শনিবার, ১০ জুন ২০২৩

সেকশন

 

হঠাৎ ঘিরে ধরে টাকা-পয়সা ছিনিয়ে নিত ওরা

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৫:০৪

প্রতীকী ছবি তারা সংঘবদ্ধ কিশোর গ্যাং চক্রের সদস্য। রাজধানীর বিভিন্ন নিরিবিলি এলাকায় পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে আশপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের মুখে মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ল্যাপটপ ছিনতাই করত তারা। র‍্যাব জানিয়েছে, তাদের সাঁড়াশি অভিযানে এই চক্রের ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই কিশোর।

রাজধানী ঢাকার মোহাম্মদপুর, হাজারীবাগসহ বিভিন্ন এলাকায় গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ছুরি, চাকু, খুরসহ দেশীয় বিভিন্ন অস্ত্র জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-২-এর সহকারী মিডিয়া কর্মকর্তা (এএসপি) শিহাব করিম।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, ছিনতাই ও ডাকাতি ছাড়াও তারা মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, উত্ত্যক্ত, পাড়া-মহল্লায় মারামারি ও স্থানীয় ভূমিদস্যুদের পক্ষে জমি দখলেও জড়িত। এ ছাড়া তারা নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখার জন্য অন্যান্য কিশোর গ্যাংয়ের সঙ্গে মারামারিসহ নানা সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শিহাব করিম জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও চাঁদাবাজির প্রবণতা বেড়েছে। এমন অভিযোগে থানায় একাধিক জিডি ও মামলা দায়ের হয়েছে। এ ছাড়া সাধারণ মানুষ ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ছাড়া একা থাকা পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে আশপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের মুখে ছিনতাই করে দ্রুত পালিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এমন তিক্ত অভিজ্ঞতার শিকার হচ্ছেন নারী-পুরুষ এমনকি স্কুলগামী শিক্ষার্থীও। এরই পরিপ্রেক্ষিতে র‍্যাব-২ এই চক্রের ওপর গোয়েন্দা নজরধারী বাড়িয়েছে।

র‍্যাব জানায়, গতকাল রাতে গোয়েন্দা তথ্যের  ভিত্তিতে র‍্যাব-২ জানতে পারে সংঘবদ্ধ কিশোর গ্যাং বিভিন্ন অংশে ভাগ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি গ্রহণ করেছে। এই তথ্যের ভিত্তিতে র‍্যাব-২-এর একাধিক দল রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে সংঘবদ্ধ কিশোর গ্যাং দলের বিভিন্ন গ্রুপের ৪৩ জন সদস্যকে গ্রেপ্তার করেছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বহিষ্কৃত প্রার্থীদের পক্ষে কাজ করলে ব্যবস্থা, বিএনপির মনিটরিং সেল গঠন

    অপাত্রে ভোট দিয়ে আর ধোঁকা নয়: খুলনায় হাতপাখার প্রার্থী 

    পটুয়াখালীতে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা, জাহাঙ্গীরে লাশ নিয়ে বিক্ষোভ

    সিলেট সার্কিট হাউসে প্রধান নির্বাচন কমিশনার

    ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ-ভাঙচুর, নেতাদের বাড়িতে হামলা

    সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর অপসারণ চান প্রতিবন্ধীরা

    ঢাকায় সমাবেশ করার অনুমতি পেল জামায়াত

    ফ্রান্সে ছুরি হামলার ঘটনায় আলোচনার কেন্দ্রে এখন ‘ব্যাকপ্যাক হিরো’

    পৌরসভা ও ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

    বহিষ্কৃত প্রার্থীদের পক্ষে কাজ করলে ব্যবস্থা, বিএনপির মনিটরিং সেল গঠন

    বিএনপির সঙ্গে সংলাপের আশার প্রদীপ নিভে যায়নি: কাদের

    অপাত্রে ভোট দিয়ে আর ধোঁকা নয়: খুলনায় হাতপাখার প্রার্থী