সিটি করপোরেশন এলাকার ইজিবাইক অনুমোদনের নামে পক্ষপাতিত্ব, প্রকৃত চালকদের বঞ্চিত করা, বৈষম্য ও হয়রানির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার অশ্বিনী কুমাল হলের সামনে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের প্রধান সংগঠক দুলাল মল্লিক।
বক্তব্য দেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্যসচিব ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে সড়কে শৃঙ্খলা রক্ষায় গত ২৬ মার্চ থেকে ইজিবাইকের অনুমোদন নম্বর হিসেবে নম্বরপ্লেট ও ব্লু বুক বিতরণ করা শুরু হয়েছে। কিন্তু নানাভাবে প্রচার করা হচ্ছে শুধু ভোটারদের মধ্যে নম্বরপ্লেট বিতরণ হবে। এটা হলে নগরীতে চলাচলরত অর্ধেক প্রকৃত চালক অনুমোদনবঞ্চিত হবেন। আবার চালক নন এমন অনেকেই ভোটার হওয়ার সুবাদে এই অনুমোদন সংগ্রহ করছেন। এই প্রক্রিয়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে গিয়ে দুর্নীতি, লাইসেন্স বাণিজ্যের কারণে বিশৃঙ্খল তৈরি হচ্ছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে