
দুই দশক আগে থেকেই পেশাদার লেখা ছাড়ার ইচ্ছা ছিল, কিন্তু সংসারের চাপে তা সম্ভব হয়নি। এখন আর সেই পিছুটান নেই। নিজের নতুন লেখা না ছাপানোর সিদ্ধান্ত নিয়ে এক পুস্তিকায় জানিয়েছিলেন, ‘তুমি পারোনি—এই সত্য মেনে নিতে হবে।’ জয় গোস্বামী বলেন, ‘আমি লিখব কি লিখব না, তাতে কারও কিছু যায়-আসে না। এটা আমাকে একধরনের...

একদা এক স্বৈরাচারীর এমন ছিল অত্যাচার,অর্থে কিনে করতে হত খাবার জলের ব্যবহার।কলসপ্রতি এক আনা দাম, ঝরত প্রজার চোখের জল,ব্যথার চোটে বলত সবাই, হয় যেন তার নরক ফল!মর্ম তখন বুঝল রাজা, পড়ল যখন অসুখে,মুখে বলে, যমযাতনা সইতে হবে এই বুকে।ছেলেকে বসায় সিংহাসনে, মরার সময় কয় ডেকে,স্বর্গ যেন তোর গুণে পাই, আমার যত পাপ

এক মগ কফি, কি! শুধুই কফি- নাকি? স্বাদ, ঘ্রাণ ও দৃষ্টি ইন্দ্রিয়ের মিশেল, আসলেই কৌতুহলজাগানিয়া অম্ল মিশ্রিত তিতকুটে পানীয়। চুমুকেই মুখের জ্যামিতির পরিবর্তন, সুঘ্রাণেই অর্ধভোজন, দর্শনেও নিগূঢ় তৃপ্তি এইতো কফি!

সেদিন ছিল অমাবস্যা, দেখা করার দিন, আমাদের গ্রাম ছিল পাশাপাশি,তবু অপেক্ষা অন্তহীন।