ময়মনসিংহের গফরগাঁওয়ে রেল লাইনের পাশ দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় শুক্কুর আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে সালটিয়া ইউনিয়নের ধামাইল ঢালীবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শুক্কুর আলীর বাড়ি ধামাইল গ্রামে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শুক্কুর আলী ধামাইল ঢালীবাড়ী এলাকায় রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় শুক্কুর আলী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রেন চলে যাওয়ার পর স্থানীয়রা তাঁর মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নাজমুল হক ঢালী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শুক্কুরবার আলী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
গফরগাঁও রেলওয়ে স্টেশন জিআরপি ফাঁড়ির উপপরিদর্শক হারুন অর রশিদ বলেন, ‘ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর খবর শুনেছি। স্বজনেরা ঘটনাস্থল থেকে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তাঁর মরদেহ শনাক্ত করে নিয়ে গেছে।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে