Alexa
রোববার, ০২ এপ্রিল ২০২৩

সেকশন

epaper
 

সেপটিক ট্যাংকে ৩ শ্রমিক নিহতের ঘটনায় দোষীদের শাস্তি দাবি 

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৭:২১

ঢাকার সাভারে সেপটিক ট্যাংকে তিন শ্রমিক নিহতের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে করা মানববন্ধনে শ্রমিকনেতারা। ছবি: আজকের পত্রিকা ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে পরিচ্ছন্নতাকর্মীসহ তিনজনের মৃত্যুর ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাভার আশুলিয়ার শ্রমিকনেতারা। আজ বৃহস্পতিবার দুপুরে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের শিমুলতলা এলাকায় এই মানববন্ধন করা হয়।

গতকাল বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার শিমুলতলার দরগারপাড় এলাকার আল রহমান নিটিং ফ্যাশন্স (বিডি) লিমিটেডের সেপটিক ট্যাংক থেকে মৃত তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন খুলনার বটিয়াঘাট থানার বুনারবাদ গ্রামের নুর ইসলাম শিকদারের ছেলে মো. রাকিব (২২) এবং রংপুরের গঙ্গাচড়া থানার ফেরদৌস রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৭)। তাঁরা দুজনেই কারখানার শ্রমিক। এ ছাড়া স্থানীয় পরিচ্ছন্নতাকর্মী মো. মিঠু (২২)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার খাগালিয়া গ্রামের শহিদ মিয়ার ছেলে।

গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন বলেন, ‘ঘটনা সাড়ে পাঁচটায়, অথচ রাত আটটার পরে তাঁদের বোধগম্য হয়েছে যে ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে। এর আগে ফায়ার সার্ভিস, পুলিশ কাউকেই কিছু জানানো হয়নি। প্রতিবার এই ধরনের ঘটনা ঘটে মালিকদের উদাসীনতায়। মালিকেরা লাভের নেশায় মত্ত থাকেন, তারপর সেটাকে দুর্ঘটনা বলে চালানো হয়। আমরা বলতে চাই, এটা কোনো দুর্ঘটনা না। এটা হত্যাকাণ্ড। আমরা এর বিচার চাই। যারা মারা গেছেন, সবাই শ্রমিক ছিলেন। আইন অনুযায়ী আমরা তাঁদের সারা জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দাবি করছি।’ 

মানববন্ধনে শ্রমিকনেতারা বলেন, ‘মালিকের উদাসীনতার কারণে এই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত তিনজনের মধ্যে দুজন ওই কারখানার অপারেটর পদে চাকরি করতেন। তাঁরা কীভাবে সেপটিক ট্যাংকের ভেতর গেল। আমরা ধারণা করছি জোরপূর্বক তাঁদের ওই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল।’

নিটিং ফ্যাশন্স (বিডি) লিমিটেডে গতকাল বেলা তিনটার দিকে সেপটিক ট্যাংকে নেমে নিখোঁজ হন তিন শ্রমিক। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে রাত ১০টার দিকে ওই শ্রমিকদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ

    চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় অটোভ্যানচালক নিহত

    কুমিল্লায় মদিনা বাস বন্ধের দাবিতে মানববন্ধন

    সিঙ্গাইরে ভুল চিকিৎসায় নবজাতকের দুই পা পোড়ার অভিযোগ

    অপরাধ ও অপপ্রচারের সঙ্গে সাংবাদিকতাকে না মেলানোর অনুরোধ তথ্যমন্ত্রীর

    প্রতিশোধ নিতে সাবেক স্ত্রীকে হত্যা, রহস্য উন্মোচনের দাবি পিবিআই

    ‘আবাসিকতার কাহিনি বাদ, যা বলব তাই হবে’, ছাত্রলীগকর্মীর হুমকি

    সাপ্লাই চেইন লজিস্টিক ব্যয় কমাতে কাজ করবেন প্রফেশনালেরা

    হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

    কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদসহ আটক ১

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