মঙ্গলবার, ৩০ মে ২০২৩

সেকশন

 

শেরপুরে নিখোঁজ আওয়ামী লীগ নেতার মরদেহ মিলল নদীতে

আপডেট : ২৪ মে ২০২৩, ১৯:১৬

বগুড়ার শেরপুরে ফুলজোর নদী থেকে মহরম আলী নামে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত বগুড়ার শেরপুরে বাঙ্গালী নদী থেকে ইউনিয়ন আওয়ামী লীগের এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুই দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ বুধবার বেলা ১১টায় উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের চান্দাইকোনা বগুড়া বাজার ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবলীগ নেতার নাম মহরম আলী (৪৫)। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। মহরম আলী সীমাবাড়ী ইউনিয়নে টাকা ধুকুরিয়া গ্রামের মৃত তাহেজ আলী খানের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানের ছোট ভাই। 

স্থানীয়রা বলছেন, নিহত মহরম আলীর নামে মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গত সোমবার রাত দেড়টার দিকে পুলিশের একটি দল ওই এলাকায় মিসিং ডায়েরি অনুযায়ী এক ভুক্তভোগীকে উদ্ধারের জন্য যায়। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হতে পারে ভয়ে মহরম পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যান এবং ব্রিজ থেকে নদীতে লাফিয়ে পড়েন। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করা হলে আজ বুধবার সকালে নদীতে তাঁর মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ বেলা ১১টায় মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। 

তবে মহরম আলীকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে দাবি করেছেন তাঁর বোন শিউলী জাহান। তিনি বলেন, ‘সে দিন রাতে মহরমের সাথে তাঁর দুই বন্ধু ছিল। তাদের তথ্যমতে, মহরম পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়েছে। কিন্তু তাঁর লাশ দেখে পানিতে ডুবে মরার মতো মনে হচ্ছে না। সম্ভবত তাঁকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আমরা পোস্টমর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করছি।’ 

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা আজকের পত্রিকাকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ‘ডা. জাফরুল্লাহ দেশ ও সমাজ গঠনে জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে গেছেন’

    রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা: শিক্ষার্থীদের থেকে তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ 

    মালবাহী ট্রলির চাপায় মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী নিহত

    পলাশবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 

    নিরাপদ খাবারসহ ৩টি দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিল ইবি শিক্ষার্থীরা

    মৎস্য বিভাগের অভিযানের খবরে বাজার থেকে উধাও ৫০ কেজির বাঘাইড় 

    মধ্যরাতে ফাঁস হওয়া রা‌জের ভিডিওতে সুনেরাহ, তিশা

    জাদেজার জাদুতে রোমাঞ্চ জিতে চেন্নাইয়ের পাঁচ

    সিলেটে কিশোরী মাকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

    সংসদে বাজেট অধিবেশন উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা

    মূলধন ঘাটতিতে আট ব্যাংক

    ‘ডা. জাফরুল্লাহ দেশ ও সমাজ গঠনে জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে গেছেন’