Ajker Patrika

হোয়াইট হাউসের নামে ভুয়া বিতর্ক: রাকিব ও তার পরিবার প্রতারণার শিকার

রংপুর প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ২১: ৫২
হোয়াইট হাউসের নামে ভুয়া বিতর্ক: রাকিব ও তার পরিবার প্রতারণার শিকার

৭৩টি দেশের ৫৩৪ জন বিতার্কিককে পেছনে ফেলে ১৪৪টি বিতর্ক প্রতিযোগিতা জিতে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে রংপুরের শাহ মুহাম্মদ রাকিব হাসান (১৭)। এর মধ্য দিয়ে রাকিব অতীতের সব রেকর্ড ভেঙেছে। দেশের বেশ কয়েকটি গণমাধ্যমের অনলাইন ও প্রিন্ট সংস্করণে এমন খবর প্রকাশ হয়। সমাজসেবা অধিদপ্তর থেকে রাকিবকে সংবর্ধনাও দেওয়া হয়। সেখানে রংপুর জেলা প্রশাসকও উপস্থিত ছিলেন। 

কিন্তু পরে জানা যায় খবরটি ভুয়া। হোয়াইট হাউস এমন কোনো বিতর্কের আয়োজনই করেনি। 

খবরটি ভুয়া প্রমাণিত হওয়ার পর রাকিবকে প্রতারণার জন্য দায়ী করে কোনো কোনো গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। আজকের পত্রিকার কাছে এ নিয়ে তার পরিবার উষ্মা প্রকাশ করে। রাকিবের পরিবারের দাবি, একটি চক্রের মাধ্যমে তাঁরা প্রতারণার শিকার হয়েছেন। এ জন্য তাঁরা উল্টো গণমাধ্যমকে দোষারোপ করেছেন। তাঁরা বলেন, এ-সংক্রান্ত খবর প্রকাশ করতে গিয়ে কোনো গণমাধ্যমই রাকিব বা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি। 

রাকিবের ওই কথিত অর্জনের বিষয়ে গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের উদ্যোগে ‘ফাইন্ডিং ওয়ার্ল্ড ফিউচার লিডার্স ২০২৩’ আয়োজনে একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের রংপুরের স্কুলছাত্র শাহ মুহাম্মদ রাকিব হাসান সেরা বিতার্কিক হয়েছে। এতে বলা হয়, গত ২৭ ফেব্রুয়ারি শুরু হয়ে প্রতিযোগিতাটি শেষ হয় ১৪ মার্চ। অনলাইনে হওয়া সেই বিতর্কে অংশ নেয় বিভিন্ন দেশের ৫৩৪ জন বিতার্কিক। 

গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, ‘ভবিষ্যতের নেতা খুঁজতে’ প্রতিবছর দুটি ক্যাটাগরিতে সংসদীয় বিতর্কের আয়োজন করে যুক্তরাষ্ট্র সরকার। একটি ব্রিটিশ সংসদীয় বিতর্ক, অন্যটি এশিয়ান সংসদীয় বিতর্ক। এবারের আয়োজনে চ্যাম্পিয়ন দেশ রাশিয়া। এরপরের অবস্থানে রয়েছে যথাক্রমে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। 

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়, হোয়াইট হাউসের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশি স্কুলছাত্র রাকিব ৫৩৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা বিতার্কিক হয়েছে। রাকিব ১৪৪টি বিতর্কে অংশ নিয়ে সবকটি জিতেছে। এর মধ্য দিয়ে হোয়াইট হাউসের রেকর্ড বুকে নাম উঠেছে রাকিবের। রাকিবের আগে লুইস অ্যান্ডারসন নামের একজন টানা ১৩৯টি বিতর্কে জিতে রেকর্ড গড়েছিলেন। 

এদিকে গণমাধ্যমে এই খবর প্রকাশিত হলে বাংলাদেশি ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমর স্ক্যানার অনুসন্ধানে জানতে পারে, হোয়াইট হাউস সম্প্রতি এমন কোনো প্রতিযোগিতার আয়োজন করেনি। এ বিষয়ে হোয়াইট হাউস বা প্রেসিডেন্ট জো বাইডেনের কোনো সংশ্লিষ্টতারও প্রমাণ মেলেনি। হোয়াইট হাউসের ডোমেইনের সঙ্গে মিল রেখে ভুয়া ওয়েবসাইট তৈরি করে ভুয়া প্রতিযোগিতার খবর ছড়ানো হয়। বাংলাদেশে মার্কিন দূতাবাস থেকেও এ তথ্য নিশ্চিত করা হয়। 

