Alexa
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৫:১৭

আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ চত্বরে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন ও গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা। ছবি: আজকের পত্রিকা এক মাসের মধ্যে মজুরি বোর্ড গঠন করে পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি জানিয়েছে পোশাকশ্রমিকদের সংগঠনগুলো। আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ চত্বরে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন ও গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন সংগঠনের নেতারা।

সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক তাসলিমা আখতার।

লিখিত বক্তব্যে তাসলিমা আখতার ৭ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো ৩০ দিনের মধ্যে মজুরি বোর্ড গঠন করে ২৫ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণা, নতুন মজুরির আগে ৬০ শতাংশ মহার্ঘ্য ভাতা চালু, প্রভিডেন্ট ফান্ড চালু ও ১০ শতাংশ ইনক্রিমেন্ট প্রদান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্যাস, বিদ্যুতের দাম কমানো, শ্রমিক ছাঁটাই বন্ধ এবং স্থায়ী রেশনিং কার্ড চালু করা।

দাবি আদায়ে আগামী ২০ মার্চ থেকে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচির কথাও বলা হয় সমাবেশে।

গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, পোশাকশিল্পে মালিকেরা যেমন অর্থ বিনিয়োগ করেন, তেমনি শ্রমিকেরাও তাঁদের শ্রম বিনয়োগ করেন। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। আগামী ৩০ দিনের মধ্যে মজুরি বোর্ড গঠন করা না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলসহ অন্যরা।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    জাবিতে হত্যাচেষ্টার অভিযোগে ছাত্রলীগের ৫ নেতাকর্মী বহিষ্কার

    ছবিসহ ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় আরাভ

    স্বামী-স্ত্রী রাস্তা পারাপারের সময় বাসচাপায় গেল স্বামীর প্রাণ

    সাভারে মানববন্ধন করায় দৃষ্টি প্রতিবন্ধীদের ওপর হামলা, আহত ৬

    খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনের লোহার পাইপ পড়ে পথচারীর মৃত্যু

    শিবালয়ে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

    কেশবপুরে ছড়িয়ে পড়েছে গরুর ‘লাম্পি স্কিন’ রোগ, চিকিৎসায় ভরসা কবিরাজ

    সূর্যমুখীর হাসিতে লাখ টাকার স্বপ্ন

    মারা গেছেন ‘পরিণীতা’র পরিচালক প্রদীপ সরকার

    সিলেট সিটি নির্বাচন: সরব আ.লীগে বিভক্তি, নিষ্ক্রিয় বিএনপি

    রেকর্ড গড়ে গর্বিত রোনালদো 

    যুক্তরাষ্ট্রের কংগ্রেসে তোপের মুখে টিকটক সিইও