সন্তোষ ঢালী

আমি আমার মগজ খুলে রেখেছি টেবিলে—
মগজ থেকে বোধগুলো প্রজাপতি হয়ে উড়ে যায় কোন্ দূরে,
সেখানে মেঘেরা সাদা হাঁস হয়ে উড়ে উড়ে রঙধনু আঁকে স্বপ্ন দিয়ে;
চশমার কাচ পরিষ্কার করে দেখতে পাই কিছু স্মৃতি পুকুরঘাটে কাঁদে
অমনি আমি সেই ছোট্ট কিশোর হয়ে যাই যার হাত থেকে পড়ে গেল পরিযায়ী স্বপ্ন
যে কাঁদতে কাঁদতে নিজেই হয়ে গেছিল করুণ বর্ষা—
আমি আমার বিবেককে ছুটি দিয়েছি কয়েক বিকেল—
ছোট্ট একটা ডিঙায় বেরিয়ে পড়তে বলেছি চান্দার বিল বেহুলার জলে
ডুবে যদি যায় তবে ডুবুক না মনসার শাপে সপ্তডিঙার আদলে
বিবেক, ঘাপটি মেরে থেকো না আর বেহুলার জলে;
মানুষেরা সকলেই আদর্শ খুলে রেখে নাইতে নামে চৌবাচ্চার জলে
সেখানে পূর্বপুরুষেরা হিতোপদেশের গল্প শোনায় বিচারকের ছলে
আমাদের মেধা, বোধ, আদর্শ শকুন হয়ে উড়ে যায় মৃত পশুর খোঁজে
দুর্গন্ধযুক্ত পচা গলিত মাংসের মিছিলে,
আমার মগজও পচে ওঠে চায়ের টেবিলে সকালে বৈকালে
চায়ের কাপে ছলকে ওঠে প্রাগৈতিহাসিক রক্ত বীভৎস চিৎকারে,
আমি আমার মগজ ফেলে দৌড়ে পালাই ইঁদুরের মতো প্রত্ন কোনো বিবরে;
কিছু ভয়, যা ঝুলে আছে ঝুলে থাকে চোখের সামনেই ত্রিকালজ্ঞ হয়ে,
পড়ে থাকে মগজহীন কঠিন করোটি জুয়োর মাঠে
পচা মগজ থেকে জন্ম নেয়া পঙ্গপাল উজাড় করে ফসলের খেত
পৃথিবী শস্যশূন্য হয়, বারুদ উৎপাদন বন্ধ হয় না—

আমি আমার মগজ খুলে রেখেছি টেবিলে—
মগজ থেকে বোধগুলো প্রজাপতি হয়ে উড়ে যায় কোন্ দূরে,
সেখানে মেঘেরা সাদা হাঁস হয়ে উড়ে উড়ে রঙধনু আঁকে স্বপ্ন দিয়ে;
চশমার কাচ পরিষ্কার করে দেখতে পাই কিছু স্মৃতি পুকুরঘাটে কাঁদে
অমনি আমি সেই ছোট্ট কিশোর হয়ে যাই যার হাত থেকে পড়ে গেল পরিযায়ী স্বপ্ন
যে কাঁদতে কাঁদতে নিজেই হয়ে গেছিল করুণ বর্ষা—
আমি আমার বিবেককে ছুটি দিয়েছি কয়েক বিকেল—
ছোট্ট একটা ডিঙায় বেরিয়ে পড়তে বলেছি চান্দার বিল বেহুলার জলে
ডুবে যদি যায় তবে ডুবুক না মনসার শাপে সপ্তডিঙার আদলে
বিবেক, ঘাপটি মেরে থেকো না আর বেহুলার জলে;
মানুষেরা সকলেই আদর্শ খুলে রেখে নাইতে নামে চৌবাচ্চার জলে
সেখানে পূর্বপুরুষেরা হিতোপদেশের গল্প শোনায় বিচারকের ছলে
আমাদের মেধা, বোধ, আদর্শ শকুন হয়ে উড়ে যায় মৃত পশুর খোঁজে
দুর্গন্ধযুক্ত পচা গলিত মাংসের মিছিলে,
আমার মগজও পচে ওঠে চায়ের টেবিলে সকালে বৈকালে
চায়ের কাপে ছলকে ওঠে প্রাগৈতিহাসিক রক্ত বীভৎস চিৎকারে,
আমি আমার মগজ ফেলে দৌড়ে পালাই ইঁদুরের মতো প্রত্ন কোনো বিবরে;
কিছু ভয়, যা ঝুলে আছে ঝুলে থাকে চোখের সামনেই ত্রিকালজ্ঞ হয়ে,
পড়ে থাকে মগজহীন কঠিন করোটি জুয়োর মাঠে
পচা মগজ থেকে জন্ম নেয়া পঙ্গপাল উজাড় করে ফসলের খেত
পৃথিবী শস্যশূন্য হয়, বারুদ উৎপাদন বন্ধ হয় না—

আলসেমি শরীরে এদিক-ওদিক চেয়ে আটকে গেল চোখ পশ্চিমান্তে। রক্তিম সূর্যের বিদায় ধীর গতিতে। খুব লাল হয়েছে, সারা দিনের জ্বলন্ত প্রহরে পেয়েছে এক অপূর্ব রূপ।
২৩ নভেম্বর ২০২৫
হুমায়ূন আহমেদ তখন ক্যানসার আক্রান্ত। যুক্তরাষ্ট্রে কেমোথেরাপি নিচ্ছেন। হঠাৎ চিকিৎসকের কাছ থেকে ছুটি নিয়ে চলে এলেন নুহাশপল্লীতে। নাটক বানাবেন। অভিনেতা ফারুক আহমেদকে ডাকলেন। নুহাশপল্লীতে নাটকের শুটিংয়ের ফাঁকে গল্প করছিলেন হুমায়ূন ও ফারুক। হুমায়ূন আহমেদ বললেন, ‘কী আশ্চর্য, তাই না ফারুক!’
১৩ নভেম্বর ২০২৫
প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’ চলচ্চিত্র মঞ্চস্থ করেছে স্কলাস্টিকার শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার স্কলাস্টিকা উত্তরা সিনিয়র শাখার নাটক, সংগীত ও নৃত্যকলা ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক নাট্যানুষ্ঠানে এটি মঞ্চস্থ করা হয়।
০৮ নভেম্বর ২০২৫
জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলায় উপস্থাপিত আরবি সাহিত্য নিয়ে সাম্প্রতিক এক গবেষণা ইতিহাসের বহুল প্রচলিত ধারণাকে প্রশ্নের মুখে ফেলেছে। এত দিন মনে করা হতো, আব্বাসীয় আমলের (৭৫০-১২৫৮ খ্রিষ্টাব্দ) পর আরবি সাহিত্য প্রায় ৮০০ বছর বছর স্থবির হয়ে ছিল।
২০ অক্টোবর ২০২৫