রিউমর স্ক্যানার অনুসন্ধানে আরও জানতে পারে, রাকিব তার ফেসবুক পোস্টে প্রতিযোগিতার ‘লিগ্যাল ডকুমেন্টস’ দাবি করে কিছু ছবি প্রকাশ করেছিল। এতে যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তার জাল স্বাক্ষরের প্রমাণ মিলেছে। তা ছাড়া রাকিব দুটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জড়িয়ে ভুয়া খবরের স্ক্রিনশট তার ফেসবুক আইডিতে পোস্ট করেছে। 

এমনকি কথিত এই আয়োজনের পুরস্কার বিতরণের প্রস্তুতি সভার একটি ছবিও হোয়াইট হাউসের নামে খোলা ভুয়া সাইটটিতে রয়েছে। রিউমর স্ক্যানার দেখেছে, এটি মূলত ২০১৮ সালের বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতার ছবি। 

এ বিষয়ে জানতে চাইলে রাকিব আজকের পত্রিকাকে জানায়, সে নিয়মিত বিভিন্ন বিতর্কে অংশ নেয়। বিভিন্ন সময় দেশে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে সে অনেক পুরস্কার জিতেছে। এরই পরিপ্রেক্ষিতে ফেসবুকের একটি পেজে ‘২৫ ফেব্রুয়ারি ব্রিটিশ কাউন্সিলের বিতর্ক প্রতিযোগিতা হবে’, এমন পোস্ট সামনে এলে সেখানে সে নাম, মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা দিয়ে নিবন্ধন করে। এরপর ২৬ ফেব্রুয়ারি তাকে একটি ই-মেইলের মাধ্যমে জানানো হয় যে, ২৭ ফেব্রুয়ারি থেকে অনলাইনে বিতর্কটি অনুষ্ঠিত হবে। 

 ২৭ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ রাকিব অনলাইনে বিতর্কটিতে অংশ নেয়। ২০ মার্চ একই ই-মেইল ঠিকানা থেকে জানানো হয়, রাকিব সেরা বিতার্কিক হয়েছে। সেরা বিতার্কিক হিসেবে স্বীকৃতির প্রমাণ হিসেবে একটি ওয়েবসাইট লিংকও তাকে দেওয়া হয়। তাকে জানানো হয়, ২৮ মার্চ স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় ওয়াশিংটনের হোয়াইট হাউস সাউথ কোর্ট অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, বিশেষ অতিথি থাকবেন জেফ জায়েন্টস। 

পরিবার বলছে, পাসপোর্ট না থাকায় রাকিব ওই অনুষ্ঠানে অংশ নিতে পারেনি। 

এরপর বিষয়টি পারিবারিকভাবে যাচাই করার জন্য রাকিব তার দাদা (বাবার চাচা) ভোরের কাগজ পত্রিকার দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বকুলকে জানায়। 

রাকিবের পরিবারের দাবি, শুরু থেকে গণমাধ্যমে রাকিবের বিশ্বসেরা বিতার্কিক হওয়ার যে খবর প্রকাশিত হয়েছে, সেগুলোর একটিতেও রাকিব বা তার পরিবারের কারও বক্তব্য নেই। ফলে কোনো গণমাধ্যমকে তাঁরা এ সংক্রান্ত খবর সরবরাহ করেছেন—এমন দোষ দেওয়া যায় না। গণমাধ্যমগুলো নিজেরা অতি উৎসাহী হয়ে খবরটি প্রকাশ করে। যাচাই-বাছাই ছাড়া, রাকিব ও তার পরিবারের সঙ্গে যোগযোগ না করে খবরটি প্রকাশ করে গণমাধ্যমগুলো দায়িত্বশীল কাজ করেনি। 

এ বিষয়ে রাকিবের বাবা শাহ মুহাম্মদ আবু সায়েম আজকের পত্রিকাকে বলেন, ‘ডিবেট নিয়ে আমরা একবার প্রতারিত হয়েছি। আমরা নিউজ করার বিষয়ে কোনো মিডিয়াকে বলিনি। কোনো মিডিয়া আমাদের সঙ্গে যোগাযোগ না করেই নিউজ ছাপিয়ে দিয়েছে। এখন দেখছি গণমাধ্যমই আমাদের প্রতারণার দোষ দিচ্ছে। আর যে রিউমর স্ক্যানার রাকিবকে প্রতারক বলছে, তারও কোনো ভিত্তি নেই। রিউমর স্ক্যানারও রাকিব বা আমাদের কারও সঙ্গে যোগাযোগ করেনি।’ 

রাকিবের মা রোকেয়া বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে প্রতারণার শিকার হয়েছে। আমার ছেলেকে আর কোনো এক্সট্রা কারিকুলারের সঙ্গে যুক্ত রাখব না। যেখানে আমি ভুক্তভোগী, আমাদের কোনো কথাবার্তা না শুনে নিউজ করা হলো। নিউজ করার আগে আমাদের সঙ্গে মিডিয়াগুলো যোগাযোগ করলে আজ আমার ছেলেকে কেউ প্রতারক বলতে পারত না।’ 

রোকেয়া বেগম আরও বলেন, ‘আমার ছেলে একজন প্রতিবন্ধী। যেখানে ওর নিজের কাজ নিজেই ঠিকঠাক করতে পারে না, সেখানে সে এত বড় প্রতারণা কীভাবে করবে? বিভিন্ন টেলিভিশন, পত্রিকা অনলাইন এখন আমার ছেলেকে প্রতারক বলছে। নানা ভাষায় গালমন্দ করছে। সংবাদমাধ্যমে এসব প্রকাশ না হলে আজ এই প্রতারণার কথা শুনতে হতো না। এসব কিছুর জন্য দায়ী মিডিয়াগুলোই। বর্তমানে আমরা কী পরিস্থিতির মধ্যে আছি, আপনাদের বোঝানো যাবে না।’ 

কথিত ফেসবুক পেজ থেকে আমন্ত্রণ, বিতর্কে অংশ নেওয়া এবং সেরা বিতার্কিক নির্বাচিত হওয়ার খবর রাকিব তার ফেসবুক আইডিতে বেশ উচ্ছ্বাসের সঙ্গে শেয়ার করেছে। প্রতিযোগিতায় প্রথম হওয়ার স্বীকৃতির সনদও এই ফেসবুক পেজ থেকে তাকে সরবরাহ করা হয়েছে বলে দাবি করেছে রাকিব। সেগুলোও সে ফেসবুকে শেয়ার করেছে। 

এসব বিষয়ে জানতে চাইলে শাহ মুহাম্মদ রাকিব আজকের পত্রিকাকে বলে, ‘আমি প্রতারণার শিকার হয়েছি। এখন আমাকে নিয়ে মানুষ বাজে মন্তব্য করছে। বাংলাদেশসহ আমেরিকার নিউজগুলো সব একই রকম। সব মিডিয়াই কপি-পেস্ট সাংবাদিকতা করেছে। একটা ঘটনা বিস্তারিত না জেনে কীভাবে দেশের গণমাধ্যম এমন কাজ করল বুঝতে পারছি না।’ 

এদিকে সেরা বিতার্কিক হওয়ার খবর পেয়ে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী শাহ মুহাম্মদ রাকিব হাসানকে ২ এপ্রিল সম্মাননা দেয় সমাজসেবা অধিদপ্তর। রংপুর গ্রাস রুট কো-অপারেশনের সহযোগিতায় সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে রংপুর জেলা প্রশাসনের সৌজন্যে রাকিবের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। 

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর কবির, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী প্রমুখ। 

এ বিষয়ে জানতে চাইলে রংপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. চিত্রলেখা নাজনীন এ বিষয়ে বলেন, ‘আমি তো ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলাম মাত্র। অনুষ্ঠানের আয়োজন করেছে সমাজসেবা অধিদপ্তর। তা ছাড়া প্রতিযোগিতার খবরটি যে ভুয়া, তা আমরা জানতাম না।’ 

উল্লেখ্য, শুরুতেই খবরটি আজকের পত্রিকার হাতে আসে। এর পরিপ্রেক্ষিতে আজকের পত্রিকার পক্ষ থেকে রাকিব ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। এ-সংক্রান্ত অন্যান্য তথ্যাদি যাচাই করে এবং রাকিবের সঙ্গে কথা বলে খবরটির সত্যতা না পাওয়ায় আজকের পত্রিকা এ-সংক্রান্ত খবর প্রকাশ থেকে বিরত থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তর্কে জড়ানো চিকিৎসককে বরখাস্তের নির্দেশ ডিজির

