লালমনিরহাট প্রতিনিধি

১০ টাকা কম দেওয়াকে কেন্দ্র করে ধর্মীয় কটূক্তির অভিযোগ তুলে নরসুন্দর বাবা-ছেলেকে মারধরের পর পুলিশে সোপর্দের ঘটনা ঘটেছে। আজ সোমবার লালমনিরহাট পৌরসভার গোশালা বাজার হানিফ পাগলার মোড়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ বাবা-ছেলেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
আটক ব্যক্তিরা হলেন নরসুন্দর পরেশ চন্দ্র শীল (৬৯) ও তাঁর ছেলে বিষ্ণ চন্দ্র শীল (৩৫)।
জানা গেছে, পৌরসভার গোশলা বাজারের হানিফ পাগলার মোড়ে সেলুনের দোকান দিয়ে চলে পরেশ চন্দ্র শীলের পরিবার। ওই দোকানে কাজ করেন তাঁর ছেলে বিষ্ণ চন্দ্র শীল। গতকাল রোববার দুপুরে দোকানে কাজ করাতে আসা এক তরুণের সঙ্গে হিন্দু ও মুসলিম ধর্ম নিয়ে উভয়ে রসিকতা শুরু করেন; যা নিয়ে একপর্যায়ে বিতর্ক বাধে এবং তা তাৎক্ষণিক মিটে যায়। পরে কাজ করে নেন ওই তরুণ। কাজ শেষে মজুরি ১০ টাকা কম দিলে আবার তাঁদের মধ্যে বিতর্ক বাধে, যা অমীমাংসিত থেকে যায়।
এটাকে কেন্দ্র করে ওই তরুণ বিষ্ণ চন্দ্র শীলের বিরুদ্ধে তাৎক্ষণিক ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে স্থানীয়দের বলাবলি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা এসে নরসুন্দর বিষ্ণ চন্দ্র শীল ও তাঁর বাবাকে এলোপাতাড়ি মারধর করে ‘মব’ তৈরি করে।
এ খবর ছড়িয়ে পড়ে পাশে শহরের কালেক্টরেট মাঠে ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশের নায়েবে আমিরের জনসভায়। জনসভার কিছু লোক ও স্থানীয় মুসল্লিরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল নিয়ে সদর থানা ঘেরাও করে ধর্মীয় কটূক্তির বিচার দাবি করে। খবর পেয়ে সদর থানা-পুলিশ হামলায় আহত নরসুন্দর বাবা-ছেলেকে পুলিশি হেফাজতে নিয়ে আসে এবং রাতে মামলা নিয়ে তাঁদের গ্রেপ্তার দেখায়।
আজ (সোমবার) দুপুরে কারাগারে বাবা-ছেলেকে দেখতে গিয়ে ঘটনার মূল রহস্য ফাঁস করেন নরসুন্দর বিষ্ণ চন্দ্র শীলের স্ত্রী দীপ্তি রানী রায়। তিনি বলেন, ‘ওই তরুণ কাজ করে নিয়ে ১০ টাকা কম দিয়েছেন; যা পূরণ করতে আমার স্বামী ওই তরুণকে অনুরোধ করে পরে তা পরিশোধ করতে বলায় তিনি খেপে যান এবং পাশের নামাজ শেষ করে আসা মসজিদের মুসল্লিদের কাছে মিথ্যা ধর্মীয় কটূক্তির অভিযোগ দেন। এতেই মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে আমার স্বামী ও শ্বশুরকে বেধড়ক মারধর করে পুলিশে দেয়।’ সুষ্ঠু তদন্ত করে ন্যায়বিচার দাবি করেন তিনি। এমন দাবি করার একটি ভিডিও মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী মিয়া বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ধারায় বাবা-ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মব তৈরি হয়েছে কি না বা সে ধরনের কোনো অভিযোগ ছিল কি না—এমন প্রশ্নে কোনো মন্তব্য না করে তিনি ফোন কেটে দেন।
লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, ‘বিষ্ণু চন্দ্র শীল এর আগেও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে। মবও সৃষ্টি করা হয়েছিল। আমরা আপাতত মামলা নিয়ে তদন্ত করছি। মব সৃষ্টির তথ্য পেলে সেটারও ব্যবস্থা নেওয়া হবে। বিষ্ণু শীলের স্ত্রী যা বলছে তা সঠিক নয়, বাঁচানোর জন্য প্রপাগান্ডা ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

১০ টাকা কম দেওয়াকে কেন্দ্র করে ধর্মীয় কটূক্তির অভিযোগ তুলে নরসুন্দর বাবা-ছেলেকে মারধরের পর পুলিশে সোপর্দের ঘটনা ঘটেছে। আজ সোমবার লালমনিরহাট পৌরসভার গোশালা বাজার হানিফ পাগলার মোড়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ বাবা-ছেলেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
আটক ব্যক্তিরা হলেন নরসুন্দর পরেশ চন্দ্র শীল (৬৯) ও তাঁর ছেলে বিষ্ণ চন্দ্র শীল (৩৫)।
জানা গেছে, পৌরসভার গোশলা বাজারের হানিফ পাগলার মোড়ে সেলুনের দোকান দিয়ে চলে পরেশ চন্দ্র শীলের পরিবার। ওই দোকানে কাজ করেন তাঁর ছেলে বিষ্ণ চন্দ্র শীল। গতকাল রোববার দুপুরে দোকানে কাজ করাতে আসা এক তরুণের সঙ্গে হিন্দু ও মুসলিম ধর্ম নিয়ে উভয়ে রসিকতা শুরু করেন; যা নিয়ে একপর্যায়ে বিতর্ক বাধে এবং তা তাৎক্ষণিক মিটে যায়। পরে কাজ করে নেন ওই তরুণ। কাজ শেষে মজুরি ১০ টাকা কম দিলে আবার তাঁদের মধ্যে বিতর্ক বাধে, যা অমীমাংসিত থেকে যায়।
এটাকে কেন্দ্র করে ওই তরুণ বিষ্ণ চন্দ্র শীলের বিরুদ্ধে তাৎক্ষণিক ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে স্থানীয়দের বলাবলি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা এসে নরসুন্দর বিষ্ণ চন্দ্র শীল ও তাঁর বাবাকে এলোপাতাড়ি মারধর করে ‘মব’ তৈরি করে।
এ খবর ছড়িয়ে পড়ে পাশে শহরের কালেক্টরেট মাঠে ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশের নায়েবে আমিরের জনসভায়। জনসভার কিছু লোক ও স্থানীয় মুসল্লিরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল নিয়ে সদর থানা ঘেরাও করে ধর্মীয় কটূক্তির বিচার দাবি করে। খবর পেয়ে সদর থানা-পুলিশ হামলায় আহত নরসুন্দর বাবা-ছেলেকে পুলিশি হেফাজতে নিয়ে আসে এবং রাতে মামলা নিয়ে তাঁদের গ্রেপ্তার দেখায়।
আজ (সোমবার) দুপুরে কারাগারে বাবা-ছেলেকে দেখতে গিয়ে ঘটনার মূল রহস্য ফাঁস করেন নরসুন্দর বিষ্ণ চন্দ্র শীলের স্ত্রী দীপ্তি রানী রায়। তিনি বলেন, ‘ওই তরুণ কাজ করে নিয়ে ১০ টাকা কম দিয়েছেন; যা পূরণ করতে আমার স্বামী ওই তরুণকে অনুরোধ করে পরে তা পরিশোধ করতে বলায় তিনি খেপে যান এবং পাশের নামাজ শেষ করে আসা মসজিদের মুসল্লিদের কাছে মিথ্যা ধর্মীয় কটূক্তির অভিযোগ দেন। এতেই মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে আমার স্বামী ও শ্বশুরকে বেধড়ক মারধর করে পুলিশে দেয়।’ সুষ্ঠু তদন্ত করে ন্যায়বিচার দাবি করেন তিনি। এমন দাবি করার একটি ভিডিও মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী মিয়া বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ধারায় বাবা-ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মব তৈরি হয়েছে কি না বা সে ধরনের কোনো অভিযোগ ছিল কি না—এমন প্রশ্নে কোনো মন্তব্য না করে তিনি ফোন কেটে দেন।
লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, ‘বিষ্ণু চন্দ্র শীল এর আগেও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে। মবও সৃষ্টি করা হয়েছিল। আমরা আপাতত মামলা নিয়ে তদন্ত করছি। মব সৃষ্টির তথ্য পেলে সেটারও ব্যবস্থা নেওয়া হবে। বিষ্ণু শীলের স্ত্রী যা বলছে তা সঠিক নয়, বাঁচানোর জন্য প্রপাগান্ডা ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
১ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
২ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
২ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৩ ঘণ্টা আগে