শনিবার, ১০ জুন ২০২৩

সেকশন

 

ডলি জহুর এখন পরিচালক

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ০৮:৪৩

ডলি জহুর। ছবি: সংগৃহীত দেশবরেণ্য অভিনেত্রী ডলি জহুর। মঞ্চ থেকে শুরু করে টেলিভিশন ও চলচ্চিত্র—সব জায়গায় তাঁর সমান পদচারণ। সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১-এ আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন ডলি জহুর। আগের মতো সিনেমায় অভিনয় না করলেও নিয়মিত কাজ করে যাচ্ছেন টেলিভিশন নাটকে। এবার পরিচালনায় নাম লেখালেন এই গুণী অভিনেত্রী।

‘দাঁড়কাক’ নামের টেলিফিল্ম দিয়ে পরিচালনা শুরু করলেন ডলি জহুর। টেলিফিল্মটি রচনাও করেছেন তিনি। এরই মধ্যে টেলিফিল্মটির নির্মাণকাজ শেষ করেছেন ডলি জহুর। নিজের পরিচালিত প্রথম টেলিফিল্ম নিয়ে ডলি জহুর বলেন, ‘দাঁড়কাক টেলিফিল্মের গল্পটা নিয়ে আমার অনেক দিনের পরিকল্পনা। আগে থেকেই ভেবে রেখেছিলাম, পরিচালনা করলে এই কাজটি দিয়েই শুরু করব। প্রথম কাজটি একটা কমফোর্ট জোনে থেকে করতে চেয়েছি। তাই চিত্রনাট্যটা নিজেই করেছি। আমার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা দিয়েই চেষ্টা করেছি একটা সুন্দর আর ভালো লাগার মতো টেলিফিল্ম দর্শককে উপহার দিতে। বাকি বিচার-বিবেচনা দর্শকের ওপর।’

টেলিফিল্মটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জোবায়ের ও তানজিকা আমিন। ডলি জহুরের নির্দেশনায় কাজ করা প্রসঙ্গে তানজিকা আমিন বলেন, ‘এটা আমার সৌভাগ্য যে আমি আমাদের প্রিয় ডলি মায়ের প্রথম পরিচালিত টেলিফিল্মে অভিনয় করতে পেরেছি। তিনি খুবই আন্তরিকতা নিয়ে কাজটি করেছেন। আমার অভিনয়জীবনের শুরু থেকেই আমি ডলি মায়ের কাছ থেকে শিখছি। তিনিই প্রথম আমাকে বলেছিলেন চরিত্রের ভেতরে প্রবেশ করে তা নিজের মধ্যে লালন করে তারপর সেই চরিত্রটির মতো করেই অভিনয় করতে হয়।’

ডলি জহুর জানিয়েছেন, আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে চ্যানেল আইতে প্রচার হবে ‘দাঁড়কাক’ টেলিফিল্মটি।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ৫২ কোটি খরচ হলেও সংকেত নেই বাতির

    সচিবালয়ে এক ভবনেই ২৪০০ টন এসি

    সিটি নির্বাচনে বিএনপির হার্ডলাইন কিসের ইঙ্গিত

    ব্যাগেজ বিধিমালা: সোনার বার এনে মাশুল হাজারো প্রবাসীর

    বাজেটে মানব মর্যাদার বিষয়টি উপেক্ষিত

    উন্মুক্ত বিদ্যা আবশ্যক

    ঢাকায় সমাবেশ করার অনুমতি পেল জামায়াত

    ফ্রান্সে ছুরি হামলার ঘটনায় আলোচনার কেন্দ্রে এখন ‘ব্যাকপ্যাক হিরো’

    পৌরসভা ও ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

    বহিষ্কৃত প্রার্থীদের পক্ষে কাজ করলে ব্যবস্থা, বিএনপির মনিটরিং সেল গঠন

    বিএনপির সঙ্গে সংলাপের আশার প্রদীপ নিভে যায়নি: কাদের

    অপাত্রে ভোট দিয়ে আর ধোঁকা নয়: খুলনায় হাতপাখার প্রার্থী