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, মেডিকেল বোর্ডের সবুজসংকেতের অপেক্ষা

সবকিছু প্রস্তুত হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু

মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’: সৌদি আলেমদের আমন্ত্রণ, ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি

আজকের রাশিফল: ভার্চুয়াল হাতাহাতি থেকে দূরে থাকুন, সিদ্ধান্ত ভাগ্যের ওপর ছেড়ে দিন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কালো মবিল মেখে একাকার চলন্ত ট্রেন, ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলাচল বন্ধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
কালো মবিলে ভরে গেছে ট্রেন। ছবি: আজকের পত্রিকা
কালো মবিলে ভরে গেছে ট্রেন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে কমিউটার বলাকা ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাতখামাইর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় কালো মবিল ছড়িয়ে যায় ট্রেনের বিভিন্ন অংশে।

বলাকা কমিউটারের যাত্রী জাহিদ জানান, আজ বিকেলের দিকে কাওরাইদ রেলস্টেশন ছাড়ার পরপরই ট্রেনের ইঞ্জিনের ভেতর থেকে অনেক কালো ধোঁয়া বের হতে থাকে। এ অবস্থায় ট্রেনটি সাতখামাইর রেলস্টেশন পর্যন্ত আসে। এ সময় ইঞ্জিনের কালো মবিল ছিটকে অনেক যাত্রীর গায়ে পড়ে জামা-কাপড় নষ্ট হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শ্যামগঞ্জ থেকে আসা যাত্রী মুন্না বলেন, ‘আমি ট্রেনের জ বগিতে ছিলাম। হঠাৎ দেখি ইঞ্জিন থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। পরবর্তী সময় ট্রেনচালক সাতখামাইর রেলওয়ে স্টেশনে বন্ধ করে। এ সময় ট্রেনের ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণ মবিল ছিটে যায়। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। সাড়ে ৪টা থেকে শত শত যাত্রী ভোগান্তি পোহাচ্ছে। অনেকেই বিকল্প পথে ঢাকায় ফেরার চেষ্টা করছেন। অনেক নারী-শিশু-বৃদ্ধ কষ্ট পাচ্ছেন।’

শ্রীপুর রেলস্টেশন মাস্টার শামীম বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, এখন পর্যন্ত বিকল হাওয়া ট্রেনটি সাতখামাইর রেলস্টেশনে দাঁড়ানো রয়েছে। এখন পর্যন্ত বিকল্প ইঞ্জিনের ব্যবস্থা হয়নি। তিনি আরও জানান, চেষ্টা চলছে দ্রুত সময়ের মধ্যে একটি বিকল্প ইঞ্জিন এনে বিকেল ট্রেনটি সরিয়ে নেওয়া হবে। এই মুহূর্তে আশপাশের বিভিন্ন রেলস্টেশনে কয়েকটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তর্কে জড়ানো চিকিৎসককে বরখাস্তের নির্দেশ ডিজির

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, মেডিকেল বোর্ডের সবুজসংকেতের অপেক্ষা

সবকিছু প্রস্তুত হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু

মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’: সৌদি আলেমদের আমন্ত্রণ, ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি

আজকের রাশিফল: ভার্চুয়াল হাতাহাতি থেকে দূরে থাকুন, সিদ্ধান্ত ভাগ্যের ওপর ছেড়ে দিন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আগামী নির্বাচনে জনগণই তাদের ভোট পাহারা দেবে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: আজকের পত্রিকা
কক্সবাজারে সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: আজকের পত্রিকা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণই তাদের ভোট পাহারা দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে এমন একটি নির্বাচন, যা সারা বিশ্বে প্রশংসা অর্জন করবে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর শহীদ হোছাইন চৌধুরী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আশা করি এই সপ্তাহের মধ্যেই আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশে ঐতিহাসিক এবং পরিবর্তনের সূচনাকারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, ১৬-১৭ বছর দেশের মানুষ আওয়ামী সরকারের ‘ফ্যাসিবাদী’ শাসনের কারণে ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল। নামমাত্র সাংবিধানিক ও গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকলেও বাস্তবে শেখ হাসিনা দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন।

সালাহউদ্দিন আহমদ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বলেন, শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্ব বা মানুষের প্রতি প্রকৃত আস্থা বা দায়বদ্ধতা কখনোই দেখাননি। তিনি বাংলাদেশের মানুষের সেবক না হয়ে বরং একটি পাশের দেশের স্বার্থ রক্ষায় কাজ করতেন। তাঁর ক্ষমতায় থাকার মূল উদ্দেশ্য ছিল দেশের সম্পদ লুটপাট করা এবং দেশকে অন্যের প্রভাবাধীন করে ফেলা।

