সোমবার, ২৯ মে ২০২৩

সেকশন

 

ফজলুল হকের জন্মদিনে কলকাতায় উৎসব

আপডেট : ২৬ মে ২০২৩, ০৯:৩১

উৎসবের প্রথম দিনে থাকছে ঋত্বিক ও জয়া আহসান অভিনীত ‘বিনিসুতোয়’ চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ফজলুল হকের জন্মদিন আজ। এ উপলক্ষে কলকাতায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ-ভারত বাংলা চলচ্চিত্র উৎসব। কলকাতার সল্ট লেকের ইস্টার্ন জোন কালচারাল সেন্টারে ঐকতান মিলনায়তনে ভারত সরকারের সহায়তায় অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। আয়োজন করেছে ফজলুল হক স্মৃতি সংসদ ও বিধাননগর ফিল্ম সোসাইটি। উৎসব চলবে ২৮ মে পর্যন্ত। উৎসবে প্রতিদিন বিকেল ৪টা থেকে চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উৎসবের প্রথম দিনে দেখানো হবে শীলা দত্ত পরিচালিত ‘কবিগান’ ও অতনু ঘোষ পরিচালিত ‘বিনিসুতোয়’ এবং চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘মেঘের পরে মেঘ’। ২৭ মে প্রদর্শিত হবে সুবীর মণ্ডল পরিচালিত ‘গ্যালিলিও’, প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত ‘বাকিটা ব্যক্তিগত’ এবং মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘লাল সবুজের সুর’। উৎসবের শেষ দিন ২৮ মে দেখানো হবে ঋতম ব্যানার্জি পরিচালিত ‘ব্যান্ড’, অনুমিতা দাশগুপ্ত পরিচালিত ‘বহমান’ এবং গৌতম ঘোষ পরিচালিত ‘মনের মানুষ’।

উল্লেখ্য, ফজলুল হক ছিলেন ‘সিনেমা’ পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক। ফজলুল হকের জন্ম ১৯৩০ সালের ২৬ মে। পঞ্চাশের দশকে বগুড়ার শহর থেকে ‘সিনেমা’ নামে চলচ্চিত্রবিষয়ক পত্রিকা প্রকাশ করেছিলেন তিনি। সে সময়ের জনপ্রিয় পত্রিকা ছিল ‘সিনেমা’। ফজলুল হকের সহধর্মিণী কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। জ্যেষ্ঠপুত্র ফরিদুর রেজা সাগর শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, ছোট ছেলে ফরহাদুর রেজা প্রবাল বাংলাদেশ টেলিভিশনের একসময়ের জনপ্রিয় উপস্থাপক এবং বড় মেয়ে কেকা ফেরদৌসী বিশিষ্ট রন্ধনবিদ। ফজলুল হকের মৃত্যু হয় ১৯৯০ সালের ২৬ অক্টোবর কলকাতায়।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    গাজীপুরে কি তবে হলো নতুন যাত্রার শুরু

    ভয়কে জয় করে ফিল্ডিংয়ে বাংলাদেশের উন্নতি

    ফুটবলে নতুন একটা জোয়ার আসুক

    নৈতিক অধঃপতনে সংস্কৃতির বিপর্যয়

    দ্বিজেন শর্মা প্রকৃতির পরম্পরা

    জীবন অগাধ

    আলাউদ্দিন খাঁর রাগ

    বাফুফেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন সাফজয়ী ছোটন

    লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা: ৮ জনের ফাঁসির রায়

    অনুষ্ঠানের দিন বাতিল নচিকেতার কনসার্ট, দর্শকদের বিক্ষোভ

    পাকিস্তানের প্রস্তাবে কিছুতেই রাজি নয় ভারত