
চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তিন দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন। গতকাল সোমবার (২৩ জুন) রাত থেকেই শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তাঁরা অবস্থান নিয়েছেন। আজ মঙ্গলবারও তাঁদের অবস্থান করতে দেখা গেছে।
এর আগে গতকাল তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আজ সকাল ১০টার মধ্যে প্রধান উপদেষ্টা বা তাঁর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করা না হলে তাঁরা যুমনা ঘেরাও করবেন।
এরই মধ্যে আজ সকালে শাহবাগ থানা-পুলিশ তাঁদের সঙ্গে মধ্যস্থতা করেন। পুলিশ তাদের জানায়, ৯ জনের একটি প্রতিনিধি দল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে আলোচনার ব্যবস্থা করে দেওয়া হবে। আন্দোলনরত বিডিআর সদস্যরা পুলিশের প্রস্তাবে রাজি হয়ে আপাতত তাদের মার্চ ফর যমুনা পদযাত্রা স্থগিত করে জাদুঘরের সামনেই অবস্থান নিয়েছেন।
আন্দোলনরত মনিরুজ্জামান আজকের পত্রিকাকে জানান, ‘দুপুর ১২ টায় আমাদের প্রতিনিধি দল নিয়ে স্বরাষ্ট্র দপ্তরে যাওয়ার আশ্বাস দেওয়া হলেও কয়েক ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। তাদের নেতৃবৃন্দের তরফ থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত তারা এখানেই অবস্থান করব।’
চাকরিচ্যুত বিডিআর সদস্যের ৯ প্রতিনিধি হলেন; সুবেদার ফখরুদ্দিন, নায়েব সুবেদার তৌহিদ, হাবিলদার মনিরুজ্জামান, দেলোয়ার, এস এ খান, ফয়জুল, রেজা মামুন, ইসহাক ও নাজমুল।
তাঁদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত; নিরপরাধ কারাবন্দীদের মুক্তি এবং চাকরিচ্যুত সদস্যদের ক্ষতিপূরণ ও চাকরিতে পুনর্বহাল।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে