মঙ্গলবার, ৩০ মে ২০২৩

সেকশন

 

খুলনা নগরীর জলাবদ্ধতা নিরসন হয়নি ৫ বছরেও

আপডেট : ২১ মে ২০২৩, ২০:৩৭

বৃষ্টিতে এভাবেই তলিয়ে যায় নগরীর বিভিন্ন সড়ক। ছবিটি নগরীর রয়েল মোড় এলাকায়। ফাইল ছবি খুলনা মহানগরীতে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এ সমস্যা সমাধানে একাধিক প্রকল্প নেওয়া হলেও কাজ সম্পূর্ণ হয়নি। এমন অবস্থায় গত ৫ বছরেও জলাবদ্ধতার সমস্যা সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী। 

নগরবাসী বলেন, ২০১৮ সালের নির্বাচনে নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের প্রতিশ্রুতি ছিল জলাবদ্ধতা নিরসন। পাঁচ বছরে ওই সমস্যার নিরসন হয়নি। এতে নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়। 

জানা গেছে, জলাবদ্ধতা নিরসনে ২০১৯ সালে ৮২৩ কোটি টাকা ব্যয়ে প্রকল্প নেওয়া হয়। প্রকল্পের মেয়াদ ছিল ২০২৩ সাল পর্যন্ত পর্যন্ত। প্রকল্পের আওতায় ময়ূর নদীসহ ৯টি খাল খনন করা হবে। 

প্রকল্পের মধ্যে ময়ূর নদী ও খুদে খাল খনন, ক্ষেত্রখালী খাল, ছড়িছড়া খাল, হরিণটানা খাল, নারকেলবাড়িয়া খাল, তালতলা খাল, তালতলা সংযোগ খাল ও লবণচরা ২ নম্বর স্লুইচ গেট খাল খনন ও পাড় বাঁধাই, ৬২ দশমিক ৯৪ কিলোমিটার প্রাইমারি নালা, ১২৯ দশমিক ৪২ কিলোমিটার সেকেন্ডারি নালা, আটটি স্লুইচ গেট নির্মাণ, আউটলেট খনন ও পাড় বাঁধাই করা হবে। 

নতুন নর্দমা তৈরি করে শহরের মধ্যে নদী কিংবা খালের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ৪ দশমিক ৪৮ একর জমি অধিগ্রহণ, যানবাহন ও যন্ত্রপাতি কেনা, ময়ূর নদীর ওপর তিনটি ব্রিজ নির্মাণ রয়েছে। তালুকদার আব্দুল খালেকের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি প্রকল্প। নগরবাসী মুক্তি পায়নি জলাবদ্ধতা থেকে। 

এ নিয়ে ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মধ্যে। নগরের বাসিন্দা মো. আলাউদ্দিন হক বলেন, গত ৫ বছরে জলাবদ্ধতা নিরসন হয়নি। বরং বেড়েছে। নালা রাস্তাসহ বিভিন্ন নির্মাণকাজের কারণে পানি নিষ্কাশন কম হয়। ফলে আগের চেয়ে আরও বেশি পানি জমে। 

অপরদিকে খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব মো. বাবুল হাওলার বলেন, জলাবদ্ধতা নিরসনে তালুকদার আব্দুল খালেক ব্যর্থ হয়েছেন। প্রথমে অপরিকল্পিতভাবে কাজ শুরু হয়। এরপর এত ধীর গতিতে কাজ হয়েছে যে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি। নগরবাসীর যে ভোগান্তি তা থেকে গেছে। অপরদিকে কাজের মেয়াদ আগামী ২০২৪ সাল পর্যন্ত বেড়েছে। 

মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, করোনার কারণে দুই বছর কাজ বন্ধ ছিল। তাই নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। কাজ চলমান রয়েছে, দ্রুত কাজ শেষ হবে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ‘ডা. জাফরুল্লাহ দেশ ও সমাজ গঠনে জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে গেছেন’

    মালবাহী ট্রলির চাপায় মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী নিহত

    পলাশবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 

    নিরাপদ খাবারসহ ৩টি দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিল ইবি শিক্ষার্থীরা

    মৎস্য বিভাগের অভিযানের খবরে বাজার থেকে উধাও ৫০ কেজির বাঘাইড় 

    ৪ জুন থেকে চিলাহাটি-ঢাকা রুটে চলাচল করবে ‘নীলফামারী এক্সপ্রেস’

    মধ্যরাতে ফাঁস হওয়া রা‌জের ভিডিওতে সুনেরাহ, তিশা

    জাদেজার জাদুতে রোমাঞ্চ জিতে চেন্নাইয়ের পাঁচ

    সিলেটে কিশোরী মাকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

    সংসদে বাজেট অধিবেশন উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা

    মূলধন ঘাটতিতে আট ব্যাংক

    ‘ডা. জাফরুল্লাহ দেশ ও সমাজ গঠনে জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে গেছেন’