Alexa
রোববার, ০২ এপ্রিল ২০২৩

সেকশন

epaper
 

২০ বছর পর কমিটি পেল হরিরামপুরের বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগ

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৫:৩৮

হরিরামপুরের বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি: সংগৃহীত মানিকগঞ্জের হরিরামপুরের বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের ৪২ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেছে উপজেলা ছাত্রলীগ। গতকাল বুধবার রাতে এক বছর মেয়াদি ঘোষিত কমিটিতে মো. সাগর চৌধুরীকে সভাপতি এবং শেখ আকাশকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

২০০২ সালে ফরিদুর রহমানকে সভাপতি এবং দুলাল আহমেদকে সাধারণ সম্পাদক করে বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করে তৎকালীন সভাপতি আমিনুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক হায়দার আলী তারেক। এরপর কামাল হোসেন-ফয়সাল আহমেদ সেতুর কমিটি এবং মাসুদুর রহমান ও রাজিবুল হাসানের কমিটি বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করতে পারেনি। দীর্ঘদিন পর বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে ইতিবাচক হিসেবে দেখছেন নেতা-কর্মীরা।

জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশি ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম বলেন, ‘হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সব কমিটি সম্মেলনের মাধ্যমে নির্দেশনা অনেক আগেই দেওয়া হয়েছিল। দীর্ঘদিন পর বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি হয়েছে। ইউনিয়ন ছাত্রলীগে গতিশীলতা বাড়বে বলে আশা করছি।’

হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি লুতফর রহমান বলেন, ‘গতকাল রাতে বয়ড়া, গালা ও চালা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আশা করি ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখবেন।’ 

সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ বলেন, ‘আমি আর আমার সভাপতি দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের ইচ্ছা ছিল ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করে সংগঠনে গতিশীলতা আরও বৃদ্ধি করা। অবশেষে গতকাল রাতে তিনটি ইউনিয়নের কমিটি গঠনের মাধ্যমে আমরা ১৩টি ইউনিয়নের ছাত্রলীগের কমিটি গঠন করেছি।’

এ দিকে আসিফ বিশ্বাসকে আহ্বায়ক এবং রাজিবুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে গালা ইউনিয়ন ছাত্রলীগের ২৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে উপজেলা ছাত্রলীগ। এ ছাড়া কাজী শিহাবকে সভাপতি এবং কাজী ফাগুনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট চালা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করে উপজেলা ছাত্রলীগ।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ‘আবাসিকতার কাহিনি বাদ, যা বলব তাই হবে’, ছাত্রলীগকর্মীর হুমকি

    কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদসহ আটক ১

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ

    ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়কের গাড়িতে হামলা-ভাঙচুর

    রাবিতে সংঘর্ষ: নির্ধারিত সময় শেষ হলেও প্রতিবেদন দেয়নি তদন্ত কমিটি

    ‘আবাসিকতার কাহিনি বাদ, যা বলব তাই হবে’, ছাত্রলীগকর্মীর হুমকি

    সাপ্লাই চেইন লজিস্টিক ব্যয় কমাতে কাজ করবেন প্রফেশনালেরা

    হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

    কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদসহ আটক ১

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