ধানমন্ডিতে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা দুই মামলায় দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ২০ নেতাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
জামিন প্রাপ্ত অন্যদের মধ্যে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবুস সালাম, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু উল্লেখযোগ্য।
আজ বৃহস্পতিবার তাঁরা হাজির হয়ে আবেদন করলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ তাঁদের ছয় সপ্তাহের জামিন দেন। আবেদনের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
কাজল বলেন, ২০ জনকে জামিন দেওয়া হয়েছে। তবে ছয় সপ্তাহ পর তাঁদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।
২৩ মে সায়েন্স ল্যাব এলাকায় বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে