Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

ডিমলায় উপনির্বাচনে জয় হলো নৌকার প্রার্থী ফিরোজের

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ২০:৪৩

নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এইচ এম ফিরোজ। ছবি: আজকের পত্রিকা নীলফামারীর ডিমলা সদর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম ফিরোজ। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯ হাজার ৬২৩ ভোট। উপনির্বাচনে এ এইচ এম ফিরোজের নিকটতম প্রতিদ্বন্দ্বী, স্বতন্ত্র প্রার্থী উৎপল কুমার সিংহ রায় (চশমা প্রতীক) পেয়েছেন ৭ হাজার ৩৭৫ ভোট।

এদিকে কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট কম পাওয়ায় প্রতিদ্বন্দ্বিতাকারী ৪ প্রার্থীর মধ্যে জামানত বাজেয়াপ্ত হয়েছে দুজনের। তাঁরা হলেন স্বতন্ত্র প্রার্থী মজিব উদ্দিন (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ৩২৮ ভোট এবং আমিনুর রহমান (আনারস প্রতীক) পেয়েছেন ৭৮৪ ভোট।

আজ বৃহস্পতিবার ভোট গণনা শেষে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এই ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম।

রবিউল আলম জানান, সদর ইউনিয়নে মোট ভোটার ৩৬ হাজার ৩৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৩১১ এবং নারী ভোটার ১৮ হাজার ৪৮ জন। এঁদের মধ্যে ভোট দিয়েছেন ১৮ হাজার ১১০ জন। মোট ভোটের ৫০ শতাংশ ভোট পড়েছে এখানে।

রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে এবং সুষ্ঠুভাবে উপনির্বাচনে ভোট গ্রহণ হয়েছে।’

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম সরকার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড

    রাজশাহী শিক্ষা বোর্ড: ৫ বছর পর ৯ কর্মকর্তার পদোন্নতি বাতিল, অর্থ ফেরতের নির্দেশ 

    যারা দুর্নীতি করেছে তাদেরকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না: শিক্ষামন্ত্রী

    সুন্দরগঞ্জে অবৈধভাবে বালু তোলায় ব্যবসায়ীকে ১০ লাখ টাকা জরিমানা

    নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্থ ভবন ভেঙে ফেলার নির্দেশ

    গাইবান্ধায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড