গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহানগরীর মালেকের বাড়ী এলাকায় টিঅ্যান্ডজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তাতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইলের দিকে এবং ঢাকার দিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে কর্মস্থল ও গন্তব্যে পৌঁছাতে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
আজ শনিবার সকাল ৯টার পর তাঁরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বেলা ১টা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আগে গত মঙ্গলবার তাঁরা একই দাবিতে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন।
গাজীপুর শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর মালেকের বাড়ী এলাকায় টিঅ্যান্ডজেড অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে রেখেছে। ওই গ্রুপের ছয়টি কারখানার সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন বকেয়া আছে। এ নিয়ে শ্রমিকেরা দীর্ঘদিন ধরেই বেতন পরিশোধের দাবি জানিয়ে আন্দোলন করে আসছিলেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এ কারণে আজ সকালে শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা মালেকের বাড়ি কলম্বিয়া মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

আন্দোলনরত শ্রমিকেরা বলেন, ‘গত এপ্রিল মাস থেকে কারখানা বন্ধ ছিল। পরে কারখানা খুললেও দুই মাসের বেতন না দিয়ে কর্তৃপক্ষ টালবাহানা শুরু করে। পুলিশ ও সেনাবাহিনীর মাধ্যমে বারবার বেতন পরিশোধের তারিখ দিয়েও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেনি।’
কারখানার শ্রমিক আবুল কালাম বলেন, ‘মালিকপক্ষ আমাদের পাওয়া বেতন না দিয়েই কারখানা বন্ধ রেখেছে। বেশ কিছুদিন ধরে আমরা বকেয়া পরিশোধের দাবিতে আন্দোলন করছি। আমাদের দাবি মেনে নিলে মহাসড়ক ছেড়ে দেব।’
স্থানীয়রা জানান, প্রায় এক মাস ধরে এই কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিভিন্ন সময়ে বিক্ষোভ করেছে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন-ভাতার বিষয়টি সুরাহা করছে না। ফলে কয়েক দিন পর পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা।
এ বিষয়ে টিঅ্যান্ডজেড অ্যাপারেলস লিমিটেড কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম বলেন, ‘টিঅ্যান্ডজেড কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছেন। আমরা মালিক ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করছি। মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত সুপার খলিলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, শিল্প পুলিশ, মহানগর পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, শ্রমিক আন্দোলনসহ নানা কারণে মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় ১০টি কারখানা বন্ধ রয়েছে।

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহানগরীর মালেকের বাড়ী এলাকায় টিঅ্যান্ডজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তাতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইলের দিকে এবং ঢাকার দিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে কর্মস্থল ও গন্তব্যে পৌঁছাতে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
আজ শনিবার সকাল ৯টার পর তাঁরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বেলা ১টা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আগে গত মঙ্গলবার তাঁরা একই দাবিতে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন।
গাজীপুর শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর মালেকের বাড়ী এলাকায় টিঅ্যান্ডজেড অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে রেখেছে। ওই গ্রুপের ছয়টি কারখানার সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন বকেয়া আছে। এ নিয়ে শ্রমিকেরা দীর্ঘদিন ধরেই বেতন পরিশোধের দাবি জানিয়ে আন্দোলন করে আসছিলেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এ কারণে আজ সকালে শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা মালেকের বাড়ি কলম্বিয়া মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

আন্দোলনরত শ্রমিকেরা বলেন, ‘গত এপ্রিল মাস থেকে কারখানা বন্ধ ছিল। পরে কারখানা খুললেও দুই মাসের বেতন না দিয়ে কর্তৃপক্ষ টালবাহানা শুরু করে। পুলিশ ও সেনাবাহিনীর মাধ্যমে বারবার বেতন পরিশোধের তারিখ দিয়েও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেনি।’
কারখানার শ্রমিক আবুল কালাম বলেন, ‘মালিকপক্ষ আমাদের পাওয়া বেতন না দিয়েই কারখানা বন্ধ রেখেছে। বেশ কিছুদিন ধরে আমরা বকেয়া পরিশোধের দাবিতে আন্দোলন করছি। আমাদের দাবি মেনে নিলে মহাসড়ক ছেড়ে দেব।’
স্থানীয়রা জানান, প্রায় এক মাস ধরে এই কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিভিন্ন সময়ে বিক্ষোভ করেছে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন-ভাতার বিষয়টি সুরাহা করছে না। ফলে কয়েক দিন পর পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা।
এ বিষয়ে টিঅ্যান্ডজেড অ্যাপারেলস লিমিটেড কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম বলেন, ‘টিঅ্যান্ডজেড কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছেন। আমরা মালিক ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করছি। মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত সুপার খলিলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, শিল্প পুলিশ, মহানগর পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, শ্রমিক আন্দোলনসহ নানা কারণে মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় ১০টি কারখানা বন্ধ রয়েছে।

রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননে বাধা দেওয়ায় আহমেদ জুবায়ের (২৩) নামের এক তরুণকে হত্যার ঘটনায় বিপ্লব হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৪ মিনিট আগে
এসআই সুমন চন্দ্র শেখ আরও বলেন, ওই যুবকের মাথাসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কে বা কারা তাঁকে কুপিয়ে হত্যা করেছে, তা তাৎক্ষণিক জানা যায়নি। বিষয়টি তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী লরির সংঘর্ষে দুই চালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে শুরুতে বিএনপির প্রভাবশালী নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে। কিন্তু মনোনয়নপত্র জমার কয়েক দিন আগে একই আসনে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়। আগের প্রার্থী বাতিলের বিষয় স্পষ্ট করা হয়নি কেন্দ্র থেকে।
২ ঘণ্টা আগে