জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগতদের অবাধ চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন ছাত্রীরা। একই সঙ্গে নারী শিক্ষার্থীদের প্রতি প্রশাসনের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি বন্ধসহ বিভিন্ন দাবিতে তাঁরা মানববন্ধন করেছেন।
আজ বুধবার বেলা সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা, খালেদা জিয়া, প্রীতিলতা ও সুফিয়া কামাল হলের অর্ধশতাধিক ছাত্রী অংশ নেন।
ছাত্রীদের অভিযোগ, আবাসিক হলে একের পর এক চুরি ও উত্ত্যক্তের ঘটনা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত করেছে।
তাদের অন্যান্য দাবির মধ্যে আছে যৌন নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা, নারী শিক্ষার্থীদের প্রতি দমন-পীড়নমূলক আচরণ থামানো এবং পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতায় আনা।
এ সময় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ফাইজা মেহজাবিন বলেন, ‘গত এক বছর যাবৎ বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি দেখছি। গত শনিবার গভীর রাতে এক ব্যক্তি সুফিয়া কামাল হল, খালেদা জিয়া হল ও শেখ হাসিনা হলের মেয়েদের উদ্দেশে যৌন নিপীড়নমূলক কথা বলেন। এ ঘটনায় এখনো দোষীকে চিহ্নিত করা কিংবা কোনো দৃশ্যমান ব্যবস্থা নিতে দেখিনি। আমরা যখন হল কমিটির কাছে যাই, তখন তারা তদন্ত কমিটি গঠন করে। কিন্তু তদন্ত কমিটি মূলত আমাদের বক্তব্যকে বিভিন্নভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।’
এ ব্যাপারে শেখ হাসিনা হলের প্রোভোস্ট হোসনে আরা বলেন, ‘সেদিনের ঘটনায় আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ শুরু করেছি। দায়িত্বে থাকা গার্ডদের কারণ দর্শানোর নোটিশ প্রদান, গার্ডের সংখ্যা তিন থেকে চারে উন্নীত করা, ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন প্রাচীর উঁচু করা, ৩০ মিনিট পরপর বাঁশি দেওয়াসহ একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে।’
জাবির উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘প্রভোস্ট কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হয়।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগতদের অবাধ চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন ছাত্রীরা। একই সঙ্গে নারী শিক্ষার্থীদের প্রতি প্রশাসনের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি বন্ধসহ বিভিন্ন দাবিতে তাঁরা মানববন্ধন করেছেন।
আজ বুধবার বেলা সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা, খালেদা জিয়া, প্রীতিলতা ও সুফিয়া কামাল হলের অর্ধশতাধিক ছাত্রী অংশ নেন।
ছাত্রীদের অভিযোগ, আবাসিক হলে একের পর এক চুরি ও উত্ত্যক্তের ঘটনা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত করেছে।
তাদের অন্যান্য দাবির মধ্যে আছে যৌন নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা, নারী শিক্ষার্থীদের প্রতি দমন-পীড়নমূলক আচরণ থামানো এবং পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতায় আনা।
এ সময় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ফাইজা মেহজাবিন বলেন, ‘গত এক বছর যাবৎ বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি দেখছি। গত শনিবার গভীর রাতে এক ব্যক্তি সুফিয়া কামাল হল, খালেদা জিয়া হল ও শেখ হাসিনা হলের মেয়েদের উদ্দেশে যৌন নিপীড়নমূলক কথা বলেন। এ ঘটনায় এখনো দোষীকে চিহ্নিত করা কিংবা কোনো দৃশ্যমান ব্যবস্থা নিতে দেখিনি। আমরা যখন হল কমিটির কাছে যাই, তখন তারা তদন্ত কমিটি গঠন করে। কিন্তু তদন্ত কমিটি মূলত আমাদের বক্তব্যকে বিভিন্নভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।’
এ ব্যাপারে শেখ হাসিনা হলের প্রোভোস্ট হোসনে আরা বলেন, ‘সেদিনের ঘটনায় আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ শুরু করেছি। দায়িত্বে থাকা গার্ডদের কারণ দর্শানোর নোটিশ প্রদান, গার্ডের সংখ্যা তিন থেকে চারে উন্নীত করা, ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন প্রাচীর উঁচু করা, ৩০ মিনিট পরপর বাঁশি দেওয়াসহ একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে।’
জাবির উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘প্রভোস্ট কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হয়।’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
৬ মিনিট আগে
বাগেরহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ আরও চারজন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
২৫ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) হাসান মামুন। ফলে আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনী লড়াই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
৪৩ মিনিট আগে