সমাবেশে সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ অন্যরা বক্তব্য দেন।

এর আগে তিনি চকরিয়ার ফাঁসিয়াখালী, কাকারা, লক্ষ্যারচর ও বরইতলী ইউনিয়নে গণসংযোগ করেন এবং একাধিক পথসভায় বক্তব্য দেন। বিএনপির এই নেতা কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনে দলের মনোনীত প্রার্থী। তিনি ২ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তর্কে জড়ানো চিকিৎসককে বরখাস্তের নির্দেশ ডিজির

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, মেডিকেল বোর্ডের সবুজসংকেতের অপেক্ষা

সবকিছু প্রস্তুত হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু

মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’: সৌদি আলেমদের আমন্ত্রণ, ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি

আজকের রাশিফল: ভার্চুয়াল হাতাহাতি থেকে দূরে থাকুন, সিদ্ধান্ত ভাগ্যের ওপর ছেড়ে দিন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ধর্মীয় শিক্ষা প্রাথমিক থেকেই শুরু করা হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

কক্সবাজার প্রতিনিধি
মতবিনিময় সভায় উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: আজকের পত্রিকা
মতবিনিময় সভায় উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: আজকের পত্রিকা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে আগে মাতৃভাষার ওপর জোর দিতে হবে। এরপরে গণিত, ইংরেজিসহ অন্যান্য শিক্ষা। এ ছাড়া ধর্মীয় শিক্ষা প্রাথমিক থেকেই শুরু করা হবে।

আজ শনিবার (৬ ডিসেম্বর) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা-সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

এ সময় জেলার সব উপজেলার শিক্ষা কর্মকর্তা, রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর, বিভিন্ন প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে। তবে এ বিষয়ে কোনো উৎসবের আয়োজন করা হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তর্কে জড়ানো চিকিৎসককে বরখাস্তের নির্দেশ ডিজির

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, মেডিকেল বোর্ডের সবুজসংকেতের অপেক্ষা

সবকিছু প্রস্তুত হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু

মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’: সৌদি আলেমদের আমন্ত্রণ, ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি

আজকের রাশিফল: ভার্চুয়াল হাতাহাতি থেকে দূরে থাকুন, সিদ্ধান্ত ভাগ্যের ওপর ছেড়ে দিন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

চার নারীসহ পাঁচজনকে কোপানোর ঘটনায় মামলা, জেলহাজতে তিনজন

আমতলী (বরগুনা) প্রতিনিধি 
আমতলী থানা। ছবি: সংগৃহীত
আমতলী থানা। ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ শনিবার বিকেলে আমতলীর জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। কোর্ট উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে আমতলীতে ধান কাটতে বাধা দেওয়ায় পাঁচজনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। এ ঘটনায় গতকাল রাতেই রিপন হাওলাদারকে প্রধান আসামি করে ২০ জনের নামে আমতলী থানায় মামলা করা হয়। আহত নারী কদভানুর ভাই শাহাদাত হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের মন্নাফ হাওলাদার ও জামাল গাজীর মধ্যে ১৫ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জামাল গাজীর ভাই হলদিয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আরিফ গাজীর নেতৃত্বে কয়েকজন গতকাল বিকেলে ওই জমির ধান কাটতে গেলে মন্নাফ হাওলাদার বাড়ির নারীরা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আরিফ গাজীর লোকজন কদভানু (৪৫), শেফালী (৪০), নুরনাহার (৩৫), মমতাজ (৭০) ও সাদ্দাম হোসেনকে (৩০) ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ৯৯৯-ও ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশের সহায়তায় স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখমের ঘটনায় ২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তর্কে জড়ানো চিকিৎসককে বরখাস্তের নির্দেশ ডিজির

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, মেডিকেল বোর্ডের সবুজসংকেতের অপেক্ষা

সবকিছু প্রস্তুত হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু

মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’: সৌদি আলেমদের আমন্ত্রণ, ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি

আজকের রাশিফল: ভার্চুয়াল হাতাহাতি থেকে দূরে থাকুন, সিদ্ধান্ত ভাগ্যের ওপর ছেড়ে দিন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত