চের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মাঠের এক প্রান্তে দলীয় পতাকা হাতে দাঁড়িয়ে আছেন তরুণ কর্মীরা, অন্য প্রান্তে বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতা-কর্মীরা প্রবেশ করছেন। ধীরে ধীরে মানুষের কোলাহলে মুখর হয়ে উঠছে এলাকা। তারেক রহমানের জনসভাকে ঘিরে প্রস্তুতির উত্তাপ আর নেতা-কর্মীদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে পুরো এলাকায়। আশপাশের সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে মাইকিং করে জনসভায় অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
লালমনিরহাটের কালীগঞ্জ থেকে আসা কর্মী আব্দুর রহমান বলেন, ‘ভোর থেকেই ঠান্ডা থাকলেও প্রিয় নেতাকে একনজর দেখতে আমরা সকালেই চলে এসেছি। বিকেলের মধ্যেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাবে।’ কুড়িগ্রামের নাগেশ্বরী কচাকাটার কেদার ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিছুর রহমান আনিছ বলেন, তাঁরা রাতেই এসেছেন। তাঁর এলাকা থেকে প্রায় ৫ হাজার নেতা-কর্মী এসেছেন। লাখ লাখ মানুষে ভরে উঠবে সমাবেশের মাঠ। তাঁরা তারেক রহমানকে দেখতে সামনের সারিতে বসেছেন।
জনসভা ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে মহানগর ও জেলা বিএনপির নেতারা দফায় দফায় সভাস্থল পরিদর্শন করছেন। রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু বলেন, স্বল্প সময়ের প্রস্তুতি হলেও তারেক রহমানের আগমনে পুরো নগরীতে মানুষের ঢল নামবে। এই জনসভা নির্বাচনের মাঠে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি জানান, প্রধান অতিথির বক্তব্যে উত্তরাঞ্চলের বৈষম্য দূর করতে নানা উন্নয়নমূলক প্রতিশ্রুতি আসবে বলে তাঁদের প্রত্যাশা।
এদিকে জনসভাকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় নিরাপত্তা দিতে পুলিশ মাঠে কাজ করছে। ভিআইপি নিরাপত্তাসহ সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি রয়েছে। আশা করছি, পুলিশি তৎপরতার কারণে জনসভাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।’
উল্লেখ্য, বগুড়ার জনসভা শেষে আজ বিকেল পৌনে ৪টায় তারেক রহমান প্রথমে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর সড়কপথে রংপুরে এসে বিভাগীয় জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। জনসভা মঞ্চ থেকেই উত্তরাঞ্চলের ৩৩টি আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে জামিননামা ছাড়াই মুক্ত হওয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। অসাধু কারা সদস্যদের সহায়তায় তিন আসামি মুক্ত হয় বলে জানিয়েছেন র্যাব-১৪ ময়মনসিংহ সদর দপ্তরের অধিনায়ক নয়মুল হাসান।
১৫ মিনিট আগে
রাজশাহীর বাগমারায় মাহবুবুর রহমান (৪০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার রামপুর গ্রামে তাঁর রক্তাক্ত লাশ পাওয়া যায়। মাহবুবুর রহমানের বাড়ি উপজেলার হাটমাধনগর গ্রামে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে তিনি নিখোঁজ ছিলেন।
১৯ মিনিট আগে
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে পুনরায় আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবে। যেহেতু এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ নাই, আপনারা ধানের শীষে ভোট দেবেন।’ নির্বাচনী পথসভায় আওয়ামী লীগের উদ্দেশে যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির প্রার্থী রশীদ আহমাদের এ বক্তব্য ভাইরাল হয়েছে।
২৭ মিনিট আগে
গাইবান্ধার ফুলছড়িতে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ফুলছড়ি উপজেলার বালাশীঘাট এলাকার রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মিলন মিয়া (৪৪)। তিনি কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি। তিনি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ
১ ঘণ্টা আগে