নরসিংদীর রায়পুরায় একটি স্থানীয় বাজারের নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে পুলিশ বা স্থানীয়রা কিছু জানাতে পারেনি। তবে বাজারে চুরির পথ সুগম করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের।
আজ সোমবার সকালে উপজেলার নিলক্ষা ইউনিয়নের আতশআলী বাজার থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে এ হত্যাকাণ্ড ঘটে।
এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধূরী।
নিহতের নাম—আব্দুল করিম (৪৫)। তিনি নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে। আব্দুল করিম আতশআলী বাজারের নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী জানান, প্রতি রাতের মতো বাজারে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতে যান আব্দুল করিমসহ দুজন। তাঁরা বাজারের দুই দিকে অবস্থান নিয়ে বাঁশি ফুঁ দিয়ে দায়িত্ব পালন করছিলেন। একপর্যায়ে দীর্ঘ সময় ধরে প্রহরী করিমের বাঁশির শব্দ না পেয়ে অপর প্রহরীসহ স্থানীয়রা তাঁর খোঁজ করতে এগিয়ে যায়। এ সময় আব্দুল করিমের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।
পুলিশ কর্মকর্তা অনির্বাণ চৌধুরী আরও জানান, রাত ১টা থেকে তিনটার মধ্যে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে এ সময় বাজারের কোনো দোকানে চুরির ঘটনা ঘটেনি। বাজারের লোকজনের মাধ্যমে সকাল সাড়ে ৫টার দিকে পুলিশ খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সকাল ৮টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।
এর আগেও একাধিকবার বাজারটিতে চোরচক্র হানা দিতে চাইলে নিরাপত্তা প্রহরীদের ধাওয়ায় পালিয়ে যায়। চুরির পথ সুগম করতেই এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৩ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
৫ মিনিট আগে
পাবনার সাঁথিয়ায় দিনদুপুরে স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতাকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে তাঁকে গুলি করে পালিয়ে যায়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বনগ্রাম বাজারে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘ডাকসু নির্বাচনের সময় মিছিল করার মতো ৫০ জনও পাইনি, কিন্তু ভোটের দিন ১১ হাজার শিক্ষার্থী পেয়েছিলাম। ঠিক সেভাবেই দশমিনা-গলাচিপার মানুষ ট্রাক মার্কাকে বিজয়ী করে নতুন ইতিহাস গড়বেন।’ আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে গলাচিপা উপজেলার....
২২ মিনিট আগে