শুক্রবার, ০২ জুন ২০২৩

সেকশন

 

বিএনপির ডাকে পশুপাখিও পাত্তা দেয় না: পরিকল্পনামন্ত্রী

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ২০:২৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচনা সভায় বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি: আজকের পত্রিকা পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, ‘তোমাদের ডাকে কুত্তাও রাস্তা থেকে লড়ে না। তোমরা বললে পশুপাখি কেউও পাত্তা দেয় না। বিএনপির যদি ক্ষমতা থাকত, মানুষের প্রতি ভালোবাসা থাকত, জনগণ যদি বিএনপিকে ভালোবাসত তাহলে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা সম্ভব হতো না। বিএনপি জানে নির্বাচনে তারা জয়ী হতে পারবে না। তাই তারা বলে হাসিনা ক্ষমতায় থাকলে আমরা নির্বাচনে নাই। এই কথায় আর কাজ হবে না। খেলার মাঠে নামো, খেলো আর জিতে বিজয়ী হও। 

আজ রোববার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, শেখ হাসিনা ভালোবাসার প্রধানমন্ত্রী। তিনি জনগণের সুবিধা-অসুবিধা বোঝেন। তাই সবার কাছে অনুরোধ, উল্টাপাল্টা করা যাবে না। উন্নয়নের স্বার্থে অতীতের মতো আগামীতেও নৌকা মার্কার সঙ্গে থাকুন। যথাসময়ে দেশে নির্বাচন হবে। কেউ অংশ না নিলে নির্বাচন থেমে থাকবে না। তবে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সবার উচিত নির্বাচনে অংশ নেওয়া। 

অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমেদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল হোসেন লালন, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (শান্তিগঞ্জ-জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, সুনামগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান প্রমুখ। 

এর আগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে জগন্নাথপুর পৌরসভার নলজুর নদীর ওপর প্রায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন আর্চ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    ময়মনসিংহে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০ 

    ডুমুরিয়ায় এক বিদ্যালয়ে ২২ স্কুলছাত্রী এক সঙ্গে অসুস্থ

    ট্রেনের নামকরণের দাবিতে নীলফামারীতে ট্রেন অবরোধ

    টাকা আত্মসাতের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের দণ্ড

    চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে জখম, যুবলীগের নেতাসহ ৩ জন গ্রেপ্তার

    আটপাড়ায় উল্টো পথে আসা অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

    দক্ষিণখানে ২৬ লাখ টাকার জন্য স্ত্রীকে হত্যা করে কানাডায় পালান স্বামী: পুলিশ

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাস্তবায়ন সম্ভব নয়: সিপিডি

    গোপালগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, মামলার পর আসামি গ্রেপ্তার

    মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন 

    ময়মনসিংহে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০ 

    কানাডাপ্রবাসী নারী হত্যার ঘটনায় মামলা, স্বামীর বাবা-ভাইসহ গ্রেপ্তার ৪