
চুয়াডাঙ্গার জীবননগরে মরিয়ম বেগম (১১) নামের এক শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোয়ালপাড়া মাঠে এই হত্যার ঘটনা ঘটে। মরিয়ম গোয়ালপাড়া দক্ষিণ নতুন মসজিদপাড়ার বাসিন্দা ইকবাল মণ্ডলের মেয়ে।
মরিয়মের মা জোবেদা বেগম বলেন, ‘আমি বাড়ি ছিলাম। ১১টার দিকে ছোট বোন আর পাশের বাড়ির তিনজনের সঙ্গে ময়িরম মাঠে শাক তুলতে গিয়েছিল। দুপুরে ওরা এসে বলে ময়িরমকে পাচ্ছে না। একজন ময়িরমকে ভুট্টার মধ্যে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমরা মাঠে চলে আসি। মাঠে খুঁজতে খুঁজতে এসে দেখি ভুট্টার মধ্যে ময়িরমের লাশ পড়ে রয়েছে। গলা কাটা, গায়ে শুধু গেঞ্জি।’
মরিয়মের দাদি জাহানারা বেগম বলেন, ‘মেয়ে দুটি মসজিদে ছিল। মসজিদ থেকে এসে মাকে বলল ভাত দিতে। ভাত খেয়ে শাক তুলতে যাবে। একটু পর পাশের বাড়ির শফিকুলের মেয়ে এসে ময়িরমকে বলছিল তাড়াতাড়ি খেয়ে শাক তুলতে যাবে। আমি আবার বলছি, মদু কার সঙ্গে যাবি। বলল তারা কয়জনই যাবে। বলে তারা চলে যায়। দুপুরের দিকে তিনজন কানতে কানতে এসে বলছে ময়িরমকে পাচ্ছে না। একজন ময়িরমকে ভুট্টার মধ্যে নিয়ে গেছে। তার মুখে তিল ছিল। আমরা তখন ভাত রান্না ফেলে ভুট্টার মধ্যে গিয়ে দেখি ময়িরম চিৎ হয়ে পড়ে রয়েছে। গায়ে খালি গেঞ্জি ছিল।’
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সীমান্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ছিলেন। তবে তাঁরা এ ঘটনায় কোনো বক্তব্য দেননি। ঘটনাস্থলে চুয়াডাঙ্গার পুলিশ সুপার আসবে বলে জানা গেছে।

চুয়াডাঙ্গার জীবননগরে মরিয়ম বেগম (১১) নামের এক শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোয়ালপাড়া মাঠে এই হত্যার ঘটনা ঘটে। মরিয়ম গোয়ালপাড়া দক্ষিণ নতুন মসজিদপাড়ার বাসিন্দা ইকবাল মণ্ডলের মেয়ে।
মরিয়মের মা জোবেদা বেগম বলেন, ‘আমি বাড়ি ছিলাম। ১১টার দিকে ছোট বোন আর পাশের বাড়ির তিনজনের সঙ্গে ময়িরম মাঠে শাক তুলতে গিয়েছিল। দুপুরে ওরা এসে বলে ময়িরমকে পাচ্ছে না। একজন ময়িরমকে ভুট্টার মধ্যে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমরা মাঠে চলে আসি। মাঠে খুঁজতে খুঁজতে এসে দেখি ভুট্টার মধ্যে ময়িরমের লাশ পড়ে রয়েছে। গলা কাটা, গায়ে শুধু গেঞ্জি।’
মরিয়মের দাদি জাহানারা বেগম বলেন, ‘মেয়ে দুটি মসজিদে ছিল। মসজিদ থেকে এসে মাকে বলল ভাত দিতে। ভাত খেয়ে শাক তুলতে যাবে। একটু পর পাশের বাড়ির শফিকুলের মেয়ে এসে ময়িরমকে বলছিল তাড়াতাড়ি খেয়ে শাক তুলতে যাবে। আমি আবার বলছি, মদু কার সঙ্গে যাবি। বলল তারা কয়জনই যাবে। বলে তারা চলে যায়। দুপুরের দিকে তিনজন কানতে কানতে এসে বলছে ময়িরমকে পাচ্ছে না। একজন ময়িরমকে ভুট্টার মধ্যে নিয়ে গেছে। তার মুখে তিল ছিল। আমরা তখন ভাত রান্না ফেলে ভুট্টার মধ্যে গিয়ে দেখি ময়িরম চিৎ হয়ে পড়ে রয়েছে। গায়ে খালি গেঞ্জি ছিল।’
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সীমান্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ছিলেন। তবে তাঁরা এ ঘটনায় কোনো বক্তব্য দেননি। ঘটনাস্থলে চুয়াডাঙ্গার পুলিশ সুপার আসবে বলে জানা গেছে।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১১ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে