নিজস্ব প্রতিবেদক

ঢাকা: চীন সরকারের দেওয়া সিনোফার্মার পাঁচ লাখ ডোজ টিকা দিয়ে শিগগিরই প্রথম ডোজের কার্যক্রম চালু করতে যাচ্ছে সরকার। করোনাযুদ্ধে লড়াই করা তিন ক্যাটাগরির মানুষ ছাড়াও এই টিকা দেওয়া হবে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকদের।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, করোনার সম্মুখযোদ্ধা মেডিকেল ও নার্সিং শিক্ষার্থী এবং করোনা পরীক্ষায় সরাসরি সম্পৃক্ত মেডিকেল টেকনোলজিস্টদের এই টিকা দেওয়া হবে। পাশাপাশি চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও দেশটির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও এই টিকা পাচ্ছেন। যা শিগগিরই প্রয়োগ শুরু হবে বলে জানা গেছে।
চীনের রাষ্ট্রদূত এরইমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর কাছে ৩০ হাজারের বেশি ডোজ টিকা চেয়েছেন বলে জানা গেছে। চীনা নাগরিকদের টিকা দেওয়া হবে রাজধানীর আনোয়ার খান মডার্ণ হাসপাতালে। শিগগিরই সেই পরিমাণ টিকা হাসপাতালটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হতে পারে বলে জানা গেছে।
গত ১২ মে চীনের উপহারের পাঁচ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়। বর্তমানে সেগুলো কেন্দ্রীয় ঔষধাগারে আছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর এবং মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা চীনের এই টিকা বাহিরের কাউকে দিচ্ছি না। চীনের কাছ থেকে বেশি পরিমাণ টিকা আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশা করছি চীন সরকার দ্রুত সাড়া দেবেন এবং আমরা টিকা পাব। যা দিয়ে স্থগিত প্রথম ডোজের টিকাদান কর্মসূচি পুনরায় চালু করা হবে।
জানা গেছে, বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে প্রায় ১৫ হাজার চীনা নাগরিক কজ করেন। তাদের একেক জনের জন্য দুই ডোজ মিলে ৩০ হাজার ডোজ টিকার প্রয়োজন। এর আগে বাংলাদেশ সরকার চীনাদের অক্সফোর্ডের টিকা দিতে চাইলেও তারা নিতে রাজি হয়নি। ফলে বেইজিং সরকার এই উপহারের টিকা দিয়ে তাদের নাগরিকদের টিকাকরণের অনুরোধ জানায়।

ঢাকা: চীন সরকারের দেওয়া সিনোফার্মার পাঁচ লাখ ডোজ টিকা দিয়ে শিগগিরই প্রথম ডোজের কার্যক্রম চালু করতে যাচ্ছে সরকার। করোনাযুদ্ধে লড়াই করা তিন ক্যাটাগরির মানুষ ছাড়াও এই টিকা দেওয়া হবে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকদের।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, করোনার সম্মুখযোদ্ধা মেডিকেল ও নার্সিং শিক্ষার্থী এবং করোনা পরীক্ষায় সরাসরি সম্পৃক্ত মেডিকেল টেকনোলজিস্টদের এই টিকা দেওয়া হবে। পাশাপাশি চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও দেশটির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও এই টিকা পাচ্ছেন। যা শিগগিরই প্রয়োগ শুরু হবে বলে জানা গেছে।
চীনের রাষ্ট্রদূত এরইমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর কাছে ৩০ হাজারের বেশি ডোজ টিকা চেয়েছেন বলে জানা গেছে। চীনা নাগরিকদের টিকা দেওয়া হবে রাজধানীর আনোয়ার খান মডার্ণ হাসপাতালে। শিগগিরই সেই পরিমাণ টিকা হাসপাতালটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হতে পারে বলে জানা গেছে।
গত ১২ মে চীনের উপহারের পাঁচ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়। বর্তমানে সেগুলো কেন্দ্রীয় ঔষধাগারে আছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর এবং মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা চীনের এই টিকা বাহিরের কাউকে দিচ্ছি না। চীনের কাছ থেকে বেশি পরিমাণ টিকা আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশা করছি চীন সরকার দ্রুত সাড়া দেবেন এবং আমরা টিকা পাব। যা দিয়ে স্থগিত প্রথম ডোজের টিকাদান কর্মসূচি পুনরায় চালু করা হবে।
জানা গেছে, বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে প্রায় ১৫ হাজার চীনা নাগরিক কজ করেন। তাদের একেক জনের জন্য দুই ডোজ মিলে ৩০ হাজার ডোজ টিকার প্রয়োজন। এর আগে বাংলাদেশ সরকার চীনাদের অক্সফোর্ডের টিকা দিতে চাইলেও তারা নিতে রাজি হয়নি। ফলে বেইজিং সরকার এই উপহারের টিকা দিয়ে তাদের নাগরিকদের টিকাকরণের অনুরোধ জানায়।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে নাঈমের প্রাইভেটকারটির। এতে মোটরসাইকেলের আরোহীরা নঈমকে প্রাইভেটকার থেকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি মারধর করে।
১ মিনিট আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননে বাধা দেওয়ায় আহমেদ জুবায়ের (২৩) নামের এক তরুণকে হত্যার ঘটনায় বিপ্লব হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৯ মিনিট আগে
এসআই সুমন চন্দ্র শেখ আরও বলেন, ওই যুবকের মাথাসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কে বা কারা তাঁকে কুপিয়ে হত্যা করেছে, তা তাৎক্ষণিক জানা যায়নি। বিষয়টি তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী লরির সংঘর্ষে দুই চালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে