Alexa
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

রাশিয়ার নিরাপত্তাবাহিনীর ভবনে বিস্ফোরণে ১ জন নিহত

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১০:৪৯

বিস্ফোরণের পর রোস্তভের একটি বিপণন কেন্দ্র ও একটি আবাসিক ভবনের কাছে বাতাসে কালো ধোঁয়া উড়ছে। ছবি: টুইটার রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ অন ডনে নিরাপত্তাবাহিনীর একটি ভবনে স্থানীয় সময় বৃহস্পতিবার বিস্ফোরণের পর আগুনে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত দুজন। রুশ বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। 

বার্তা সংস্থা রয়টার্সের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, রোস্তভের একটি বিপণনকেন্দ্র ও একটি আবাসিক ভবনের কাছে বাতাসে কালো ধোঁয়া উড়ছে। রোস্তভ শহরটি পূর্ব ইউক্রেন সংলগ্ন অঞ্চলের রাজধানী। এই অঞ্চলে ইউক্রেন বাহিনীর সঙ্গে রুশ বাহিনীর লড়াই চলছে। 

যে ভবনে বিস্ফোরণ ঘটেছে সেটি ‘এফএসবি’ নামে পরিচিত। এটি অভ্যন্তরীণ নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলার কাজে ব্যবহৃত হয়। 

মস্কো এক বিবৃতিতে বলেছে, এফএসবি (ফেডারেল সিকিউরিটি সার্ভিস) ভবনের ভেতরে একটি ওয়ার্কশপে রাখা জ্বালানি ও লুব্রিকেন্টে আগুন ধরার পর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে এফএসবির সীমান্ত টহল ভবনের একাংশ ধসে পড়ে। 

রোস্তভের গভর্নর ভ্যাসিলি গোলুবেভ বলেছেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে হচ্ছে। আগুন লাগার পর আশপাশের ভবনগুলো খালি করা হয়েছে।’ 

গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ করছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের কাছে রাশিয়ার তেল ও গ্যাস স্থাপনাগুলোতে বিক্ষিপ্ত হামলা, বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে। 

মস্কো মাঝে মাঝেই অভিযোগ করে বলেছে, রাশিয়ার সীমান্ত এলাকায় ইউক্রেন বাহিনী ড্রোন দিয়ে হামলা করছে। গত মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এফএসবিকে বলেছেন, পশ্চিমারা গুপ্তচরবৃত্তির মাধ্যমে নাশকতা বাড়াচ্ছে। তাদের মোকাবিলায় আরও তৎপর হতে হবে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জ্যেষ্ঠ সহকারী মিখাইলো পোদোলিয়াক এক টুইটার পোস্টে বলেছেন, রাশিয়ার এফএসবি ভবনে ইউক্রেন হামলা করেনি। এ ধরনের কাজ ইউক্রেন কখনোই করে না। তবে এফএসবি ভবনে বিস্ফোরণে তারা আনন্দিত।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    কলম্বিয়ার বিদ্রোহীদের হামলায় অন্তত ৯ সেনা নিহত

    স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন হামজা ইউসুফ

    চীনের নেতৃত্বে নিরাপত্তা জোটে যোগ দিল সৌদি আরব

    যুক্তরাষ্ট্রের স্কুলে হামলাকারী ‘মানসিকভাবে বিপর্যস্ত’, নিজেকে ‘ট্রান্সজেন্ডার’ বলতেন

    ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতে পারি: ট্রাম্প

    মেক্সিকো-মার্কিন সীমান্তে অভিবাসী বন্দিশিবিরে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৩৯ 

    প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

    সাংবাদিক শামসুজ্জামানকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ 

    অস্তিত্ব সংকটে গড়াই নদ

    ধার করে চলছে ৭৪% গরিব: জরিপ

    শুল্কায়নে দাম বাড়ায় খেজুর খালাসে ব্যাঘাত, দাম বাড়ার শঙ্কা

    প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে আ.লীগপন্থী আইনজীবীর আইনি নোটিশ