Alexa
রোববার, ০২ এপ্রিল ২০২৩

সেকশন

epaper
 

জাবিতে বহিরাগতদের অবাধ চলাচল নিয়ন্ত্রণের দাবি

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১০:৪৩

 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগতদের অবাধ চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন ছাত্রীরা। একই সঙ্গে নারী শিক্ষার্থীদের প্রতি প্রশাসনের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি বন্ধসহ বিভিন্ন দাবিতে তাঁরা মানববন্ধন করেছেন। 

আজ বুধবার বেলা সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা, খালেদা জিয়া, প্রীতিলতা ও সুফিয়া কামাল হলের অর্ধশতাধিক ছাত্রী অংশ নেন। 

ছাত্রীদের অভিযোগ, আবাসিক হলে একের পর এক চুরি ও উত্ত্যক্তের ঘটনা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত করেছে। 

তাদের অন্যান্য দাবির মধ্যে আছে যৌন নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা, নারী শিক্ষার্থীদের প্রতি দমন-পীড়নমূলক আচরণ থামানো এবং পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতায় আনা। 

এ সময় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ফাইজা মেহজাবিন বলেন, ‘গত এক বছর যাবৎ বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি দেখছি। গত শনিবার গভীর রাতে এক ব্যক্তি সুফিয়া কামাল হল, খালেদা জিয়া হল ও শেখ হাসিনা হলের মেয়েদের উদ্দেশে যৌন নিপীড়নমূলক কথা বলেন। এ ঘটনায় এখনো দোষীকে চিহ্নিত করা কিংবা কোনো দৃশ্যমান ব্যবস্থা নিতে দেখিনি। আমরা যখন হল কমিটির কাছে যাই, তখন তারা তদন্ত কমিটি গঠন করে। কিন্তু তদন্ত কমিটি মূলত আমাদের বক্তব্যকে বিভিন্নভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।’ 

এ ব্যাপারে শেখ হাসিনা হলের প্রোভোস্ট হোসনে আরা বলেন, ‘সেদিনের ঘটনায় আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ শুরু করেছি। দায়িত্বে থাকা গার্ডদের কারণ দর্শানোর নোটিশ প্রদান, গার্ডের সংখ্যা তিন থেকে চারে উন্নীত করা, ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন প্রাচীর উঁচু করা, ৩০ মিনিট পরপর বাঁশি দেওয়াসহ একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

জাবির উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘প্রভোস্ট কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হয়।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ‘আবাসিকতার কাহিনি বাদ, যা বলব তাই হবে’, ছাত্রলীগকর্মীর হুমকি

    কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদসহ আটক ১

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ

    ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়কের গাড়িতে হামলা-ভাঙচুর

    রাবিতে সংঘর্ষ: নির্ধারিত সময় শেষ হলেও প্রতিবেদন দেয়নি তদন্ত কমিটি

    ‘আবাসিকতার কাহিনি বাদ, যা বলব তাই হবে’, ছাত্রলীগকর্মীর হুমকি

    সাপ্লাই চেইন লজিস্টিক ব্যয় কমাতে কাজ করবেন প্রফেশনালেরা

    হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

    কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদসহ আটক ১

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